L.M. ২৬ জুন ২০২৫ ০১:০৪ পি.এম
এনএস ডেস্ক
ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিন ধরে চলা যুদ্ধের সমাপ্তি ঘটেছে। তবে ইরানিদের মধ্যে অস্থিরতা এখনো কাটেনি। কারণ তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এখনো কোনো খোঁজ তারা পাননি। এ নিয়ে তারা ব্যাপক উদ্বিগ্ন।
এ নিয়ে নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে গত প্রায় এক সপ্তাহ ধরে জনসম্মুখে দেখা যায়নি। এ সময় তার কোনো বক্তব্য বা বিবৃতিও শোনা যায়নি, এমনকি দেশে যুদ্ধাবস্থার মধ্যেও না।
গত মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক খামেনির আর্কাইভস অফিসের প্রধান কর্মকর্তা মেহদি ফাযায়েলিকে জিজ্ঞেস করেন, মানুষ আমাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে খুবই চিন্তিত। আপনি কি আমাদের বলতে পারবেন খামেনি কেমন আছেন। এই উপস্থাপক জানান, একই প্রশ্ন নিয়ে দর্শকদের কাছ থেকে অসংখ্য বার্তা এসেছে।
জবাবে মেহদি ফাযায়েলি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র বোমা হামলার পর তিনিও বিভিন্ন কর্মকর্তা কর্মকর্তা এবং নাগরিকদের কাছ থেকে অসংখ্য উদ্বিগ্ন প্রশ্ন পেয়েছেন।
ইরানের এই কর্মকর্তা বলেন, আমাদের সবার উচিৎ প্রার্থনা করা। যারা সর্বোচ্চ নেতাকে রক্ষা করার দায়িত্বে আছেন, তারা ভালোভাবেই তাদের কাজ করছেন। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমাদের জনগণ তাদের নেতার পাশেই বিজয় উদযাপন করতে পারবে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন যে খামেনি সুরক্ষিত একটি বাঙ্কারে অবস্থান করছেন। সম্ভাব্য হত্যা প্রচেষ্টা ঠেকাতে কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগ করছেন না।
তবে তার এই অনুপস্থিতি ইরানে রাজনৈতিক মহল থেকে সাধারণ জনগণের মধ্যে রীতিমতো অস্থিরতা সৃষ্টি করেছে।
দৈনিক খানেমান'র প্রধান সম্পাদক মোহসেন খালিফেহ এক সাক্ষাৎকারে বলেন, এই দীর্ঘ অনুপস্থিতি আমাদের ভীষণ চিন্তিত করে তুলেছে। তিনি স্বীকার করলেন, যে চিন্তা দুই সপ্তাহ আগেও অকল্পনীয় ছিল- ‘যদি সত্যিই খামেনি মারা যান, তবে সেটি হবে ইতিহাসের সবচেয়ে গৌরবময় জানাজা।’
ইরানের বড় কোনও সিদ্ধান্ত নিতে খামেনির অনুমোদন নিতে হয়। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও তিনি মার্কিন ঘাঁটিতে হামলা বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মতো সামরিক সিদ্ধান্ত অনুমোদনের একমাত্র ক্ষমতাধর।
তবে প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপে এবং কাতারের আমিরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তিটি দ্রুত সম্পন্ন হয়েছে বলে মনে হচ্ছে। কিন্তু ইরানের সিনিয়র সামরিক কমান্ডার এবং সরকারি কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলোতে খামেনির সঙ্গে দেখা করেছেন বা কথা বলেছেন কি না তা নিয়ে এড়িয়ে যাচ্ছেন।
তাই খামেনির নীরবতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে যে দেশটির সাম্প্রতিক সিদ্ধান্তগুলোতে তিনি আদৌ জড়িত ছিলেন কি, তিনি প্রতিদিনকার রাষ্ট্রপরিচালনায় এখনো সক্রিয়? তিনি অসুস্থ, আহত, নাকি মারা গেছেন?
৭ জুলাই ১২ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করবেন ট্রাম্প
টেক্সাসে ভয়াবহ বন্যায় ২৪ জনের প্রাণহানি
সৌদিতে যুক্তরাষ্ট্রের ‘থাড’ মোতায়েন
তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি, বৈশ্বিক অঙ্গনে নজির
'বিশেষ আলোচনায়' ওয়াশিংটন সফরে যাচ্ছেন নেতানিয়াহু
'ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে পাকিস্তানের দৃঢ় সমর্থন রয়েছে'
'গাজায় শিশুদের না খাইয়ে মারার কৌশল ইসরায়েলের'
গাজায় যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে বসছেন নেতানিয়াহু
নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি বাতিল, নেপথ্যে কি ট্রাম্প?
গাজায় যুদ্ধবিরতি আগামী সপ্তাহের মধ্যে: ট্রাম্প
আত্মঘাতী হামলায় পাকিস্তানে ১৬ সেনা নিহত
‘ইরানের বিজয়’ বলায় খামেনির কড়া সমালোচনা ট্রাম্পের
বাংলাদেশের তিন পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
শিগগিরই করাচি পৌঁছাবে ইরান থেকে ফেরা বাংলাদেশীরা
খামেনির অনুপস্থিতি ঘিরে উদ্বিগ্ন ইরানিরা
যুদ্ধবিরতির চুক্তিতে গাজাকে অন্তর্ভুক্ত করার দাবি
বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি, মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে স্বস্তি
যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন: কাতার
লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফের 'ইউ টার্ন'
সিচুয়েশন রুমে অবস্থান করছেন ট্রাম্প
পাল্টা প্রতিক্রিয়ায় কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের ছয় বিমানবন্দরে ইসরায়েলের অতর্কিত হামলা
ইরানে গুপ্তচরদের স্টারলিঙ্ক ইন্টারনেট দিতে অনুরোধ ট্রাম্প দূতের
যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন
'অপারেশন মিডনাইট হ্যামার' নামে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে সমর্থনের একদিন পরেই পাকিস্তানের নিন্দা
ইরানে হামলার পর মার্কিন রণতরীতে হামলার হুমকি হুথি বিদ্রোহীদের
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করার ঘোষণা ইরানের
ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান
ইরানে মার্কিন হামলা চরম অসংবিধানিক: সিনেটর