M.A. ২৭ জানু ২০২৫ ১২:৩৫ এ.এম
এনএস ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। ফলে ওই এলাকাসহ আশেপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ওই এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছে পুলিশ।
জানা যায়, রোববার রাত ১০টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সাড়ে ১০টায় সায়েন্স ল্যাব ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের দিকে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা।
রোববার দিবাগত রাত ১২টার পরেও সেখানে দুই পক্ষের অবস্থান ও উত্তেজনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। তবে পরিস্থিতি তখনো শান্ত হয়নি।
পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সাত কলেজের তিন শতাধিক শিক্ষার্থী প্রায় সাড়ে চার ঘণ্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে মিছিল নিয়ে এসে নীলক্ষেত মোড়ে ঢাবি’র মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন।
এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কয়েকশ’ শিক্ষার্থী বেরিয়ে এসে তাদের ধাওয়া দেন। এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা সরে যান সাত কলেজের শিক্ষার্থীরা। পরে তারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি এ ধাওয়ার মধ্যে রাত ১২টার পর পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরেও দুই পক্ষের শিক্ষার্থীরা দুই দিকে অবস্থান নিয়ে আছেন।
এর আগে সাত কলেজের শিক্ষার্থীরা সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা কলেজের সামনে জড়ো হন। এরপর তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। এতে সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড়, এলিফ্যান্ট রোডসহ আশপাশে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাত কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা করতে যান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমান করেন। এর প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন। পাঁচ দফা দাবি মেনে নিতে হবে এবং সহ–উপাচার্যকে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করতে হবে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মুহাম্মদ রাকিব বলেন, শিক্ষার্থীরা কিছুদিন আগেও তাদের দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। রোববার বিকেলেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুনের সঙ্গে দেখা করে দাবিগুলোর কথা জানান। কিন্তু তিনি শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। তাদের বলেন, ‘তোমরা কারা?’ এটি শিক্ষার্থীদের আত্মসম্মানে আঘাত করে। তাই তারা সেখান থেকে বের হয়ে এসে সন্ধ্যায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যায়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘তারা আমার সঙ্গে কথা বলতে এসেছিল। তখন আমি সবাইকে একসঙ্গে না এসে দুজন আসতে বলি। কিন্তু অর্ধশতাধিক শিক্ষার্থী ধাক্কাধাক্কি করে ভেতরে ঢুকে যায়। সেখানে তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি।’ পাঁচ দফা বিষয়ে তিনি জানান, শিক্ষার্থীদের দাবি নিয়ে সোমবার দুপুর সাড়ে ১২টায় সাত কলেজের বিষয়ে যে কমিটি আছে, তাদের সঙ্গে বৈঠক করা হবে।
সাত কলেজের শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো- ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে, শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করা, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় শিক্ষার্থী ভর্তি করা, ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটতে হবে ও সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি জমা রাখতে হবে।
কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হলেন চুয়েট অধ্যাপক হযরত আলী
এবার দেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইউআইইউ
আজ প্রতিবাদী গণমিছিল নিয়ে মাঠে নামবে পলিটেকনিক শিক্ষার্থীরা
৬ দফা দাবি নিয়ে ফের মাঠে পলিটেকনিক শিক্ষার্থীরা
পদত্যাগের করেও রেহাই নেই ইউআইইউ’র শিক্ষকদের!
ফের হামলার শিকার কুয়েটের ৪ শিক্ষার্থী
কলেজের অ্যাডহক কমিটিতে রাখতে হবে চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবী
কুয়েট ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি, প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহা থেকে বোনাস বাড়ছে এমপিও শিক্ষকদের
কুয়েটের ভিসি ও প্রো-ভিসি'র পদত্যাগ
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে সরিয়ে দেওয়া হচ্ছে
পারভেজ হত্যার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেপ্তার
শিক্ষা উপদেষ্টার অনুরোধ প্রত্যাখ্যান কুয়েট শিক্ষার্থীদের
পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে 'শাহবাগ ব্লকেড'
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন সাময়িক স্থগিত
সংঘর্ষ-সহিংসতা এড়াতে ২ দিনের জন্য সিটি কলেজ বন্ধ
ফের ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত দুইজন ঢামেকে
দাবি আদায় করেই অনশন ভাঙবেন কুয়েট শিক্ষার্থীরা!
প্রাইম এশিয়ার ছাত্র হত্যায় বৈষম্যবিরোধী-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ
কাল মহাসমাবেশ করবে কারিগরি শিক্ষার্থীরা
এবার 'রাইজ ইন রেড' কর্মসূচি নিয়ে রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা
সারাদেশে কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
জুমার নামাজের পর সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
এবার কাফনের কাপড় বেঁধে গণমিছিলের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
শিক্ষা উপদেষ্টা ও পলিটেকনিক শিক্ষার্থীদের বৈঠক শুরু
প্রাথমিক শিক্ষকদের বদলি আবেদন শুরু
ঢাকা পলিটেকনিকের নতুন অধ্যক্ষ সাহেলা পারভীন
পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধ কর্মসূচি শিথিল