অর্ধশতাব্দী পর আবারও চাঁদে অবতরণ করল মার্কিন মহাকাশযান। ১৯৭২ সালে অ্যাপোলো মিশনের সফল চন্দ্রাভিযানের পর গতকাল বৃহস্পতিবার(২২ফেব্রুয়ারি) আবার চাঁদের মাটিতে পা রাখল যুক্তরাষ্ট্রের নভোযান ‘অডিসিয়াস’।
ষড়ভুজ আকৃতির রোবট অডিসিয়াস গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর কাছে ‘ইস্টার্ন’এলাকায় অবতরণ করে। যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের সাহায্যে মহাকাশে যাত্রা শুরু করে এটি।
উৎক্ষেপণের পর সপ্তাহজুড়ে এটির যাত্রা দৃশ্যত ভালোই ছিল। এ অভিযানের মধ্য দিয়ে পৃথিবীর নিকটতম নভোমণ্ডলীয় ‘প্রতিবেশী’ চাঁদে আবারও মানুষের পদাচারণের পথ সুগম হলো। তবে এ রোবট নভোযানের চাঁদে অবতরণ করা একেবারে সহজ ছিল না।
রোবট অডিসিয়াসের শেষ মুহূর্তের অনিশ্চয়তা কাটিয়ে এই অভিযান নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ঘোষণা দেন, অডিসিয়াস সফলভাবে চাঁদের মাটি স্পর্শ করেছে ও তাঁদের সঙ্গে বার্তা আদান-প্রদান শুরু করেছে।
চাঁদে অডিসিয়াসের অবতরণের প্রায় দুই ঘণ্টা পর ইনটুইটিভ মেশিনস নিশ্চিত করেছে, ‘যোগাযোগবিষয়ক সমস্যা সমাধানের পর’ মহাকাশযানটি সোজা হয়ে দাঁড়িয়েছে। ক্রমবর্ধমান বাণিজ্যিক মহাকাশ শিল্পের জন্য এটি এক উল্লেখযোগ্য কীর্তি।
অবতরণের কিছু সময় পর ওই প্রতিষ্ঠানের প্রধান প্রযুক্তি কর্মকর্তা টিম ক্রেইন বলেন, ‘কোনো রকম সংশয় ছাড়া আমরা এটি নিশ্চিত করতে পারি, আমাদের নভোযান এখন চাঁদের বুকে। আমরা এটির সঙ্গে যোগাযোগ স্থাপন করেছি। তাই অভিনন্দন।’
কোনো রকম সংশয় ছাড়া আমরা এটি নিশ্চিত করতে পারি, আমাদের নভোযান এখন চাঁদের বুকে। আমরা এটির সঙ্গে যোগাযোগ স্থাপন করেছি। তাই অভিনন্দন।
অবশ্য এ সাফল্য সম্পর্কে প্রাথমিক পর্যায়ে কোনো নিশ্চয়তা দিতে পারছিলেন না ইনটুইটিভের কর্মকর্তারা। অডিসিয়াস অবতরণ করার পর প্রথম কয়েকটি মুহূর্ত এটির কাছ থেকে বার্তা পাওয়ার জন্য অধীর অপেক্ষায় ছিলেন অভিযান পরিচালনাকারীরা। ওই সময় টিম ক্রেইন তাঁর দলকে উদ্দেশ করে বলে ওঠেন, ‘আমরা এখনো মারা যায়নি।’
ইনটুইটিভ মেশিনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাঁর দলকে বলেন, ‘আমি জানি, অভিযানের ওই মুহূর্ত ছিল উদ্বেগ-উৎকণ্ঠার। তবে আমরা এখন চন্দ্রপৃষ্ঠে ও মহাকাশযানটির সঙ্গে বার্তা আদান-প্রদান করছি। চাঁদে আপনাদের স্বাগত।’
বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই প্রথম ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে চাঁদে মহাকাশযান পাঠাল যুক্তরাষ্ট্র। মহাকাশযানটির নকশা ও এটির পরিচালনা করেছে টেক্সাসের হিউস্টনভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিনস। বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা।
সিএনএন জানিয়েছে, ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে মানুষবিহীন মহাকাশযান ‘অডিসিয়াস’ চাঁদের উপরিভাগে পৌঁছায় স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায়।
মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, ‘ওডি’ বা ‘আইএম-১’ ডাকনামের রোবটটিকে চাঁদের মাটিতে স্থাপনে কয়েক মিনিট সময় লাগলেও কিছুক্ষণ পর থেকেই সেটি ইনটিউটিভ মেশিনসের নিয়ন্ত্রণকক্ষে সংকেত পাঠাতে শুরু করে।
