MA ০৯ এপ্রিল ২০২৫ ১২:০১ পি.এম
এনএস রিপোর্ট
আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। ২০২৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। সে হিসেবে গত বছরের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কমেছে। বিগত পাঁচ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
এ দিকে, মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে কিছু নির্দেশনা দিয়েছে।
নির্দেশনাগুলো হলো-
১. অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট আগে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে;
২. প্রশ্নপত্রে উল্লেখ থাকা সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে;
৩. প্রথমে অনুষ্ঠিত হবে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা উভয় পরীক্ষার মধ্যে থাকবে না কোনো বিরতি;
৪. পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করবে;
৫. স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, শারীরিক শিক্ষা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো এনসিটিবির নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে পাওআ নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে;
৬. পরীক্ষার্থী উত্তরপত্রের OMR ফরমে পরীক্ষার রোল নম্বর, বিষয় কোড, রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করবে। উত্তরপত্র কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না;
৭. পরীক্ষার্থীকে আলাদাভাবে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পাস করতে হবে;
৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই আলাদা বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না;
৯. কোন পরীক্ষার্থীর পরীক্ষা নিজ বিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে;
১০. পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে;
১১. পরীক্ষাকেন্দ্রে কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী মুঠোফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না;
১২. সৃজনশীল-রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি এবং ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে;
১৩. নিজ কেন্দ্র বা ভেন্যুতে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে;
১৪. পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পরীক্ষার্থীরা পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবে।
জানা গেছে, ২০২৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। ২০২৩ সালে ছিল ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন, ২০২২ সালে ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ এবং ২০২১ সালে পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন।
এ দিকে পর্যাপ্ত পরীক্ষার্থী না থাকার কারণে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার ১৩টি কেন্দ্র বাতিল করেছে। ইতোমধ্যে সেসব কেন্দ্রের তালিকাও প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশে শিক্ষার্থী ঝরে পড়ার এ হার উদ্বেগজনক। গত সাত বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ১৪ লাখ। ২০১৬ সালে পঞ্চম শ্রেণি শেষ করে ২৮ লাখ ২ হাজার ৭১৫ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাদেরই বসার কথা ছিল। তবে গত বছর সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ শিক্ষার্থী অংশ নেয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সাত বছরের শ্রেণি কার্যক্রমে প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী ছিটকে পড়ে। গড়ে প্রতি বছর ঝরে পড়েছে ২ লাখ শিক্ষার্থী।
কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হলেন চুয়েট অধ্যাপক হযরত আলী
এবার দেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইউআইইউ
আজ প্রতিবাদী গণমিছিল নিয়ে মাঠে নামবে পলিটেকনিক শিক্ষার্থীরা
৬ দফা দাবি নিয়ে ফের মাঠে পলিটেকনিক শিক্ষার্থীরা
পদত্যাগের করেও রেহাই নেই ইউআইইউ’র শিক্ষকদের!
ফের হামলার শিকার কুয়েটের ৪ শিক্ষার্থী
কলেজের অ্যাডহক কমিটিতে রাখতে হবে চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবী
কুয়েট ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি, প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহা থেকে বোনাস বাড়ছে এমপিও শিক্ষকদের
কুয়েটের ভিসি ও প্রো-ভিসি'র পদত্যাগ
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে সরিয়ে দেওয়া হচ্ছে
পারভেজ হত্যার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেপ্তার
শিক্ষা উপদেষ্টার অনুরোধ প্রত্যাখ্যান কুয়েট শিক্ষার্থীদের
পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে 'শাহবাগ ব্লকেড'
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন সাময়িক স্থগিত
সংঘর্ষ-সহিংসতা এড়াতে ২ দিনের জন্য সিটি কলেজ বন্ধ
ফের ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত দুইজন ঢামেকে
দাবি আদায় করেই অনশন ভাঙবেন কুয়েট শিক্ষার্থীরা!
প্রাইম এশিয়ার ছাত্র হত্যায় বৈষম্যবিরোধী-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ
কাল মহাসমাবেশ করবে কারিগরি শিক্ষার্থীরা
এবার 'রাইজ ইন রেড' কর্মসূচি নিয়ে রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা
সারাদেশে কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
জুমার নামাজের পর সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
এবার কাফনের কাপড় বেঁধে গণমিছিলের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
শিক্ষা উপদেষ্টা ও পলিটেকনিক শিক্ষার্থীদের বৈঠক শুরু
প্রাথমিক শিক্ষকদের বদলি আবেদন শুরু
ঢাকা পলিটেকনিকের নতুন অধ্যক্ষ সাহেলা পারভীন
পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধ কর্মসূচি শিথিল