নিউজ ডেক্স ০৪ জুন ২০২৪ ০২:২৭ পি.এম
উত্তর গাজার ফার্মেসিতে সন্তানের জন্য দুধ খুঁজছিলেন ৩৩ বছর বয়সী আমিরা। কিন্তু এক বোতল দুধও খুঁজে পাননি। আল-আকসা মার্টারস হাসপাতালে আমিরা বলেন, ‘ইউসুফের (সন্তানের নাম) চিকিৎসা ও দুধ দরকার। কিন্তু গাজায় কোনো দুধ পাওয়া যাচ্ছে না।’
তিনি বলেন, ‘আমি তাকে খাওয়াই, কিন্তু দুধ পাওয়া যাচ্ছে না।’ সন্তানকে গম খাওয়ানোর কথা যখন আমিরা জানাচ্ছেন, তখন শিশু ইউসুফ একটি সরু বিছানায় শুয়ে ছিল। তার দুর্বল শরীরে টিউবের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছিল।
হামাসের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত ৩২ জন অপুষ্টিতে ভুগে মারা গেছে, যাদের বেশিরভাগই শিশু।
ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, হামাসের ওই হামলায় ইসরায়েলে এক হাজার ১৮৯ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অপরদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের পাল্টা সামরিক অভিযানে গাজায় ৩৬ হাজার ৪৩৯ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
তবে ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে বলেছে, শিশুদের ক্ষেত্রে এই পরিস্থিতি আরও খারাপ। গত শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতি পাঁচজন শিশুর মধ্যে চারজনই ৭২ ঘণ্টায় অন্তত একবার না খেয়ে সারাদিন পার করেছে। মূলত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা ঢুকতে না পারায় গাজার শিশুদের মধ্যে অপুষ্টি বেড়েছে।
গত জানুয়ারির মাঝামাঝি থেকে জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ গাজায় অপুষ্টির জন্য পাঁচ বছরের কম বয়সী ৯৩ হাজার ৪০০ জনেরও বেশি শিশুকে পরীক্ষা করেছে। তাদের মধ্যে ৭ হাজার ২৮০ জন তীব্র অপুষ্টিতে ভুগছে।
আল-আকসা মার্টারস হাসপাতালের মায়েরা তাদের অপুষ্ট সন্তানদের নিয়ে উদ্বিগ্ন দিন পার করছেন। ইউসুফ এবং আরেক শিশু সাইফ ভর্তি হওয়ার পর মায়েরা তাদের পাশে বসেছিলেন। হাসপাতালের দেওয়া খাবার খেয়ে তারা কতদিন বেঁচে থাকতে পারবেন এ নিয়েও চিন্তায় রয়েছেন তারা।
সাইফের মা নোহা বলেন, ‘এখানে যে সাহায্য আসে এবং শিশুদের দেওয়া হয় তার ওপর নির্ভর করতে হয়। সারারাত সে (শিশু সাইফ) কষ্ট পায়। তার অপারেশন হওয়ার কথা থাকলেও সেটা স্থগিত করা হয়েছে।’
হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ হাজেম মোস্তফা পরিস্থিতির অবনতির জন্য দক্ষিণের রাফা ক্রসিং বন্ধ করাকে দায়ী করেছেন। ক্রসিংটির মাধ্যমে মিসর থেকে গাজায় ত্রাণ ঢুকত। তবে ইসরায়েলি বাহিনী গত ৭ মে এর নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। তারপর থেকে ক্রসিংটি হয়ে কোনো সহায়তা ওই অঞ্চলে প্রবেশ করেনি। কোনো অসুস্থ বা আহত রোগী মিসরে চিকিৎসার জন্য যেতে পারেনি।
নিজের কার্যালয়ে এক রোগীর এক্স-রে দেখতে-দেখতে ডা. মোস্তফা বলেন, ‘ইসরায়েল শিশুদের জন্য খাবার, বিশেষ করে দুধের প্রবেশে বাধা দিয়েছে। এর ফলে শিশুদের শরীরে মারাত্মক দুর্বলতাসহ অসংখ্য রোগের সংক্রমণ দেখা দিচ্ছে। আমরা প্রচুর পরিমাণ দুধের চাহিদার কথা জানাচ্ছি যাতে মায়েরা তাদের সন্তানদের সুস্থ রাখতে পারেন।’
নবীন নিউজ/জেড
ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দায় স্বীকার হুথির
ত্রাণ নিয়ে গাজার উদ্দেশে রওনা হওয়া জাহাজে বোমা হামলা
শাহবাজ ও জয়শঙ্করকে যে বার্তা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ভারতের আকাশসীমায় চলবে না পাকিস্তানি বিমান
এবার পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প!
কলকাতায় হোটেলে আগুন, প্রাণ গেলো ১৪ জনের
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯
গুলি করে ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
ইরানে বিস্ফোরণ: নিহত বেড়ে ৭০, আহত ১২০০
পেহেলগামে হামলা ঘিরে কাশ্মীরে ব্যাপক ধরপাকড়, ভাঙা হচ্ছে বাড়ি
পরপর ৪ রাত ভারত ও পাকিস্তান সীমান্তে গোলাগুলি
ইরানে বন্দর বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২৫, আহত ৮ শতাধিক
ইরানে বন্দরে বিস্ফোরণ: নিহত অন্তত ৪, আহত পাঁচশ’র বেশি
ইরানে বন্দরে বিস্ফোরণ, ব্যাপক প্রাণহানির শঙ্কা
ভারতকে কঠোর বার্তা দিল পাকিস্তান
লাখো অনুসারীর সমবেত প্রার্থনায় অনন্ত যাত্রায় পোপ ফ্রান্সিস
পানিবণ্টন চুক্তি স্থগিত হলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো
ফের নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তান গোলাগুলি
ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ইরানের
পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
গাজায় এখন পর্যন্ত ৫১৩৫৫ ফিলিস্তিনি নিহত, আহত ১১৭২৪৮
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
বাংলাদেশকে দেওয়া সহায়তা নিয়ে স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন
তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরির হুঁশিয়ারি রাশিয়ার
কাশ্মীরে হামলা: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫ পদক্ষেপ
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত
না ফেরার দেশে পাড়ি জমালেন পোপ ফ্রান্সিস
যুক্তরাষ্ট্রে ফের ট্রাম্পবিরোধী বিক্ষোভ
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৮০
ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে দু'জন নিহত