একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে নামাজ পড়াকে কেন্দ্র করে কয়েকজন বিদেশি মুসলিম ছাত্রকে লাঞ্ছিত করেছে বেশ কয়েকজন ভারতীয়।
শনিবার (১৬ মার্চ) পশ্চিম ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুজরাট পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় আহত পাঁচ শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ছাত্রদের মধ্যে তিনজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অন্য দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেফতারকৃত ওই দুই ব্যক্তির নাম হিতেশ মেওয়াদা এবং ভারত প্যাটেল। তারা আহমেদাবাদের বাসিন্দা। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তারা প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি।
এদিকে আহমেদাবাদ শহরের পুলিশ কমিশনার জিএস মালিক সাংবাদিকদের বলেছেন, ‘ঘটনার দিন শনিবার রাতে প্রায় বেশ কয়েকজন ব্যক্তি ছাত্রাবাসে প্রবেশ করে এবং ছাত্রদের মসজিদে নামাজ পড়তে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয় এবং এক পর্যায়ে ওই ব্যক্তিরা বিদেশি ছাত্রদের লাঞ্ছিত করে এবং ঢিল ছুঁড়ে। এ ছাড়া তাদের কক্ষে ঢুকেও ভাঙচুর চালায়।’ তিনি আরো বলেন, ‘মামলার তদন্তের জন্য একটি দল গঠন করা হয়েছে।
’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, গুজরাট সরকার অপরাধীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নিচ্ছে।
শনিবার ঘটনাস্থল পরিদর্শনকারী বিবিসি গুজরাটের সাংবাদিকরা বলেছেন, তারা ঘটনাস্থলে পাথর এবং ভাঙা যানবাহন দেখেছেন। অনলাইনে প্রচারিত ভিডিওগুলোতে দেখা গেছে, একদল জনতা হিন্দু ধর্মীয় স্লোগান দিয়ে ওই বিদেশি মুসলিম ছাত্রদের ওপর হামলা চালাচ্ছে, গাড়ি ভাঙচুর করেছে এবং পাথর ছুঁড়ছে।
হামলায় আহত আফগানিস্তানের একজন ছাত্র নাভিদ সিদ্দিক টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাকে বলেছেন, ‘তিনি এবং অন্যান্য ছাত্ররা তারাবীর নামাজ পড়ছিলেন। তখন তিনজন লোক ছাত্রাবাসে প্রবেশ করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে।
’ তিনি আরো বলেন, ‘এরপর তর্ক শুরু হয় এবং তারা পাথর, লোহার পাইপসহ সশস্ত্র আরো লোক ডেকে নিয়ে আসে এবং আমাদের ওপর আক্রমণ চালায়। আমাদের কক্ষেও হামলা চালায় তারা।’
আফগানিস্তানের আরেক ছাত্র নোমান বিবিসি গুজরাটকে বলেছেন, ‘এর আগেও এরকম ঘটনা ঘটেছে।’ অন্য দেশের শিক্ষার্থীদের জন্য ভারতে অনেক ঝুঁকি রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৩০০ বিদেশি শিক্ষার্থী রয়েছে। যাদের অনেকেই আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং আফ্রিকান দেশ থেকে এসেছেন। আহত ছাত্ররা ফেডারেল সরকার সমর্থিত ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের বৃত্তি নিয়ে ভারতে ছিল।
গুজরাট বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড: নীরজা এ গুপ্তা সাংবাদিকদের বলেন, “বিদেশি ছাত্র এবং হামলাকারীদের মধ্যে অন্য বিষয় নিয়েও উত্তেজনা ছিল। আমার কাছে পাওয়া তথ্য অনুসারে, নামাজ মূল সমস্যা নয়।” ডা: গুপ্তা আরো বলেন, ‘বিদেশি ছাত্রদের উন্নত নিরাপত্তা ও সুযোগ-সুবিধাসহ নতুন ছাত্রাবাসে স্থানান্তর করা হবে।’
ভারতে মুসলমানদের নামাজ পড়া নিয়ে উত্তেজনা এই প্রথম নয়। ২০২১ সালে গুরগাঁওয়ের জনসম্মুখে নামাজ পড়া নিয়ে মুসলিমরা হিন্দু কট্টর গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে নিয়মিত বাধা এবং প্রতিবাদের মুখোমুখি হয়েছিল। চলতি মাসের শুরুর দিকেও দিল্লিতে একজন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছিল। তিনি একটি রাস্তার পাশে নামাজ পড়া মুসলিম ব্যক্তিকে লাথি মেরেছিল এবং ক্যামেরায় ধরা তা পড়েছিল।
সূত্র: বিবিসি
নবীন নিউজ / আ
শাহবাজ ও জয়শঙ্করকে যে বার্তা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ভারতের আকাশসীমায় চলবে না পাকিস্তানি বিমান
এবার পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প!
কলকাতায় হোটেলে আগুন, প্রাণ গেলো ১৪ জনের
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯
গুলি করে ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
ইরানে বিস্ফোরণ: নিহত বেড়ে ৭০, আহত ১২০০
পেহেলগামে হামলা ঘিরে কাশ্মীরে ব্যাপক ধরপাকড়, ভাঙা হচ্ছে বাড়ি
পরপর ৪ রাত ভারত ও পাকিস্তান সীমান্তে গোলাগুলি
ইরানে বন্দর বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২৫, আহত ৮ শতাধিক
ইরানে বন্দরে বিস্ফোরণ: নিহত অন্তত ৪, আহত পাঁচশ’র বেশি
ইরানে বন্দরে বিস্ফোরণ, ব্যাপক প্রাণহানির শঙ্কা
ভারতকে কঠোর বার্তা দিল পাকিস্তান
লাখো অনুসারীর সমবেত প্রার্থনায় অনন্ত যাত্রায় পোপ ফ্রান্সিস
পানিবণ্টন চুক্তি স্থগিত হলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো
ফের নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তান গোলাগুলি
ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ইরানের
পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
গাজায় এখন পর্যন্ত ৫১৩৫৫ ফিলিস্তিনি নিহত, আহত ১১৭২৪৮
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
বাংলাদেশকে দেওয়া সহায়তা নিয়ে স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন
তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরির হুঁশিয়ারি রাশিয়ার
কাশ্মীরে হামলা: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫ পদক্ষেপ
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত
না ফেরার দেশে পাড়ি জমালেন পোপ ফ্রান্সিস
যুক্তরাষ্ট্রে ফের ট্রাম্পবিরোধী বিক্ষোভ
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৮০
ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে দু'জন নিহত
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অতর্কিত বিমান হামলা, নিহত ৩৮
পবিত্র আল আকসা চত্বরে ইহুদিদের ভীড়