শনিবার ০৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

ছাত্রদের হলে শিক্ষকের মদপানের অভিযোগ

নিউজ ডেক্স ০৩ জুন ২০২৪ ০২:৩৬ পি.এম

ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রদের একটি হলে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে গভীর রাতে মদপানের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ মে) রাত আনুমানিক ৪টায় শহীদ তারেক হুদা হলে এ ঘটনা ঘটে।

রোববার (০২ জুন) মদপানের অভিযোগ ও ওই রাতের ঘটনায় শাফকাত আর রুম্মানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ঘটনা শুনে আমি নিজেও অবাক। এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি গুজব। যা আমার নামে ছড়ানো হয়েছে। কেউ কোনো প্রমাণ পায়নি। এভাবে একটি গুজব ছড়ানো চুয়েটের মর্যাদা ক্ষুণ্ন করে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সূত্রে জানা যায়, শুক্রবার চুয়েটের ৪৯তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০১৮-১৯) শিক্ষা সমাপনী উৎসবের শেষ দিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর এলাকায় বাস্কেটবল মাঠে কনসার্ট আয়োজন করা হয়। কনসার্ট চলাকালে রাতে চুয়েটের পুরকৌশল বিভাগের প্রভাষক শাফকাত আর রুম্মান শহীদ তারেক হুদা হলে রাত ৪টা নাগাত মদপান করতে যান।

এর কিছু সময় পরে অভিযুক্ত শিক্ষকের স্ত্রী ও চুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক কাজী জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে পৌঁছান। তখন শিক্ষার্থীদের সামনে মদপান ও মাদক সেবনরত অবস্থায় রুম্মান উদয়কে দেখতে পান। এ সময় তিনি উত্তেজিত উপস্থিত সবাইকে বকাঝকা করেন। এর কিছুক্ষণ পর তিনি নিচে নেমে তারেক হুদা হল ও শহীদ মোহাম্মদ শাহ হলের মধ্যবর্তী স্থানে আহাজারি করতে থাকেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা জান্নাতুল ফেরদৌসকে শান্ত করে রুম্মান উদয়কে ধরাধরি করে শিক্ষক ডরমিটরিতে পৌঁছে দেন।

বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষকের কাছে এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে সংকটে ফেলবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, আমি কনসার্টের এক মুহূর্তে শহীদ তারেক হুদা হলের সামনে দিয়ে যাচ্ছিলাম। তখন ওই হলের ৩য় তলায় চেচামেচি শুনি। ছেলেদের কাছ থেকে শুনি যে- শিক্ষক ও তার স্ত্রী গন্ডগোল করছে মাদক ও মদপানের বিষয়ে। এরই কিছু পরে তারা হল থেকে বের হয়ে যান। এ সময় ওই শিক্ষক তার স্ত্রীকে শান্ত করার চেষ্টা করেন এবং চেঁচামেচি না করার অনুরোধ করেন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন আরেক শিক্ষার্থী জানান, প্রথমে হলের তিনতলায় চেঁচামেচি শুনি। দেখি মেয়েটা একজন শিক্ষার্থীকে বকাঝকা ও থাপ্পড় দিচ্ছে। আর রুম্মানকে বকাঝকা করছে। এরপর নিচে গিয়ে তার বাড়িতে কল দিয়ে অভিযোগ জানাচ্ছিলেন।

তবে এদিকে বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষক কিংবা তার স্ত্রী ঘটনাটিকে গুজব বলেছেন। অভিযুক্ত শিক্ষকের স্ত্রী কাজী জান্নাতুল ফেরদৌস বিষয়টি অস্বীকার করেন। ঘটনার রাতে ছাত্র হলে তিনি উপস্থিত ছিলেন না জানিয়ে বলেন, আমি ওই রাতে ছাত্র হলে যাইনি। বিষয়টি নিয়ে গুজব ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। র‍্যাগ উৎসব নিয়ে ভিজিলেন্স টিমের সদস্য হিসেবে রুম্মান স্যার হয়তো ওই হলে গিয়েছেন, সে সময় অন্যান্য সদস্যরাও ছিলেন।

