M.A. ২৮ জুন ২০২৫ ০১:১১ পি.এম
এনএস ডেস্ক
একগাদা অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। গতকাল শুক্রবার (২৭ জুন) এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তিনি। উমামা দীর্ঘ ওই পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেতরের পরিস্থিতি, ক্ষমতার দ্বন্দ্ব, সুবিধাবাদ ও অনিয়মের নানা দিক তুলে ধরেছেন।
তিনি লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু। এখানেই শেষ হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আমার আনুষ্ঠানিক যাত্রা।’
উমামা ফাতেমা ফেসবুক পোস্টে লিখেন, ‘এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিই। কিন্তু দলীয় লেজুড় ও প্রেসক্রিপশনের বাইরে কাজ করলে হুমকির মুখে পড়ত অনেকের রাজনৈতিক ভবিষ্যত। আমি যেন এই ব্যানার নিয়ে কাজ না করি, তাই আমার ওপর বিভিন্ন ধরনের ভয়াবহ চাপসৃষ্টি করা হয়। আমি পুরা বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই একটা Goodwill থেকে ব্যানারকে সচল করার চেষ্টা করেছিলাম। পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই।
যে মানুষগুলার সঙ্গে আমি পাশে দাঁড়িয়ে মিটিং-মিছিল করছি তারাই পরিকল্পতিভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে Smear campaign চালায়। মানুষ বাইরে যত ভালো সাজার চেষ্টা করুক ভেতর থেকে তারা কতটা ছোটলোক তা আমি ওই সময়গুলাতে টের পাই। মানুষকে টিস্যু পেপারের মতো এই সো-কল্ড সহযোদ্ধারা ব্যবহার করে। আবার প্রয়োজন শেষ হলেই এক মুহূর্তও ভাবে না ছুঁড়ে ফেলতে।
এই প্ল্যাটফর্ম নিয়ে আমি মার্চ-এপ্রিল মাসে কাজ করতে গিয়ে দেখেছি কিভাবে ভিতর থেকে প্ল্যাটফর্মকে পোকার মতো খেয়ে ফেলেছে সুবিধাবাদীরা। তবে বিভিন্ন শাখা কমিটিতে অনেক Goodwill এর মানুষও পেয়েছি, যারা সত্যিকারের পরিবর্তনের স্বপ্ন নিয়ে কমিটিতে এসেছিল। চেষ্টা করছে কাজ করার। কিন্তু তারাও এই সুবিধাবাদীদের কাছে জায়গা করতে পারেনি। জুলাই অভ্যুত্থানের মতো এত বড় ইভেন্ট দেখার পর চোখের সামনে সবকিছু ভেঙে পড়তে দেখাটা অনেক অনেক কঠিন। পরবর্তীতে আমার বন্ধু, শুভানুধ্যায়ীদের সঙ্গে পরামর্শ করে এই ব্যানার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিই।
জেলা, উপজেলার অনিয়মের খবর আসত, সাংবাদিকদের কল আসত। আমি পরিষ্কার করে বলেছি যারা এই কমিটিগুলো দিয়েছে তাদের আপনারা কেন জিজ্ঞেস করেন না? এই কমিটিগুলো করার সময় অনেক কমপ্লেইন পেয়েছি। সেসব বিষয়ে সাবেক আহ্বায়ক, সদস্য সচিবের কাছে আমি সরাসরি অবজেকশনও জানিয়েছি। এনসিপি গঠনের আগে ঢালাওভাবে কমিটি ফর্ম হয়েছে। আমিসহ কয়েকজন এসব কমিটি নিয়ে অবজেকশন দিই। কোনো উত্তর আমাদের দেওয়া হয়নি।
