শনিবার ০৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

হাসিনা সরকারের ভিআইপিরা যেভাবে দিন পার করছেন কারাগারে  

কেবি ০৩ অক্টোবার ২০২৪ ১২:৫৮ পি.এম

যেভাবে দিন পার করছেন কারাগারে   ভিআইপি মর্যাদার ব্যক্তিরা

এনএস ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতনের পর গণহত্যায় ও বিভিন্ন অপরাধে বুধবার (২ অক্টোবর) দুপুর পর্যন্ত ৬৬ জন ভিআইপি মর্যাদার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, পুলিশের আইজি, সাবেক ডিএমপি কমিশনার, সম্প্রতি দায়িত্ব পালনকারী কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কারাগারে থাকা এই ব্যক্তিরা কেমন আছেন, কীভাবে কাটছে দিনকাল আর কী খাচ্ছেন তারা- জনমনে নানা কৌতূহল রয়েছে। 

এ ধরনের বিশেষ বন্দির সংখ্যা বুধবার দুপুর পর্যন্ত ছিল ৬৬ জন। তাদের মধ্যে ডিভিশন পেয়েছেন ৩৭ জন। হাসপাতালে আছেন তিনজন। কারা সংশ্লিষ্ট সূত্র জানায়, এ মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেসব ডিভিশনপ্রাপ্ত বিশেষ বন্দি আছেন তারা হলেন- দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক রিয়াল অ্যাডমিরাল এম সোহাইল, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক হুইপ আ স ম ফিরোজ, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডেপুটি স্পিকার শামছুল হক টুকু, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক সংসদ সদস্য আহম্মেদ হোসাইন, সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ, হাজী মো. সেলিম, সাবেক নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী, সাবেক প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী, সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক পুলিশ পরিদর্শক আরাফাত হোসেন, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সাবেক সংসদ-সদস্য শাহে আলম, সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া,  সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জজ, ডিআইজি মিজানুর রহমান, পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

সাধারণ বন্দিদের জন্য চায়ের ব্যবস্থা না থাকলেও ডিভিশনপ্রাপ্ত বন্দিদের চা দেওয়া হয়। সকালে রুটি-সবজির সঙ্গে জেলি পান। সাধারণ বন্দিরা মাছ/মাংস পান একবেলা। কিন্তু ডিভিশনপ্রাপ্ত বন্দিরা দুই বেলা মাস/মাংস পান। কিন্তু পরিমাণ সবার জন্য সমান। 

সূত্র জানায়, ভিআইপি বন্দিরা কারাগারে কাজের লোকও পান। কাজের লোক একধরনের সেবক হিসাবে কাজ করেন। ওই সেবক ভিআইপি বন্দির কাপড় ধুয়ে দেন, খাবার সংগ্রহ করে দেন, প্লেট ধুয়ে দেন। এছাড়া আনুষঙ্গিক কাজ করে দেন।

কারাগারে বন্দিরা সময় কাটাচ্ছেন- সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, সকালে ঘুম থেকে উঠেই কেউ কেউ নামাজ পড়ছেন। কেউ দেরিতে ঘুম থেকে উঠছেন। কমবেশি সবাই নামাজ পড়ছেন। চা-নাশতা খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন, গল্প-গুজব করেন, পত্রিকা পড়েন। কেউ কেউ কারা লাইব্রেরি থেকে বই নিয়ে পড়েন। দুপুর ১২টার পর গোসলে যান। গোসল শেষে কেউ কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন। বিকালে নির্ধারিত প্যালেসে হাঁটেন। সাধারণ বন্দি ও ডিভিশনপ্রাপ্ত বন্দিদের মধ্যে পার্থক্য জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ডিভিশনপ্রাপ্ত বন্দিরা থাকার জন্য একটি খাট পান। চেয়ার-টেবিল পান। কারা লাইব্রেরিতে সবার জন্য পত্রিকা পড়ার সুবিধা আছে। 

কারাসংশ্লিষ্ট সূত্র জানায়, ভিআইপি বন্দিরা কারাগারে বিশেষ সুবিধা দাবি করলেও তাদের তা দেওয়া হচ্ছে না। কারাবিধি অনুযায়ী তারা যেসব সুবিধা পাওয়ার কথা, সেগুলোই তাদের দেওয়া হচ্ছে। বিধি অনুযায়ী প্রতি ১৫ দিন পর নিকটাত্মীয়রা বন্দিদের সঙ্গে দেখা করার সুযোগ পান। নিয়ম অনুযায়ী নিকটাত্মীয় ছাড়া বন্দিদের সঙ্গে কারও দেখাসাক্ষাতের সুযোগ নেই। তবে বর্তমানে কারাবন্দি ভিআইপি বন্দিদের সঙ্গে কোনো নিকটাত্মীয়ই দেখা করছেন না। তবে ম্যানেজার টাইপের কেউ একজন এসে দেখা করছেন। তিনিই মামলার খোঁজখবর রাখছেন। সরকারি নিয়ম অনুযায়ী, একজন বন্দি প্রতি ১০ দিন পর একদিন নির্ধারিত মোবাইল নম্বরে কারাগারের ভেতর থেকে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পান। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ বন্দিদের ক্ষেত্রে এ সুযোগ এখনো কেউ পাননি।

কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সাধারণ বন্দিরা নিজ খরচে রুমে নিয়ে পত্রিকা পড়ার সুযোগ পান। কিন্তু ডিভিশনপ্রাপ্ত বন্দিদের জন্য কারা কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের রুমে পত্রিকা পড়ার সুযোগ করে দেন। তারা টেলিভিশন দেখারও সুযোগ পান। 

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, নিয়ম অনুযায়ী যারা ডিভিশন পাওয়ার তারা পেয়েছেন। এর বাইরে কয়েকজন ডিভিশন পাওয়ার জন্য আবেদন করেছেন। আদালত সিদ্ধান্ত দিলে তারা তা পাবেন। কারাগারের যে খাবার তাই খাচ্ছেন ভিআইপি বন্দিরা। এর বাইরে বাড়তি খাবার কেউ নিতে চাইলে তা নিতে পারেন। আর বাহির থেকে তাদের বাসার রান্না করা কোনো খাবার খেতে দেওয়া হচ্ছে না। সম্প্রতি গ্রেপ্তার সবাইকে কয়েকটি ভাগে পৃথক কক্ষে রাখা হয়েছে। কারণ সাধারণ সেলগুলোতে অন্য বন্দিদের সঙ্গে রাখলে তাদের সমস্যা হতে পারে। এছাড়া নিরাপত্তার স্বার্থেও একই জায়গায় তাদের রাখা হয়নি। 

আরও খবর

news image

৪ দফা দাবিতে চলছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ

news image

নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতার প্রতি সম্মান প্রদর্শন তারেক রহমানের

news image

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ‘জনতার আদালত’ তৈরির ঘোষণা এনসিপির

news image

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল না হলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের

news image

আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

news image

শ্রমিকরা বাঁচলে শিল্প বাঁচবে: জামায়াত আমির

news image

বাংলাদেশের অস্তিত্ব গণতন্ত্রে যাওয়ার ওপরে নির্ভর করছে: মির্জা ফখরুল

news image

অধ্যাপক ইউনূসকে দিয়ে সংস্কার হবে বিশ্বাস করি না: জি এম কাদের

news image

‘জনগণ ও নির্বাচিত সরকারের কাছ থেকে করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে’

news image

পরিবারের সম্পত্তি জব্দে জয়ের ক্ষোভ

news image

নয়া পল্টনে লাখো মানুষ, ধানের শীষ ধ্বনিতে চারপাশে উল্লাস

news image

আজ রাজধানীতে শ্রমিক দলের শোডাউন

news image

এবার শেখ রেহানা, তার সন্তান ও ভাগ্নে-ভাগ্নির জমি জব্দের আদেশ

news image

সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দফায় দফায় মারামারি

news image

ছুটির ৩ দিনে রাজধানীতে তিন দলের সমাবেশ, নিরাপত্তা সতর্কতা

news image

দেশে ফিরছেন খালেদা জিয়া : পররাষ্ট্র উপদেষ্টা

news image

'নারী সংস্কার প্রস্তাবনা পরিবার ব্যবস্থাপনা ভাঙার নীল নকশা'

news image

এনসিপির সঙ্গে সম্পর্ক নেই বলে জানালেন উমামা

news image

নির্বাচনের দাবিতে সিইসির সঙ্গে আজ বৈঠক করবে বিএনপি

news image

আমরা চাই না এ দেশ আরেকটা গাজা হোক: মির্জা ফখরুল

news image

সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নারায়ণগঞ্জ আদালতে কিল-ঘুষি

news image

রাজনৈতিক ঐকমত্যের বাইরে সংস্কার সম্ভব নয়: আমীর খসরু

news image

চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে বলে জানালেন মির্জা ফখরুল

news image

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীতে সমাবেশ

news image

সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর চায় জামায়াত

news image

সংস্কার সংলাপে বসেছে ঐকমত্য কমিশন ও জামায়াত

news image

অন্তর্বর্তী সরকারকে নিয়ে আশাহত ফরহাদ মজহার!

news image

বাংলাদেশে কুরআন বিরোধী কোনো অপশক্তির ঠাঁই হবে না: মামুনুল হক

news image

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

news image

সদিচ্ছা থাকলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব: সাইফুল হক