কেবি ০৮ ডিসেম্বার ২০২৪ ১১:৪৬ এ.এম
এনএস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে তারা। শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমেছে জুনিয়র টাইগাররা। রোববার (৮ ডিসেম্বর) টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
শুরু থেকেই বিস্ফোরক ব্যাটিং করে একা হাতে ম্যাচের চেহারা পাল্টে দিতে পারেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সেমিতে ৩৬ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। ভারতের অপর ওপেনার আয়ুশ মাত্রেও মারকুটে ব্যাটার। অবশ্য তাদের মোক্ষম জবাব দিতে প্রস্তুত রয়েছেন বাংলাদেশের পেস বিভাগ। দারুণ ফর্মে আছেন বাংলাদেশের দুই পেসার আল ফাহাদ ও ইকবাল হাসান ইমন। সমান ১০টি করে উইকেট নিয়ে দু’জনই আসরের সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে যৌথভাবে শীর্ষে আছেন। এর মধ্যে সেমিতে শক্তিশালী পাকিস্তানকে ধসিয়ে দিতে মূল ভূমিকা ছিল ইমনের। উইকেট শিকারে তাদের চেয়ে পিছিয়ে থাকলেও ভালো বোলিং করছেন মারুফ মৃধাও। দলের এক নম্বর পেসার কিন্তু মারুফই।
আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে ভারতের শক্তিশালী ব্যাটিং। বিশেষ করে বৈভব সূর্যবংশী নামক ১৩ বছরের ওপেনার সবচেয়ে বড় হুমকি। এই টুর্নামেন্টে তিনি যেভাবে ব্যাট চালাচ্ছেন, তাঁকে নিয়ে আলোচনাটা মোটেই বাড়াবাড়ি নয়। যুব এশিয়া কাপে ৪ ম্যাচে ১৬৭ করে তিনি রান সংগ্রহ করে সাত নম্বরে থাকলেও তাঁকে নিয়ে ভয়টা অন্য জায়গায়।
বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে ব্যাটিংয়ে মূল ভূমিকাটা নিতে হবে। দারুণ ছন্দেও আছেন তিনি। একটি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে ২২৪ রান করে সেরা রান সংগ্রাহকদের তালিকায় তিনে আছেন তিনি। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ওপেনার কালাম সিদ্দিকীর। ৪ ম্যাচে ১৬১ রান তাঁর। তবে দু’জনেরই স্ট্রাইক রেট তেমন ভালো নয়।
আসর শুরুর আগে ভারতের এই দলটির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচে জয় বাড়তি আত্মবিশ্বাস দেবে বলেও জানিয়েছেন অধিনায়ক আজিজুল। শিরোপা ধরে রাখার ব্যাপারে গতকাল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বিসিবি থেকে পাঠানো বার্তায় তিনি বলেন, ‘আমরা আসরের বর্তমান চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জটা জিততে আমরা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করব।’ দলের সবাই শারীরিক ও মানসিকভাবে ফিট আছেন বলেও জানিয়েছেন আজিজুল।
লর্ডসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল
চূড়ান্ত হলো বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি
১৪ বছরের বৈভবের রেকর্ড তছনছে দুর্দান্ত জয় রাজস্থান রয়েলসের
জুনে রিয়াল ছেড়ে ব্রাজিলের দায়িত্বে আনচেলত্তি
স্থগিত করা হলো এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপ
জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, ভাগ্য খুলল বাংলাদেশের
সিলেটে ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ
এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে, আজ খেলতে পারবেন কি
দুই টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল
আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতের ক্রিকেট দল
নববর্ষের শোভাযাত্রায় নারী ফুটবলাররা
‘প্রিয় ক্রিকেট, আমাকে আর একটা সুযোগ দাও’
মুখ খোলার হুমকি: আরও এক ম্যাচ নিষিদ্ধ মোহামেডান অধিনায়ক হৃদয়
পিএসএলে না খেলেই ফিরে আসছেন লিটন
অনুশীলনে যোগ দিলেন ‘বিদ্রোহী’ ১৩ নারী ফুটবলার
মামারদাশভিলির সেভে রিয়ালকে পরাজিত করল ভ্যালেন্সিয়া
তামিমের স্থানে মোহামেডানের দায়িত্বে হৃদয়
ময়মনসিংহে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়ামের সম্ভাব্য জায়গা পরিদর্শনে ক্রীড়া সচিব
অ্যাতলেটিকোকে কাঁদিয়ে ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সেলোনা
কোপা দেল রে ফাইনাল: লড়াই জমবে ২৬ এপ্রিল!
আজ বাংলাদেশ ছাড়বেন হামজা চৌধুরী
হার্টে ব্লক ধরা পড়েছে তামিমের, রিং পরানো হয়েছে
হার্ট অ্যাটাকের শিকার তামিম, বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে
বাংলাদেশের হয়ে খেলবেন হামজা
দেশে ফিরলেন হামজা চৌধুরী, সিলেটে উচ্ছ্বাস
৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগে সৌদির ক্রিকেট বিপ্লব
৯১ রানে অলআউট, ৯ উইকেটে হারল পাকিস্তান
সুপার ওভারে এক রানও করতে পারল না বাহরাইন
সাফ গেমসের প্রস্তুতির জন্য ছয় মাস
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যুবাদের সিরিজের সূচি ঘোষণা