M.A. ০২ জুলাই ২০২৫ ০১:৫১ এ.এম
ইবি প্রতিবেদক
নাম তার আজিজুল ইসলাম। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক। তার নামের সঙ্গে যেমন ইসলাম রয়েছে, তেমনি শিক্ষকতাও করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে।
কিন্তু তাতে কি! ইসলামের সব ধরণের শিক্ষা ও আহ্বানকে উপেক্ষা করে আজিজুল ইসলাম অনৈসলামিক কাজের জন্য পরিচিত হয়ে উঠেছেন। ইসলাম মানুষকে সভ্যতার সুশিক্ষা দিলেও আজিজুল ইসলাম যেন তার ধারেকাছেও নেই। ছাত্রীদের হোয়াটসঅ্যাপে কুরুচিপূর্ণ ম্যাসেজ দেওয়া, রুমে ডেকে ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে আপত্তিকর জিজ্ঞাসা, ক্লাসে অন্যান্য শিক্ষার্থীদের সামনে আজেবাজে ইঙ্গিত করা, তার দেওয়া কল না ধরলে পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার হুমকি দিয়ে এই শিক্ষক তার লিপ্সা পূরণের খেলায় মেতে উঠতেন। তবে শেষ পর্যন্ত তিনি রেহাই পাননি। বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের কার্যক্রম থেকে তাকে অনির্দিষ্টকালের জন্য বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভুক্তভোগী এক ছাত্রী জানান, আজিজুল ইসলাম তাকে ইমোতে ভিডিও কল দেন। তিনি রিসিভ না করায় অডিও কল দিয়ে বলতে থাকেন, তারা মোটা হয়েছে না চিকন হয়েছে তা দেখার জন্য ভিডিও কল দিচ্ছেন।
ভুক্তভোগী ওই ছাত্রী আরও জানান, শিক্ষক আজিজুল ইসলাম ক্লাসে তাকে উদ্দেশ্য করে নানা বাজে কথা বলতেন। তার উচ্চতা নিয়ে কুরুচিপূর্ণ জোকস করতেন। তিনি বিবাহিত হওয়ায় বিয়ের পর স্বামী-স্ত্রীর ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করতেন। ইঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করতেন। সেই সঙ্গে হুমকি দিতেন যে, তিনি তার কোর্সে ভালো রেজাল্ট করতে পারবেন না।
বিভাগের অন্য শিক্ষার্থীদের অভিযোগও প্রায় একই রকম। ছাত্রীদের সঙ্গে কুরুচিপূর্ণ ও অশালীন আচরণ যেন আজিজুল ইসলামের মজ্জাগত। ছাত্রীদের একান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা ছিল তার অভ্যাস বা নেশা। যারা তার সঙ্গে তাল মেলাতে আপত্তি করতেন, তাদের ওপর তিনি বেজায় নাখোশ হতেন।
ভুক্তভোগী ওই ছাত্রী গত ২২ জুন বিভাগের সভাপতি বরাবরে লিখিতভাবে তার অভিযোগ তুলে ধরেন। অন্যান্য শিক্ষার্থীদের অনেকেই প্রায় একই রকম অভিযোগ তোলেন। আর এ অভিযোগ আমলে নিয়ে আজিজুল ইসলামকে অনির্দিষ্টকালের জন্য বিভাগের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
এ প্রসঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম নাজমুল হুদা সংবাদমাধ্যমকে জানান, অভিযোগ পাওয়ার পর একাডেমিক কমিটির সভায় নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, শিক্ষক আজিজুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগের সব কার্যক্রম থেকে তাকে বিরত থাকতে হবে।
এ বিষয়ে সংবাদমাধ্যম থেকে অভিযুক্ত আজিজুল ইসলামকে ফোন দেয়া হলে তিনি জানান, তার মন ভালো নেই। তাই কোন মন্তব্য করতে পারবেন না।
চবিতে শিক্ষক ঘিরে উত্তেজনা, ‘মব’ সৃষ্টির অভিযোগ
ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষকের অনৈসলামিক কাজ!
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
আজ খুলছে মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক খুলবে ২৪ জুন
ইউআইইউ শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার
হল ছাড়বেন না ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা
৫ দফা দাবিতে রবিবার ইউআইইউ শিক্ষার্থীদের 'ঢাকা ব্লকেড'
ঢামেক বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণ ও উদ্ধার
ডেঙ্গু-করোনা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনা
এসএসসির ফলের সম্ভাব্য তারিখ ঘোষণা
কুয়েট ও ববিতে উপাচার্য নিয়োগে বিজ্ঞপ্তি
রাবিতে দফায় দফায় সংঘর্ষ ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের
কাল থেকে পূর্ণদিবস কর্মবিরতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের
ডাকসু নির্বাচনসহ ৩ দফা দাবিতে অনশনরত ৩ জনের দুইজন হাসপাতালে
বেসরকারি শিক্ষক নিয়োগে থাকছে না নারী কোটা
পদত্যাগ করলেন কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য
স্কুল-কলেজের নতুন শপথবাক্য, প্রজ্ঞাপন জারি
অটো পাস চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হামলা
১ জুন থেকে এইচএসসি পরীক্ষার প্রবেশ পত্র বিতরণ শুরু করবে ঢাকা বোর্ড
সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের শাহবাগে অবস্থান
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি সাম্যের শিক্ষক ও সহপাঠীদের
সাম্য হত্যার বিচার চেয়ে ঢাবি ছাত্রদলের মশাল মিছিল
সাত কলেজের দায়িত্বে অন্তর্বর্তী প্রশাসন, প্রশাসক অধ্যাপক ইলিয়াস
বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর, বাড়লো উৎসব ভাতা
সোমবার থেকে ফের আন্দোলনের হুঁশিয়ারি সাত কলেজের
আবার বিক্ষোভের ডাক দিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা
টিএসসি থেকে আলাদা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানকে
এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করলো শিক্ষক সমিতি
কাকরাইলে এখনও জবি শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