মুখপাত্র হিসেবে বৈষম্যবিরোধীর পেইজের অ্যাক্সেস থাকার কথা আমার কাছে, আমার দায়িত্ব হওয়ার কথা মিডিয়া হ্যান্ডলিং। পেইজের অ্যাক্সেস দেওয়া তো দূরের কথা; এই পেইজ থেকে আমার বিরুদ্ধে মার্চ মাসে পোস্ট পর্যন্ত করা হয়েছে। যখনি আমি ব্যবস্থা নিতে চাই, তখনই পেইজকে অস্ত্র হিসেবে আমার বিরুদ্ধে ব্যবহার করা হয়। আর নাইলে সহ্য করতে হয় Silent treatment। এমন কোনো নোংরামি নাই যা দিনের পর দিন যা এরা করেনি। জুলাই এর পরে এই পরিস্থিতিগুলো ডিল করতে গিয়ে মার্চ-এপ্রিল মাসে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই। যাদের সাথে কাজ করতে চাচ্ছিলাম তারাও হেয়ার রোডের আশায় তাকিয়ে থাকত। একদিকে আমার কথার সাথে তাল মেলাত, অন্যদিকে রাতের বেলা হেয়ার রোডে গিয়ে পদ-পদবী নিয়ে বার্গেইনিং করত, সব খবর আমি পেতাম।
আমি কনফ্রন্ট করলে আমাকেও বলা হত যাতে সুপ্রিম অথোরিটির সাথে আমি পদ নিয়ে কথা বলে আসি। আমি সরাসরি বলি যে, আমি কেন ওদের কাছে পদ খুঁজতে যাব? ওরা আমাকে পদ দেয়ার কে? ও কোন হনু হয়ে গেছে যে আমাকে এসে তারা পদ দিবে? ওর কাছে গিয়ে পদ আনতে হলে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করার আর মানে কি? এসবের ভাই-ব্রাদার রাজনীতির যন্ত্রণায় বদ্ধ জলাশয়ের মতো প্ল্যাটফর্ম আটকে ছিল। আমি কাজ করতে চাইলে আমাকে করতে দিবে না। বরং পেছনে কথা ছড়ানো হতো আমি প্ল্যাটফর্মের কাউকে কাজ করতে দিচ্ছি না, কাউন্সিল আটকে রেখেছি। নেতারা তাদের জুনিয়রদের দিয়ে প্রোপাগান্ডা সার্কুলেট করে বিভিন্ন ফোরামে। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিই এভাবে হয় না। নির্বাহীর যারা অবশিষ্ট ছিল তাদের জানিয়ে দিই।
এই প্ল্যাটফর্মটার অন্তত ভালো কিছু হোক আমি তা চেয়েছিলাম। কিন্তু বুঝতে পারছিলাম এখান থেকে ভালো কিছু অসম্ভব। কারণ প্ল্যাটফর্মকে সাপের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলা হয়েছে। এই নির্বাচনে কিছু প্রার্থী ছিল যাদের কাজ করার সত্যিকার ইচ্ছা ছিল। আমি ওই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছি। তবে রাতেরবেলা ফলাফলের পর দেখলাম নির্বাচনে অংশ না নেওয়া একজন এসে মেম্বার হয়ে গেছে কাউন্সিলের। এসব আমাকে অত্যন্ত লজ্জিত করে। সেই একই স্টানবাজি, স্বেচ্ছাচারিতা, ভাই-ব্রাদার কোরামের খেলা। এখন বোধ করি এই প্ল্যাটফর্মের ভবিষ্যত অন্ধকার।
অভ্যুত্থানের কথা চিন্তা করে এই প্ল্যাটফর্ম থেকে আমি আমার সব ধরনের সমর্থন ও কাউন্সিলে প্রদত্ত ভোট প্রত্যাহার করলাম। অত্যন্ত অশান্তিতে আছি আমি। অভ্যুত্থান যেমন স্বপ্ন দেখিয়েছে, গোষ্ঠীস্বার্থে এই প্ল্যাটফর্ম একইভাবে বহু মানুষের স্বপ্ন ও সময় নষ্ট করেছে। আমি অভ্যুত্থানের স্বপ্নকে রক্ষার জন্য এই প্ল্যাটফর্মে গিয়েছিলাম। কিন্তু প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে যাওয়ার পরেই টের পাই সংস্কার, জুলাই, শহীদ, আহত এসব মুখের বুলিমাত্র।
যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার সাথে নোংরামি করেছে এতগুলা মাস, অভ্যুত্থানকে বাজারদরে কেনাবেচা করেছে তাদের আমি কখনো ক্ষমা করব না। আমি রুহের ভেতর থেকে বদদোয়া দিচ্ছি এই মোনাফেকদের। রাজনৈতিকভাবে চাইলে অনেক সুবিধা আমি নিতে পারতাম। কিন্তু পারি নাই। আসে নাই ভেতর থেকে। অনেক বেশি মানুষ মারা গেছে আসলে। এতগুলা সন্তান এতিম হইছে, মেয়েরা বিধবা হইছে, বাবা-মা সন্তানহারা হইছে। আমি পারি নাই এসবকে পলিটিক্যালি ক্যাশ করতে। আমি গত ৮-৯ মাসকে ঝেড়ে ফেলে সামনে আগাতে চাই। অনেক ভালো ছেলে-পেলেকে এই প্ল্যাটফর্মে আমি দেখেছি, Goodwill আছে যাদের। আমি পরামর্শ দিব আপনারা সবাই যাতে পড়ার টেবিলে মনোযোগ দেন, কাজে মনোযোগ দেন। আমিও ভেঙে পড়ছি না, গুছিয়ে আনছি সবকিছু। ফি আমানিল্লাহ।’
ভিআইপি রুম না পেয়ে নারীদের ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা মনির
রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আইনের মাধ্যমে প্রস্তাবে একমত বিএনপি
এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ
রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন
পিআর পদ্ধতির নির্বাচনে কোনো ঐকমত্য পাইনি: সালাহউদ্দিন
ড. ইউনূসের জন্মদিনে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
মহাসমাবেশ থেকে ১৬ দফা ঘোষণা ইসলামী আন্দোলনের
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে গেলেন উমামা
জাতীয় নির্বাচনের আগে সংস্কার ও স্থানীয় নির্বাচন চাই: জামায়াত আমির
আসন বণ্টন নিয়ে আলোচনার পর্যায়ে পৌঁছাইনি: আমীর খসরু
নীলা ইসরাফিল 'যৌন হয়রানির' অভিযোগ তুললেন তুষারের বিরুদ্ধে
সংবাদ সম্মেলন পিছিয়ে দিয়েছেন ইশরাক হোসেন
ডিএসসিসিতে ইশরাক সমর্থকদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে চারজন আহত
গ্রেপ্তার হলেন সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন
গ্রেপ্তার হলেন সাবেক এমপি ফয়সাল বিপ্লব
এবার ১৬ জনের স্ক্রিনশট তুলে ধরলেন নীলা ইসরাফিল
ইসিতে দল ও প্রতীক নিবন্ধনের আবেদন জানালো এনসিপি
তিন নির্বাচন: শেখ হাসিনা ও সাবেক ৩ কমিশনের বিরুদ্ধে বিএনপির মামলা
আজ রাতে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল
সাবেক তিন সিইসির বিরুদ্ধে মামলার প্রস্তুতি বিএনপির
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন বিদায়ী জার্মান রাষ্ট্রদূত
এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন, নিবন্ধনের আবেদন ২২ জুন
শিগগিরই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান: খসরু
গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন সুযোগ এসেছে, ঐক্যবদ্ধ থাকতে হবে: ফখরুল
এনসিসি গঠনের সঙ্গে একমত নয় বিএনপি: সালাহউদ্দিন
জামায়াতের সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ আজ
খালেদা জিয়া হাসপাতালে যাবেন আজ
বিএনপির বিরুদ্ধে ভয়ংকর অপপ্রচারের অভিযোগ রিজভীর