কেবি ১৬ আগষ্ট ২০২৪ ১১:৫৮ এ.এম
এনএস ডেস্ক : আগামী মাসে বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা। বিসিবি থেকে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছাড়া বাকি ছয় দল একাদশ আসরে খেলার ব্যাপারে আগ্রহী বলে বিসিবি জানায় ।
ফ্র্যাঞ্চাইজি থাকলেও বিপিএল আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে । গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
শেখ সোহেল বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হলেও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন মল্লিক। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ঢাল হিসেবে ব্যবহার করে ফ্র্যাঞ্চাইজি এ লিগকে নিজের মতো করে চালাতে চেষ্টা করে গেছেন বলে অভিযোগ।
ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পরিচালকদের আহ্বান করা হলে পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাড়া দেননি সোহেল-মল্লিক। বৈষম্যবিরোধী ক্রীড়া সংগঠকদের রোষানলে পড়ার ভয়ে তারা বিসিবিতে ফিরবেন না বলে মনে করা হচ্ছে। এ কারণে ক্রিকেটপাড়ায় বলাবলি হচ্ছে, অভিভাবকহীন হয়ে পড়েছে বিপিএল।
শেখ সোহেল আরও বলেন, ‘আমাদের হাত দিয়ে বিপিএল শুরু হয়। খুব কষ্ট করে ফ্র্যাঞ্চাইজি জোগাড় করতে হয়েছিল। ১০ বছরের একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেওয়ার ক্ষেত্রে। অথচ বর্তমান গভর্নিং কাউন্সিল কোনো নিয়মের তোয়াক্কা করেনি। কমিশন বাণিজ্য টিকিয়ে রাখতে রেভিনিউ শেয়ার করতে রাজি হয়নি। অথচ তাদের সময়ে বেক্সিমকো, জেমকন গ্রুপ, ওরিয়ন গ্রুপ, বসুন্ধরা গ্রুপের মতো বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি হয়েছে। তারা বছরের পর বছর বিনিয়োগ করে গেলেও বোর্ড থেকে ন্যূনতম সহযোগিতা পায়নি। রেভিনিউ শেয়ার করতে রাজি হয়নি গভর্নিং কাউন্সিল। এতে করে বড় কোম্পানিগুলো সরে গেছে। বছর বছর ফ্র্যাঞ্চাইজি নিয়োগ দিয়ে কমিশন বাণিজ্য করেছে। টিভি সম্প্রচার, গ্রাউন্ডস রাউট, টিকিট বিক্রি এবং স্টেডিয়ামে খাবারের স্টল থেকেও কমিশন নিয়েছেন তারা। অন্যদিকে, আমরা প্রথম আসরেই রেভিনিউ শেয়ার করেছি। বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে রেভিনিউ শেয়ার হলে বিসিবি কেন পারে না। কারণ, কমিশন বাণিজ্যে ডুবেছিল তারা। তাদের কারণে ১০ বছর ধরে জুয়াড়িদের হাতে চলে গেছে বিপিএল।’
গত মৌসুমের খেলা শুরুর আগে কুমিল্লার চেয়ারম্যান নাফিসা ঘোষণা দিয়েছিলেন, রেভিনিউ শেয়ার না হলে বিপিএলে থাকবেন না তারা। রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থেকেও রেভিনিউ শেয়ারের দাবি উঠেছিল। কিন্তু মল্লিক কারও কথা শোনার প্রয়োজন বোধ করেননি। নাফিসার বড় অভিযোগ ফ্র্যাঞ্চাইজিদের ন্যূনতম সম্মান দেয় না বিপিএল গভর্নিং কাউন্সিল। টুর্নামেন্টের আগে মালিক পক্ষের সঙ্গে মিটিং করার প্রয়োজন বোধ করে না বলে মিডিয়াকে বলেছিলেন তিনি। শুধু নাফিসা নন, আলিফ গ্রুপের মালিক অভিযোগ করেছিলেন– মল্লিকের তুচ্ছ-তাচ্ছিল্যের কারণে বিপিএল ছেড়ে গিয়েছিলেন। হাজারো অভিযোগ থাকলেও বিসিবি চায় বিপিএল চালিয়ে যেতে। পরিষ্কার ইমেজের কোনো পরিচালককে গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হলে বিপিএল আয়োজন করা সম্ভব বলে মনে করে বিসিবি।
বিপিএলের আত্মপ্রকাশ ২০১২ সালে। সীমাবদ্ধতার মাঝেও দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট সফল করেন গাজী আশরাফ হোসেন লিপুরা। ঢাকা গ্ল্যাডিয়েটরসের ফিক্সিং কেলেঙ্কারিতে কলঙ্কিত হয়েছিল টুর্নামেন্টটির দ্বিতীয় আসর। সেখান থেকে ঘুরে দাঁড়াতে দেরি হয়নি। বিসিবি পরিচালক মাহাবুবুল আনামের পরিকল্পনায় টুর্নামেন্টটি শক্তিশালী ভিত নিতে শুরু করে। অজানা কারণে তাঁকেই বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে সরিয়ে দেওয়া হয়।
লর্ডসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল
চূড়ান্ত হলো বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি
১৪ বছরের বৈভবের রেকর্ড তছনছে দুর্দান্ত জয় রাজস্থান রয়েলসের
জুনে রিয়াল ছেড়ে ব্রাজিলের দায়িত্বে আনচেলত্তি
স্থগিত করা হলো এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপ
জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, ভাগ্য খুলল বাংলাদেশের
সিলেটে ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ
এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে, আজ খেলতে পারবেন কি
দুই টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল
আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতের ক্রিকেট দল
নববর্ষের শোভাযাত্রায় নারী ফুটবলাররা
‘প্রিয় ক্রিকেট, আমাকে আর একটা সুযোগ দাও’
মুখ খোলার হুমকি: আরও এক ম্যাচ নিষিদ্ধ মোহামেডান অধিনায়ক হৃদয়
পিএসএলে না খেলেই ফিরে আসছেন লিটন
অনুশীলনে যোগ দিলেন ‘বিদ্রোহী’ ১৩ নারী ফুটবলার
মামারদাশভিলির সেভে রিয়ালকে পরাজিত করল ভ্যালেন্সিয়া
তামিমের স্থানে মোহামেডানের দায়িত্বে হৃদয়
ময়মনসিংহে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়ামের সম্ভাব্য জায়গা পরিদর্শনে ক্রীড়া সচিব
অ্যাতলেটিকোকে কাঁদিয়ে ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সেলোনা
কোপা দেল রে ফাইনাল: লড়াই জমবে ২৬ এপ্রিল!
আজ বাংলাদেশ ছাড়বেন হামজা চৌধুরী
হার্টে ব্লক ধরা পড়েছে তামিমের, রিং পরানো হয়েছে
হার্ট অ্যাটাকের শিকার তামিম, বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে
বাংলাদেশের হয়ে খেলবেন হামজা
দেশে ফিরলেন হামজা চৌধুরী, সিলেটে উচ্ছ্বাস
৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগে সৌদির ক্রিকেট বিপ্লব
৯১ রানে অলআউট, ৯ উইকেটে হারল পাকিস্তান
সুপার ওভারে এক রানও করতে পারল না বাহরাইন
সাফ গেমসের প্রস্তুতির জন্য ছয় মাস
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যুবাদের সিরিজের সূচি ঘোষণা