কেবি ২৫ সেপ্টেম্বার ২০২৪ ০৩:৩৭ পি.এম
মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, ফার্মাকোলজি বিভাগ, বাকৃবি, ময়মনসিংহকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। উপাচার্য পদে কর্মরত থাকাকালীন তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি উপাচার্য পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ১৯৯৪ সালে বাকৃবি ভেটেরিনারি অনুষদ থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) পাস করেন, ১৯৯৮ সালে ফার্মাকোলজি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেন। পরবর্তীতে ২০১১ সালে জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি এবং জাপানের কাগাওয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি এবং নিউরোলজি বিভাগ থেকে পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি ২০০২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৪ সালে সহকারী অধ্যাপক, ২০১১ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৬ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।
অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ১৯৯৯ সালে আচার্য স্বর্ণ পদক, ২০১১ সালে জাপানের কাগওয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রপতি পদক, ২০২৩ সালে বাউরেস থেকে গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২৩, জাপানে আন্তর্জাতিক অ্যালডোস্টেরন ফোরাম থেকে আইএএএফ অ্যাওয়ার্ডে প্রথম স্থান অর্জনসহ বিভিন্ন পদক ও পুরস্কার অর্জন করেন।
অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বহু জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ও কনফারেন্সে যোগদান করে গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেছেন। রিসার্চগেটের তথ্যমতে উচ্চমাত্রার সূচকের জাতীয় বা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত তার রিসার্চ আর্টিকেলের মোট সংখ্যা ১২৪টিরও বেশি। গুগল স্কলার্সের তথ্যমতে সাইটেশন সংখ্যা ২ হাজার ২০০, এইচ-ইনডেক্স সংখ্যা ২৫, আই১০-ইনডেক্স সংখ্যা ৫৯।
এর আগে, গত ২২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের বিরোধিতা করায় শিক্ষার্থীদের তোপের মুখে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত পবিপ্রবির উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনের’ উল্লেখ করেছিলেন।
কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হলেন চুয়েট অধ্যাপক হযরত আলী
এবার দেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইউআইইউ
আজ প্রতিবাদী গণমিছিল নিয়ে মাঠে নামবে পলিটেকনিক শিক্ষার্থীরা
৬ দফা দাবি নিয়ে ফের মাঠে পলিটেকনিক শিক্ষার্থীরা
পদত্যাগের করেও রেহাই নেই ইউআইইউ’র শিক্ষকদের!
ফের হামলার শিকার কুয়েটের ৪ শিক্ষার্থী
কলেজের অ্যাডহক কমিটিতে রাখতে হবে চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবী
কুয়েট ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি, প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহা থেকে বোনাস বাড়ছে এমপিও শিক্ষকদের
কুয়েটের ভিসি ও প্রো-ভিসি'র পদত্যাগ
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে সরিয়ে দেওয়া হচ্ছে
পারভেজ হত্যার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেপ্তার
শিক্ষা উপদেষ্টার অনুরোধ প্রত্যাখ্যান কুয়েট শিক্ষার্থীদের
পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে 'শাহবাগ ব্লকেড'
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন সাময়িক স্থগিত
সংঘর্ষ-সহিংসতা এড়াতে ২ দিনের জন্য সিটি কলেজ বন্ধ
ফের ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত দুইজন ঢামেকে
দাবি আদায় করেই অনশন ভাঙবেন কুয়েট শিক্ষার্থীরা!
প্রাইম এশিয়ার ছাত্র হত্যায় বৈষম্যবিরোধী-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ
কাল মহাসমাবেশ করবে কারিগরি শিক্ষার্থীরা
এবার 'রাইজ ইন রেড' কর্মসূচি নিয়ে রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা
সারাদেশে কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
জুমার নামাজের পর সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
এবার কাফনের কাপড় বেঁধে গণমিছিলের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
শিক্ষা উপদেষ্টা ও পলিটেকনিক শিক্ষার্থীদের বৈঠক শুরু
প্রাথমিক শিক্ষকদের বদলি আবেদন শুরু
ঢাকা পলিটেকনিকের নতুন অধ্যক্ষ সাহেলা পারভীন
পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধ কর্মসূচি শিথিল