‘ইনটুইটিভ মেশিন’ ও নাসার পক্ষ থেকে জানানো হয়, চলতি দশকের শেষ দিকে চাঁদে নভোচারী পাঠানোর পথ সুগম করা এ অভিযানের লক্ষ্য। এর আগে, গত মাসে একটি মার্কিন প্রতিষ্ঠানের চন্দ্রাভিযান ব্যর্থ হয়। এতে প্রশ্ন ওঠে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চন্দ্রাভিযান পরিচালনার সক্ষমতা নিয়ে।
জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির স্পেস পলিসি ইনস্টিটিউটের পরিচালক স্কট পেস বার্তা সংস্থা এএফপিকে বলেন, যুক্তরাষ্ট্র কয়েক দশক অনুপস্থিত থাকার পর তার চন্দ্রাভিযানের সক্ষমতা নতুন করে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ কাউন্সিলের সাবেক এই সদস্য আরও বলেন,
মাঝেমধ্যেই এমন কথা শোনা যায়, আমরা অতীতে এটি (সফল চন্দ্রাভিযান) করেছি; এখন কেন পারব না? এ অভিযান কীভাবে করতে হয়, তা প্রতিটি প্রজন্মকেই শিখতে হবে।
অডিসিয়াসের চাঁদে নামার আগমুহূর্তের কয়েক সেকেন্ড ছিল এ অভিযান পরিচালনাকারীদের জন্য অনেকটা শ্বাসরুদ্ধকর। ওই সময় নভোযানটি ঠিকঠাক কাজ করছে কি না, তা নিয়ে কিছুক্ষণের জন্য অনিশ্চয়তার মধ্যে কাটান তাঁরা।
সিন্ধু নদে বাঁধ দিলে হামলা চালাবে পাকিস্তান
ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দায় স্বীকার হুথির
ত্রাণ নিয়ে গাজার উদ্দেশে রওনা হওয়া জাহাজে বোমা হামলা
শাহবাজ ও জয়শঙ্করকে যে বার্তা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ভারতের আকাশসীমায় চলবে না পাকিস্তানি বিমান
এবার পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প!
কলকাতায় হোটেলে আগুন, প্রাণ গেলো ১৪ জনের
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯
গুলি করে ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
ইরানে বিস্ফোরণ: নিহত বেড়ে ৭০, আহত ১২০০
পেহেলগামে হামলা ঘিরে কাশ্মীরে ব্যাপক ধরপাকড়, ভাঙা হচ্ছে বাড়ি
পরপর ৪ রাত ভারত ও পাকিস্তান সীমান্তে গোলাগুলি
ইরানে বন্দর বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২৫, আহত ৮ শতাধিক
ইরানে বন্দরে বিস্ফোরণ: নিহত অন্তত ৪, আহত পাঁচশ’র বেশি
ইরানে বন্দরে বিস্ফোরণ, ব্যাপক প্রাণহানির শঙ্কা
ভারতকে কঠোর বার্তা দিল পাকিস্তান
লাখো অনুসারীর সমবেত প্রার্থনায় অনন্ত যাত্রায় পোপ ফ্রান্সিস
পানিবণ্টন চুক্তি স্থগিত হলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো
ফের নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তান গোলাগুলি
ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ইরানের
পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
গাজায় এখন পর্যন্ত ৫১৩৫৫ ফিলিস্তিনি নিহত, আহত ১১৭২৪৮
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
বাংলাদেশকে দেওয়া সহায়তা নিয়ে স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন
তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরির হুঁশিয়ারি রাশিয়ার
কাশ্মীরে হামলা: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫ পদক্ষেপ
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত
না ফেরার দেশে পাড়ি জমালেন পোপ ফ্রান্সিস
যুক্তরাষ্ট্রে ফের ট্রাম্পবিরোধী বিক্ষোভ
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৮০