একটি দল মারল ১৮টি ছক্কা। অপর দলের খেলোয়াড়দের ব্যাট থেকে ২০টি বল উড়ে গেল বাউন্ডারির বাইরে। তার সুবাদে বুধবার রাতে ৪০ ওভারে ৩৮টি ছক্কার সাক্ষি থাকল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম ।
অর্থাৎ গড়ে প্রতিটি ওভারে প্রায় একটি ছক্কা হাঁকানো হয়েছে। একটা সময় সেটাই হচ্ছিল। যতগুলি ওভার বল করা হয়েছিল, ততগুলি ছক্কা হয়েছিল। আর কোনও ম্যাচে যদি সেরকম পরিসংখ্যান হয়, তাহলে সেই ম্যাচে যে ইতিহাস তৈরি হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হয়নি। বিশ্বের যে কোনও প্রান্তের টি-টোয়েন্টি ম্যাচে সেটি সর্বোচ্চ। আফগানিস্তান লিগের রেকর্ড ভেঙে গিয়েছে।
বছরের এই সময়টায় উপমহাদেশে হরহামেশাই ঝড় হয়। প্রকৃতির নিষ্ঠুরতা দেখে পৃথিবী। গতকাল রাতে হায়দরাবাদে কালবৈশাখীর মতোই তাণ্ডব চালিয়েছেন দুই দলের ব্যাটাররা। ৫২৩ রান আর ৩৮ ছক্কার ম্যাচে হয়েছে রেকর্ড বন্যা।
গতকাল বুধবার (২৭ মার্চ) রাজিব গান্ধী স্টেডিয়ামে শুরুতে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রানে থেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএলে সর্বোচ্চ দলীয় রানের আগের রেকর্ডটি ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটে ২৬৩ রান করেছিল দলটি। এক দশক পর সেই রেকর্ড ভেঙে দিল হায়দরাবাদ।
শুধু ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড নয়, ম্যাচেও হয়েছে সর্বোচ্চ রানের রেকর্ড। দুই ইনিংস মিলিয়ে মোট রান হয়েছে ৫২৩। আইপিএল তো বটেই স্বীকৃত টি-টোয়েন্টিতেও এটি সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে হয়েছিল সর্বোচ্চ ৫১৭ রান।
রেকর্ড রান তুলতে গিয়ে হায়দরাবাদে হয়েছে ছক্কা বৃষ্টি! স্বাগতিকদের ইনিংসে ছক্কা হয়েছে ১৮টি, মুম্বাই মেরেছে ২০টি। ম্যাচে মোট ছক্কা হয়েছে ৩৮টি। এটা কোনো ম্যাচে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার আগের রেকর্ডটি হয়েছিল আফগানিস্তান প্রিমিয়ার লিগে। ২০১৮ সালে বালখ লেজেন্ডস ও কাবুল জাওয়ানানের ম্যাচে হয়েছিল ৩৭টি ছক্কা। আর আইপিএলে এক ম্যাচে আগে সবচেয়ে বেশি ছক্কা ছিল ৩৩টি।
আইপিএলে এক ম্যাচে সবচেয়ে বেশি বাউন্ডারির রেকর্ডও হয়েছে হায়দরাবাদ-মুম্বাইয়ের ম্যাচটিতে। এই ম্যাচে বাউন্ডারি হয়েছে ৬৯টি। ২০১০ সালে চেন্নাই ও রাজস্থানের ম্যাচটিতেও হয়েছিল সমান সংখ্যক বাউন্ডারি।
চার-ছক্কা থেকে আইপিএলে সবচেয়ে বেশি রান হয়েছে এই ম্যাচে, ৩৫২ রান। আগের রেকর্ডটি ছিল ৩৩৬ রানের, যা হয়েছিল চেন্নাই ও রাজস্থানের ২০১০ সালের ওই ম্যাচে।
নবীন নিউজ/জেড
লর্ডসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল
চূড়ান্ত হলো বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি
১৪ বছরের বৈভবের রেকর্ড তছনছে দুর্দান্ত জয় রাজস্থান রয়েলসের
জুনে রিয়াল ছেড়ে ব্রাজিলের দায়িত্বে আনচেলত্তি
স্থগিত করা হলো এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপ
জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, ভাগ্য খুলল বাংলাদেশের
সিলেটে ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ
এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে, আজ খেলতে পারবেন কি
দুই টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল
আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতের ক্রিকেট দল
নববর্ষের শোভাযাত্রায় নারী ফুটবলাররা
‘প্রিয় ক্রিকেট, আমাকে আর একটা সুযোগ দাও’
মুখ খোলার হুমকি: আরও এক ম্যাচ নিষিদ্ধ মোহামেডান অধিনায়ক হৃদয়
পিএসএলে না খেলেই ফিরে আসছেন লিটন
অনুশীলনে যোগ দিলেন ‘বিদ্রোহী’ ১৩ নারী ফুটবলার
মামারদাশভিলির সেভে রিয়ালকে পরাজিত করল ভ্যালেন্সিয়া
তামিমের স্থানে মোহামেডানের দায়িত্বে হৃদয়
ময়মনসিংহে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়ামের সম্ভাব্য জায়গা পরিদর্শনে ক্রীড়া সচিব
অ্যাতলেটিকোকে কাঁদিয়ে ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সেলোনা
কোপা দেল রে ফাইনাল: লড়াই জমবে ২৬ এপ্রিল!
আজ বাংলাদেশ ছাড়বেন হামজা চৌধুরী
হার্টে ব্লক ধরা পড়েছে তামিমের, রিং পরানো হয়েছে
হার্ট অ্যাটাকের শিকার তামিম, বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে
বাংলাদেশের হয়ে খেলবেন হামজা
দেশে ফিরলেন হামজা চৌধুরী, সিলেটে উচ্ছ্বাস
৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগে সৌদির ক্রিকেট বিপ্লব
৯১ রানে অলআউট, ৯ উইকেটে হারল পাকিস্তান
সুপার ওভারে এক রানও করতে পারল না বাহরাইন
সাফ গেমসের প্রস্তুতির জন্য ছয় মাস
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যুবাদের সিরিজের সূচি ঘোষণা