L.M. ০১ জুলাই ২০২৫ ১২:৫৫ এ.এম
এনএস রিপোর্ট
আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে পাট চাষের জন্য জমির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই জমির পরিমাণ ৭.০৫ লাখ হেক্টর। এই পরিমাণ জমিতে চাষাবাদের জন্য পাট বীজ প্রয়োজন ৫ হাজার থেকে ৬ হাজার টন।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এর কৃষি উইং কর্তৃক আয়োজিত ‘বার্ষিক অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৫’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সোমবার (৩০ জুন) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, দেশে মোট পাটের উৎপাদন ১৫ লাখ মে. টন। আর পাটকাঠির মোট উৎপাদন ৩০ লাখ মে. টন। এছাড়া চারকোলের উৎপাদন দেশে ৬ লাখ মে. টন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, ‘পাটের সম্ভাবনা কোনদিন শেষ হবে না, তাই পাট নিয়ে অনেক কিছু করার আছে। কাঁচা পাট নিয়ে অন্যান্য দেশ কিভাবে কাজ করছে সেই বিষয় নিয়ে মার্কেট রিসার্চ করা উচিৎ। বিজ্ঞানীদের বদ্ধ চিন্তাধারা থেকে বের হয়ে বিশদভাবে কাজ করতে হবে। মার্কেট এবং বাস্তবতার নিরীক্ষে গবেষণা করতে হবে। কিভাবে আমাদের সীমাবদ্ধ জমিতে পাটের উৎপাদনকে আরও বাড়ানো যায়, তা নিয়েও কাজ করতে হবে।’
কৃষি সচিব আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেক্টর এবং গবেষণা প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করলে পাটের গবেষণা আরও এগিয়ে যাবে। পাট শুধু অর্থকরী ফসল নয়, বাংলাদেশের গর্ব, বাংলার পরিচিতির মাধ্যম। পৃথিবীর অন্য প্রান্তের দেশ কিউবাও বাংলাদেশ থেকে পাট আমদানি করে দুইটি কারখানা তৈরি করেছে। চাহিদা থাকা সত্ত্বেও পৃথিবীর অনেক দেশ পাট উৎপাদন করতে পারে না সেদেশের পরিবেশের কারণে। সে হিসেবে পাটের জন্য বাংলাদেশ আশীর্বাদপুষ্ট। প্রযুক্তি দিন দিন যেমন পরিবর্তন হচ্ছে, ঠিক তেমনই পাটের প্রযুক্তি নিয়ে গবেষণা করে পাটকে এগিয়ে নিতে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে বিজেআরআই-এর মহাপরিচালক ড. নার্গীস আক্তার বলেন, ‘পাট কেবল আমাদের সোনালি আঁশ নয়, আমাদের ইতিহাস ঐতিহ্যের এক সোনালি অধ্যায়। সূচনালগ্ন হতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মোট ৫৭টি জাত ২২৩টি কৃষি প্রযুক্তি এবং ৬৯টি শিল্প ও কারিগরি প্রযুক্তি উদ্ভাবন করেছে। পাট কৃষিজাত পণ্য হিসেবে বিবেচিত হওয়ায় চাষিরা কৃষিঋণের মতো পাটঋণ এবং পণ্য রপ্তানিতে সকল ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে। সরকার থেকে ২০% নগদ প্রণোদনা পায় চারকোল রপ্তানিকারকরা। বাংলাদেশে প্রায় ৫০টি চারকোলের কারখানা রয়েছে। বর্তমানে কিছু কারখানা বন্ধ আছে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা অনুবিভাগ) আবু জুবাইর হোসেন বাবলু, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিজেআরআই-এর প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম মোস্তফা এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজেআরআই-এর জেনোম গবেষণা কেন্দ্রের সমন্বয়ক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস. এম. মাহবুব আলী।
উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিন, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি মহাপরিচালক সাইফুল আজম খান, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট-এর মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান, বীজ প্রত্যয়ন এজেন্সী এর পরিচালক জয়নাল আবেদীন, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (গবেষণা অধিশাখা) ড. মো. লুৎফর রহমান প্রমুখ।
১২ কেজিতে ৩৯ টাকা কমলো এলপি গ্যাসের দাম
চলতি বছর পাট চাষের লক্ষ্যমাত্রা ৭.০৫ লাখ হেক্টর
আগামীকাল বন্ধ থাকবে ব্যাংক লেনদেন ও শেয়ার বাজার
দ্বিতীয় দিনের মত কর্মসূচি চলছে এনবিআরে
এনবিআর আন্দোলনে ‘ইন্ধন’ নেই, দ্রুত সমাধান দাবি ব্যবসায়ীদের
ফের কমল সোনার দাম
ভুয়া ঋণকাণ্ডে ইসলামী ব্যাংকের ১০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাজেটে থাকা কালো টাকা বৈধ করার সুযোগ বন্ধ
সুইস ব্যাংকে বাংলাদেশের এত্তো টাকা!
বাংলাদেশকে ৯০ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে এডিবি
শিগগিরই একীভূত হচ্ছে পাঁচ ইসলামী ব্যাংক, চাকরি হারাবেন না কেউ
বাজেটে কমছে যেসব পণ্যের দাম
ব্যাংকে ৩ লাখ টাকার কম থাকলে আবগারি শুল্ক নয়
দাম বাড়বে সব ধরনের প্রসাধন সামগ্রীর
ফ্রিজ-এসি, মোটর সাইকেল ও মোবাইল ফোনের দাম বাড়বে
অনলাইনে পণ্য কিনলে গুনতে হবে বাড়তি খরচ
আজ থেকে নতুন টাকা পাওয়া যাবে ১১ ব্যাংকে
আগামী ২ জুন বাজেট ঘোষণা, সম্প্রচার হবে বেতার-টিভিতে
বাংলাদেশ ব্যাংক প্রকাশ করল নতুন নোটের ছবি
নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা জরুরি: সিপিডি
৫০ শতাংশ বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা
২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট পাওয়া যাবে ঈদের আগেই
ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ
বাজারে আসছে সাঈদ-মুগ্ধর ছবি সংবলিত নতুন নোট
ভারতের নিষেধাজ্ঞা: বেনাপোল বন্দরে আটকা পণ্যবাহী শতাধিক ট্রাক
জ্বালানি মূল্য কমায় প্লেনের ভাড়া কমানোর আহ্বান
ফের বাংলাদেশীদের জন্য উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার
বিদেশে চিকিৎসার ক্ষেত্রে বছরে ১৫ হাজার ডলার খরচ করা যাবে
শেয়ারবাজারে এবার কাফনের কাপড় পরে প্রতিবাদ
ফের বাড়ানো হলো স্বর্ণের দাম