M.A. ০৯ জুলাই ২০২৫ ০৫:২১ পি.এম
এনএস রিপোর্ট
মাদ্রাসা শিক্ষাকে একটি বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এর ঐতিহ্য ধরে রাখতে হবে। অতি আধুনিকতার নামে এ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যাবে না। এ শিক্ষা ব্যবস্থার স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
বুধবার (৯ জুলাই) দুপুরে ঢাকার আইডিইবি মিলনায়তনে 'টেকসই উন্নয়নে আলিয়া মাদ্রাসার শিক্ষা ধারা: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা। বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ এ সেমিনারের আয়োজন করে।
ধর্ম উপদেষ্টা বলেন, আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যুগ যুগ ধরে সমগ্র ভারত উপমহাদেশে ইসলামি জ্ঞান চর্চা, মূল্যবোধের বিকাশ ও ইসলামি চিন্তাধারা প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। কিছু ত্রুটি-বিচ্যূতি থাকলেও এ শিক্ষা ব্যবস্থার অবদান বিশাল। কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত মধ্যবর্তী ৮৬ বছর আলিয়া মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলেম-ওলামারাই ভারতে জ্ঞানের মশাল জ্বেলেছিলেন। এখনও আলিয়া মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে বহু আলেম-ওলামা তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
ধর্ম উপদেষ্টা বলেন, যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার টুটি চেপে ধরতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে। ফ্যাসিবাদ যেন আবার সৃষ্টি হতে পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, বিগত ষোল বছর মাদ্রাসা শিক্ষাকে অবদমিত করে রাখা হয়েছিলো। সাধারণ কোন বিষয়ে অনার্স চালু করার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় ছিলো ইতিবাচক, কিন্তু ইসলামি স্টাডিজ, আরবি সাহিত্য, ইসলামের ইতিহাস প্রভৃতি বিষয়ের ক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিভঙ্গি ছিলো নেতিবাচক। এই ধারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তুলে দেওয়া হয়েছে। এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নত হবে।
বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান আলোচক ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামসুল আলম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ।
অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহমদ আলী, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক মো. অলিউল্লাহ, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
'ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিষয়ক সব প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার'
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা
অবসরপ্রাপ্ত বিচারক ও সরকারি কর্মকর্তাদের ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল
২৪ ঘন্টায় কোন জেলায় কত বৃষ্টি, সর্বোচ্চ কোথায়
ইরান থেকে ঢাকা পৌঁছেছেন ৩২ বাংলাদেশি
আ'লীগ ছাড়া নিবন্ধিত দলগুলোর কাছে আয় ব্যয়ের হিসাব চেয়েছে ইসি
জুলাই শহীদদের আদর্শেই গণতন্ত্রের পথ: তথ্য উপদেষ্টা
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উপস্থাপনের তাগিদ প্রধান উপদেষ্টার
২৪ ঘন্টায় ৩ জনসহ ৬ মাসে ডেঙ্গুতে ৪৮ মৃত্যু
জুলাই গণহত্যা: ১০ জুলাই হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ
সামাজিক ব্যবসায় ইসলামি এনজিওকে আহ্বান ড. ইউনূসের
বাংলাদেশে গণতন্ত্র নিয়ে ট্রাম্প প্রশাসনের আগ্রহ সীমিত: কুগেলম্যান
বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা
সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টার
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে তদন্তে সহায়তা করবে ঢাকা
কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না জানালেন অ্যাটর্নি জেনারেল
সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা আর নেই
আশুরায় নিষিদ্ধ আতশবাজি-দা-ছুরি : সিএমপি
জুলাই শহীদদের সনদ দেওয়ার কাজ করছে সরকার: উপদেষ্টা শারমীন
ফের শুরু হলো ১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া
সন্ধ্যার মধ্যে ঝড়, সতর্ক থাকবেন যারা
মুরাদনগরে নারী নির্যাতন: মূল অভিযুক্ত শাহ পরান গ্রেপ্তার
পরিবেশ উপদেষ্টার সঙ্গে জাইকার প্রতিনিধি দলের বৈঠক
রবীন্দ্রনাথ ও নজরুল ছিলেন জীবন ঘনিষ্ঠ কবি: শিক্ষা উপদেষ্টা
গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সেনাবাহিনী
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জমি ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ
অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
নারী ফুটবল দলকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
গ্রেপ্তার হলেন সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়
সেই সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির 'গুরুদণ্ড'