কেবি ১৭ ডিসেম্বার ২০২৪ ১২:০৯ পি.এম
এনএস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার পর স্বাগতিক মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। মালয়েশিয়াকে মাত্র ২৯ রানে অলআউট করেছে বাংলাদেশ।
সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কুয়ালালামপুরে মালয়েশিয়া অনূর্ধ্ব-১৯ দলকে ১২০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে। আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে।
জবাবে ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানেই অলআউট হয়ে যায় মালয়েশিয়া। বাংলাদেশের নিশিতা আক্তার নিশি এদিন মাত্র ৩ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করে স্বাগতিকদের গুড়িয়ে দিয়েছেন।
সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নূর আলিয়া। তিনজন খেলোয়াড় পারেননি রানের খাতা খুলতে।
৭ রানের মাথায় নূর দানিয়াকে আউট করে ধ্বংসযজ্ঞ শুরু করেন নিশিতা আক্তার নিশি। পরের ওভারে এসে নূর আলিয়াকেও ফেরান তিনি।
নিশির সঙ্গে আনিশা আক্তার এবং হাবিবা পিংকিও উইকেট শিকারে যোগ দিলে মালয়েশিয়ানরা চোখে অন্ধকার দেখা শুরু করেন। নিশি ৩.৫ ওভারে এক মেডেনসহ ৩ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। পিংকি ৪ ওভারে ১ মেডেনসহ ৫ রানে ৩ উইকেট শিকার করেন। সমান ওভারে সমান রান খরচায় বাকি দুই উইকেট ঝুলিতে ভরেন আনিশা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৫.৪ ওভারে ৪৫ রানের জুটি গড়েন বাংলাদেশের দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া এবং ইভা। ২১ বলে ৩ চারে ২৬ রান করে ছোঁয়া আব্দুল্লাহর বলে আউট হলে এই জুটি ভাঙে। পরের ওভারে এক রান যোগ হতেই বিদায় নেন সুমাইয়া আক্তার সুবর্ণা (১)।
অষ্টম ওভারে ইভাও বিদায় নিলে কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। ১৬ বলে ২ চার ও ১ ছয়ে ১৯ রান করেন তিনি। তবে চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক সুমাইয়া আক্তারকে নিয়ে ভালো একটা জুটি গড়েন জান্নাতুল মাওয়া। ৩১ রানের জুটির পর সুমাইয়াকে বিদায় করেন আব্দুল্লাহ। ১১ বলে ১২ রান করেন বাংলাদেশের অধিনায়ক। আর ৩ রান যোগ হতে আফিফা আসিমাও (৩) আউট হন।
ষষ্ঠ উইকেট জুটিতে সাদিয়া আক্তারকে নিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন মাওয়া। ৪৪ বলে ৬২ রান যোগ করেন তারা।
মাওয়া ৪৫ বলে ৪ চারে ৪৫ রানে অপরাজিত থাকেন। ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সাদিয়া। মাত্র ১৯ বলে ৩ চার ও ১ ছয়ে ৩১ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।
সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। এই পর্বে বাকি দলটি শ্রীলঙ্কা। ১৯ ) ২০ ডিসেম্বর সুপার ফোরের ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। সুপার ফোর শেষে শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। আগামী ২২ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।
লর্ডসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল
চূড়ান্ত হলো বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি
১৪ বছরের বৈভবের রেকর্ড তছনছে দুর্দান্ত জয় রাজস্থান রয়েলসের
জুনে রিয়াল ছেড়ে ব্রাজিলের দায়িত্বে আনচেলত্তি
স্থগিত করা হলো এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপ
জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, ভাগ্য খুলল বাংলাদেশের
সিলেটে ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ
এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে, আজ খেলতে পারবেন কি
দুই টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল
আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতের ক্রিকেট দল
নববর্ষের শোভাযাত্রায় নারী ফুটবলাররা
‘প্রিয় ক্রিকেট, আমাকে আর একটা সুযোগ দাও’
মুখ খোলার হুমকি: আরও এক ম্যাচ নিষিদ্ধ মোহামেডান অধিনায়ক হৃদয়
পিএসএলে না খেলেই ফিরে আসছেন লিটন
অনুশীলনে যোগ দিলেন ‘বিদ্রোহী’ ১৩ নারী ফুটবলার
মামারদাশভিলির সেভে রিয়ালকে পরাজিত করল ভ্যালেন্সিয়া
তামিমের স্থানে মোহামেডানের দায়িত্বে হৃদয়
ময়মনসিংহে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়ামের সম্ভাব্য জায়গা পরিদর্শনে ক্রীড়া সচিব
অ্যাতলেটিকোকে কাঁদিয়ে ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সেলোনা
কোপা দেল রে ফাইনাল: লড়াই জমবে ২৬ এপ্রিল!
আজ বাংলাদেশ ছাড়বেন হামজা চৌধুরী
হার্টে ব্লক ধরা পড়েছে তামিমের, রিং পরানো হয়েছে
হার্ট অ্যাটাকের শিকার তামিম, বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে
বাংলাদেশের হয়ে খেলবেন হামজা
দেশে ফিরলেন হামজা চৌধুরী, সিলেটে উচ্ছ্বাস
৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগে সৌদির ক্রিকেট বিপ্লব
৯১ রানে অলআউট, ৯ উইকেটে হারল পাকিস্তান
সুপার ওভারে এক রানও করতে পারল না বাহরাইন
সাফ গেমসের প্রস্তুতির জন্য ছয় মাস
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যুবাদের সিরিজের সূচি ঘোষণা