L.M. ১৯ মে ২০২৫ ০৯:৪৮ পি.এম
মুনতাহা মায়মুনা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লড়াই শুরু হয়েছে। সোমবার (১৯ মে) বিভিন্ন সময়ে বিএনপি নেতা ইশরাক হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বিষয়টি নিয়ে নিজ নিজ অবস্থান এবং পরিস্থিতি বিশ্লেষণের চেষ্টা করেছেন।
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও তার ফেসবুকে আসিফ মাহমুদকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। তিনি কার উদ্দেশে এমন পোস্ট দিয়েছেন, সেটি স্পষ্ট না করলেও; পর্যবেক্ষকমহল মনে করছেন বিএনপিকে ইঙ্গিত করে তিনি ওই স্ট্যাটাস দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাদের এ বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে চলছে তুমুল আলোচনা। ফেসবুকের পোস্টগুলোতে পক্ষে-বিপক্ষে আসছে নানা মন্তব্য। এসব বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ অনেক মানুষের মধ্যেও ইতিবাচক-নেতিবাচক প্রচারণা লক্ষ্য করা গেছে। তবে মেয়র পদ নিয়ে শেষ পর্যন্ত সরকার বা ইশরাক অনুসারীদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায় সেটা নিশ্চিত হওয়া যায়নি।
চার জনের ফেসবুক পোস্ট বিশ্লেষণে দেখা যায়, তারা যার যার অবস্থান থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। পক্ষে-বিপক্ষে তুলে ধরেছেন নানা যুক্তি। সংযত ভাষায় এক পক্ষ অপর পক্ষকে ঘায়েল করতেও পিছপা হননি। যুক্তির লড়াইয়ে কেউ কাউকে ছাড় দেননি।
প্রত্যেকে নিজ নিজ যুক্তির সঙ্গে বিভিন্ন উদাহরণ এবং প্রেক্ষাপট তুলে ধরে নিজের অবস্থান ব্যক্ত করেছেন। কোনটি সঠিক, কোনটি বেঠিক সে বিষয়ে মতামত দিয়ে পরিস্থিতির বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। সবার লেখাতেই উঠে এসেছে পরস্পরের প্রতি তীব্র সমালোচনা। পরস্পর পরস্পরের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদও জানিয়েছেন ফেসবুক পোস্টের মাধ্যমে।
বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সবশেষ নির্বাচনে মেয়র প্রার্থী ইশরাক হোসেন ফেসবুক আইডিতে লিখেছেন, ‘মেয়র ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি, পিতা মাতা তুলে গালিগালাজও চুপ করে সহ্য করে গিয়েছি। কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটের অধিকারের স্বার্থে। সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা ক্লিন কাট বুঝিয়ে দিল।’
ইশরাক হোসেন আরও লিখেছেন, ‘কোনো কথা চলবে না, যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয়, বরঞ্চ একটি দলের প্রতিনিধির কাজ করেছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে। নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে। উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে। এবং আমলাতন্ত্র হাসিনার দোসরদের সঙ্গে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করছে। একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে।’
বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে বলে ফেসবুকে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে জটিলতা কোথায়, তা ১০টি পয়েন্টের মাধ্যমে উল্লেখ করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘উচ্চ আদালতে বিচারাধীন এবং উপরেল্লিখিত (ফেসবুকে তুলে ধরা ১০ পয়েন্ট) জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে। ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়াসহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।’
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পোস্টে নির্বাচন কমিশন ট্রাইবুনাল, আইন মন্ত্রণালয়, ইশরাক হোসেনের মেয়র সংক্রান্ত রায়সহ বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। এ সংক্রান্ত আইনগুলো প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন।
সবশেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ‘এ সকল জটিলতা নিরসন হলে স্থানীয় সরকার বিভাগের শপথ নিতে কোনো সমস্যা নেই। তবে ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ইশরাক হোসেনের এই আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পেলাম না! আবার কেউ বলবেন না যে এটা সাধারণ জনগণ করছে, কারণ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন গ্রুপের নির্দেশনা এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীরাই কর্মসূচি বাস্তবায়ন করছে।’