তবে ছাত্র হলটির কর্মকর্তা ও কর্মচারীরা উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা সেদিন রাতেই ঘটনা ঘটার সময়েই হল প্রভোস্টকে তৎক্ষণাৎ অবহিত করেন।

এ বিষয়ে শহীদ তারেক হুদা হলের প্রভোস্ট ড. নিপু কুমার দাস বলেন, সেদিন রাতে (শুক্রবার) হল থেকে ফোন দিয়ে জানানো হয়, একজন নারী হলে ঢুকে শোরগোল করছেন। সেখানে একজন শিক্ষকও নাকি রয়েছেন। এবং ওই নারী নাকি শিক্ষককে চেঁচামেচি করে বকাঝকা করছেন। পরে সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারি, ওই নারী উক্ত শিক্ষকের স্ত্রী। এসব শোনার পর ঘটনার আঁচ করতে পারি। এরপর ছাত্রকল্যাণ দপ্তরের নেতৃত্বাধীন পরিদর্শনকারী দলকে জানাই।

বিষয়টি অবগত হয়েছেন এমন জানিয়ে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, আমি বিষয়টি শুনেছিমাত্র। অভিযুক্ত শিক্ষকের এমন কর্মকাÐ দুঃখজনক। সিনিয়র শিক্ষকদের সঙ্গে আলোচনা করে তদন্ত কমিটি করার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, অভিযুক্ত শিক্ষকের এমন অপকর্ম নতুন নয়। তিনি শিক্ষার্থী থাকাকালে তার বিরুদ্ধে মাদক সেবন, মারামারিসহ নানাবিধ অপকর্মের অভিযোগ ছিল।

নবীন নিউজ/এফ
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হলেন চুয়েট অধ্যাপক হযরত আলী

news image

এবার দেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইউআইইউ

news image

আজ প্রতিবাদী গণমিছিল নিয়ে মাঠে নামবে পলিটেকনিক শিক্ষার্থীরা

news image

৬ দফা দাবি নিয়ে ফের মাঠে পলিটেকনিক শিক্ষার্থীরা

news image

পদত্যাগের করেও রেহাই নেই ইউআইইউ’র শিক্ষকদের!

news image

ফের হামলার শিকার কুয়েটের ৪ শিক্ষার্থী

news image

কলেজের অ্যাডহক কমিটিতে রাখতে হবে চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবী

news image

কুয়েট ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি, প্রজ্ঞাপন জারি

news image

ঈদুল আজহা থেকে বোনাস বাড়ছে এমপিও শিক্ষকদের

news image

কুয়েটের ভিসি ও প্রো-ভিসি'র পদত্যাগ

news image

কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে সরিয়ে দেওয়া হচ্ছে

news image

পারভেজ হত্যার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেপ্তার

news image

শিক্ষা উপদেষ্টার অনুরোধ প্রত্যাখ্যান কুয়েট শিক্ষার্থীদের

news image

পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার

news image

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে 'শাহবাগ ব্লকেড'

news image

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন সাময়িক স্থগিত

news image

সংঘর্ষ-সহিংসতা এড়াতে ২ দিনের জন্য সিটি কলেজ বন্ধ

news image

ফের ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত দুইজন ঢামেকে

news image

দাবি আদায় করেই অনশন ভাঙবেন কুয়েট শিক্ষার্থীরা!

news image

প্রাইম এশিয়ার ছাত্র হত্যায় বৈষম্যবিরোধী-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ

news image

কাল মহাসমাবেশ করবে কারিগরি শিক্ষার্থীরা

news image

এবার 'রাইজ ইন রেড' কর্মসূচি নিয়ে রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা

news image

সারাদেশে কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

news image

জুমার নামাজের পর সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

news image

এবার কাফনের কাপড় বেঁধে গণমিছিলের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

news image

শিক্ষা উপদেষ্টা ও পলিটেকনিক শিক্ষার্থীদের বৈঠক শুরু

news image

প্রাথমিক শিক্ষকদের বদলি আবেদন শুরু

news image

ঢাকা পলিটেকনিকের নতুন অধ্যক্ষ সাহেলা পারভীন

news image

পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধ কর্মসূচি শিথিল