নিউজ ডেক্স ১৩ জুন ২০২৪ ০৪:২৬ পি.এম
৪টি মোবাইল কোম্পানিকে ১৫২ কোটি টাকা সুদ ছাড়ের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কমিশনার ওয়াহিদা রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ জুন) মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ওই আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানিতে অংশ নেন। আদালতের নির্দেশনায় ওই কমিশনারকে বিদেশ ভ্রমণে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর আগে ক্ষমতার অপব্যবহার করে আইন বহির্ভূতভাবে একক নির্বাহী সিদ্ধান্তে ১৬টি নথিতে ১৫২ কোটি ৮৯ হাজার ৩৯০ টাকা অপরিশোধিত সুদ মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতিসাধন করায় কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে গত ১১ জুন মামলা দায়ের করে দুদক। তিনি গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেল লিমিটেডকে ওই সুবিধা দিয়েছিলেন।
এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. শাহ আলম শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার হিসেবে অবসরে যান। বর্তমানে তিনি পিআরএলে রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চারটি প্রতিষ্ঠানের স্থান ও স্থাপনা ভাড়ার ওপর আইনানুগভাবেই ভ্যাট প্রযোজ্য হওয়ায় তা মেনে নিয়ে প্রতিষ্ঠানগুলো বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে যথাসময়ে ১৮৯ কোটি ৭৪ লাখ ১৫ হাজার টাকা পরিশোধ করার কথা বলে। কিন্তু প্রতিষ্ঠানগুলো নির্ধারিত কর মেয়াদে তা পরিশোধ না করায় মূসক আইন অনুযায়ী প্রযোজ্য হারে প্রদেয় সুদের পরিমাণ হয় ১৫২ কোটি ৮৯ হাজার ৩৯০ টাকা। মূল্য সংযোজন কর আইন ১৯৯১ এর ধারা ৩৭(৩) অনুসারে সুদ আদায়ের জন্য কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী অতি দ্রুত সুদের হিসাব করার নির্দেশ প্রদান করেন।
সুদ হিসাবে সরকারের পাওনা অর্থের মধ্যে গ্রামীণফোন লিমিটেডের কাছে ৫৮ কোটি ৬৪ লাখ ৮৮ হাজার ৬৯৭ টাকা, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের কাছে ৫৭ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ৫১ টাকা, রবি আজিয়াটার কাছে ১৪ কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৬৬৬ টাকা এবং এয়ারটেল বাংলাদেশের কাছে ২০ কোটি ৫৩ লাখ ৩০ হাজার ৯৫২ টাকা রয়েছে। পরবর্তীকালে ক্ষমতার অপব্যবহার করে ৩ থেকে ৫ মাস পর ভিন্ন আদেশে ওই সুদ মওকুফ করে দেন ওয়াহিদা রহমান।
এনবিআর সদস্য হোসেন আহমদের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত টিমের প্রতিবেদনেও এর সত্যতা পাওয়া যায়। তার বিরুদ্ধে দণ্ডবিধির ২১৮/৪০৯ ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়।
নবীন নিউজ/পি
এবার নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ
শামীম ওসমানের ছেলেসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে রবিবার ফের শুনানি
অবশেষে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
প্যারোলে মুক্তি চেয়েছেন ডা. দীপু মনি
ফের রিমান্ডে আনিসুল হক, সালমান এফ রহমান ও চৌধুরী মামুন
বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর সাজা বাতিল
রমনা বটমূলে বোমা হামলা: ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ৮ মে
শেখ হাসিনার মেয়ে পুতুলের ফ্ল্যাট জব্দের আদেশ
মেরাদিয়ায় এবার কোরবানির পশুর হাট বসতে মানা
নারী বলে জামিন পেলেন মডেল মেঘনা আলম
মামলা হলেই গ্রেপ্তার করা যাবে না: আইন উপদেষ্টা
নতুন মামলায় তুরিন আফরোজ ও শাহে আলমসহ ৫ জন গ্রেপ্তার
পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ
সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার
রাজধানী থেকে আ'লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা গ্রেপ্তার
শেখ তন্ময়সহ ওই পরিবারের চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ
পারভেজ হত্যা: ‘ইন্ধনদাতা’ সেই দুই তরুণী আটক
তুরস্ক ও আরব আমিরাত সফরে গেছেন প্রধান বিচারপতি
সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
হাইকোর্টে জামিন পেলেন আওয়ামীপন্থী সেই ৬১ আইনজীবী
পারভেজ হত্যা: দুই বান্ধবীর খোঁজে পুলিশ
বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি
আরো তিন মামলায় দীপু মনি, কামরুল, পলকসহ ৬ জনকে গ্রেপ্তার দেখানো হলো
চলছে রাজউকের অ্যাকশন
জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি পেছালো
'রাজধানীর ৩৩৮২ ভবনের অবৈধ অংশ ভাঙ্গা হবে'
বুধবার শুরু হবে সিনহা হত্যা মামলার আপিল শুনানি