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে এবং এটাই সত্য যে বিগত তিনটা জাতীয় নির্বাচন এবং অন্যান্য স্থানীয় নির্বাচনগুলো ছিল এক পাক্ষিক, প্রশ্নবিদ্ধ এবং অবৈধ। যে নির্বাচন অবৈধ, সে নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই? সেটা কিভাবে বৈধ হয়? তাহলে তো সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি।’
সারজিস আলম আরও লিখেছেন, ‘ইশরাক তার গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার এই মাইলস্টোনগুলো ধীরে ধীরে অর্জন করে নিতে পারবেন। কিন্তু সাময়িক প্রাপ্তির আশায় অবৈধ নির্বাচনের সো-কল্ড বৈধ মেয়র হিসেবে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় একটি দাগ লাগাবেন কিনা সেই সিদ্ধান্ত তারই নেওয়া উচিত।’
পোস্টের আরেক জায়গায় সারজিস আলম উপদেষ্টা আসিফ মাহমুদের প্রসঙ্গ তুলে লিখেছেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদের কথা চিন্তা করে না হোক অভ্যুত্থানের সামনের সারির আপসহীন একজন নেতৃত্ব ও যোদ্ধার কথা চিন্তা করে হলেও তার স্থানীয় কিছু কর্মীদের মাধ্যমে তিনি আসিফ মাহমুদকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করাতে পারেন না, অপমানিত করাতে পারেন না, গালিগালাজ করাতে পারেন না, বাবা-মা তুলে কথা বলাতে পারেন না। এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচারপন্থী না। পরোক্ষভাবে এই দায় তার উপরেও বর্তায়।’
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সোমবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘আসিফ মাহমুদের রক্ত ঝরা সংগ্রামের দিন আছে। হাসিনা-শাহীর গদি কাঁপানো স্লোগান আছে, ফ্যাসিস্ট পতনের বীরোচিত ইতিহাস আছে। যদি দেশের প্রয়োজনে দরকার হয়, আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবেন, স্লোগানে কণ্ঠ মেলাবেন।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘তাকে অপদস্থ কইরেন না, অন্যায্যতা চাপিয়ে দিয়েন না, বেইনসাফি কইরেন না। অপদস্ত কইরা, রক্ত ঝরায়া পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই, আপনারাও অপরাজনীতি কইরেন না।’
এ ফেসবুক পোস্ট কাকে উদ্দেশ্য করে সেটা তিনি স্পষ্ট না করলেও পর্যবেক্ষকমহল ধারণা করছেন, বিএনপিকে উদ্দেশ্য করেই তার এ ফেসবুক পোস্ট দেওয়া।
জুলাই শহীদদের আদর্শেই গণতন্ত্রের পথ: তথ্য উপদেষ্টা
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উপস্থাপনের তাগিদ প্রধান উপদেষ্টার
২৪ ঘন্টায় ৩ জনসহ ৬ মাসে ডেঙ্গুতে ৪৮ মৃত্যু
জুলাই গণহত্যা: ১০ জুলাই হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ
সামাজিক ব্যবসায় ইসলামি এনজিওকে আহ্বান ড. ইউনূসের
বাংলাদেশে গণতন্ত্র নিয়ে ট্রাম্প প্রশাসনের আগ্রহ সীমিত: কুগেলম্যান
বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা
সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টার
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে তদন্তে সহায়তা করবে ঢাকা
কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না জানালেন অ্যাটর্নি জেনারেল
সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা আর নেই
আশুরায় নিষিদ্ধ আতশবাজি-দা-ছুরি : সিএমপি
জুলাই শহীদদের সনদ দেওয়ার কাজ করছে সরকার: উপদেষ্টা শারমীন
ফের শুরু হলো ১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া
সন্ধ্যার মধ্যে ঝড়, সতর্ক থাকবেন যারা
মুরাদনগরে নারী নির্যাতন: মূল অভিযুক্ত শাহ পরান গ্রেপ্তার
পরিবেশ উপদেষ্টার সঙ্গে জাইকার প্রতিনিধি দলের বৈঠক
রবীন্দ্রনাথ ও নজরুল ছিলেন জীবন ঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সেনাবাহিনী
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জমি ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ
অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
নারী ফুটবল দলকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
গ্রেপ্তার হলেন সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়
সেই সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির 'গুরুদণ্ড'
শেখ রেহানার স্বামী ও দেবরের জমি ও ভবন জব্দের আদেশ
৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
আদালত অবমাননা: শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড
সরকারি চাকরিতে ৭ বছরেও পূরণ হয়নি শূন্য পদ
সরকারি চাকরি: পদ খালি ৪ লাখ ৬৮ হাজার
ফেব্রুয়ারি-এপ্রিল টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ইসির