MA ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৭ পি.এম
এনএস ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ আত্মপ্রকাশ করেছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধুর ক্যন্টিনে সংবাদ সম্মেলন করে এ নতুন ছাত্রসংগঠনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু এক শ্রেণির শিক্ষার্থীদের বিক্ষোভ ও হাতাহাতির কারণে এ আনন্দময় সময়টি কিছুটা নিস্তব্দ হয়ে পড়ে।
বুধবার বিকেলে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটির শীর্ষ পদ ঘোষণাকে কেন্দ্র করে এ বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পাল্টাপাল্টি স্লোগান, বিক্ষোভ, হাতাহাতি এবং পরে অন্তত দুই দফা মারামারির ঘটনাও ঘটেছে। নতুন সংগঠনের শীর্ষ পদ নিয়ে বিরোধের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটেছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন ছাত্রসংগঠনের কমিটিতে নিজেদের ‘সঠিক প্রতিনিধিত্ব’ চান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারী শিক্ষার্থীরা। রিফাত রশীদকে কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করা হয়।তারা সাবেক সমন্বয়ক রিফাত রশীদকে আরও গুরুত্বপূর্ণ পদ দেওয়ার দাবি করেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আজ বিকেল তিনটায় সংবাদ সম্মেলন করে নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে সেখানে নতুন ছাত্রসংগঠনের মূল উদ্যোক্তারা যাননি। তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে অবস্থান করছিলেন৷
বিকেল চারটার পরে মধুর ক্যানটিনের সামনে যান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় তারা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘উত্তরাতে বৈষম্য, চলবে না চলবে না’, ‘ঢাবির সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দেন। ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশীদের পক্ষেও ‘রিফাত রশীদ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, আমরা আছি তোমার সাথে’ স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) শিক্ষার্থী তরিকুল ইসলাম নাহিদ গনমাধ্যমকে বলেন, ‘জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তাদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। নতুন ছাত্রসংগঠনেও পাবলিকীকরণ করা হচ্ছে। আমরা এই নতুন কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিক প্রতিনিধিত্ব চাই৷’
এরপর মধুর ক্যানটিনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সেখানে ধস্তাধস্তি শুরু হয়। পরে মধুর ক্যানটিনের ভেতরে ঢুকে উভয়পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দেন। এমন উত্তেজনার মধ্যেই গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর শিক্ষার্থীদের দুই পক্ষে মারামারি শুরু হয়।
সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা কিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর আরেক দফা মারামারি হয়।
মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করল হেফাজতে ইসলাম
৪ দফা দাবিতে চলছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ
নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতার প্রতি সম্মান প্রদর্শন তারেক রহমানের
আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ‘জনতার আদালত’ তৈরির ঘোষণা এনসিপির
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল না হলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের
আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি
শ্রমিকরা বাঁচলে শিল্প বাঁচবে: জামায়াত আমির
বাংলাদেশের অস্তিত্ব গণতন্ত্রে যাওয়ার ওপরে নির্ভর করছে: মির্জা ফখরুল
অধ্যাপক ইউনূসকে দিয়ে সংস্কার হবে বিশ্বাস করি না: জি এম কাদের
‘জনগণ ও নির্বাচিত সরকারের কাছ থেকে করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে’
পরিবারের সম্পত্তি জব্দে জয়ের ক্ষোভ
নয়া পল্টনে লাখো মানুষ, ধানের শীষ ধ্বনিতে চারপাশে উল্লাস
আজ রাজধানীতে শ্রমিক দলের শোডাউন
এবার শেখ রেহানা, তার সন্তান ও ভাগ্নে-ভাগ্নির জমি জব্দের আদেশ
সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দফায় দফায় মারামারি
ছুটির ৩ দিনে রাজধানীতে তিন দলের সমাবেশ, নিরাপত্তা সতর্কতা
দেশে ফিরছেন খালেদা জিয়া : পররাষ্ট্র উপদেষ্টা
'নারী সংস্কার প্রস্তাবনা পরিবার ব্যবস্থাপনা ভাঙার নীল নকশা'
এনসিপির সঙ্গে সম্পর্ক নেই বলে জানালেন উমামা
নির্বাচনের দাবিতে সিইসির সঙ্গে আজ বৈঠক করবে বিএনপি
আমরা চাই না এ দেশ আরেকটা গাজা হোক: মির্জা ফখরুল
সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নারায়ণগঞ্জ আদালতে কিল-ঘুষি
রাজনৈতিক ঐকমত্যের বাইরে সংস্কার সম্ভব নয়: আমীর খসরু
চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে বলে জানালেন মির্জা ফখরুল
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীতে সমাবেশ
সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর চায় জামায়াত
সংস্কার সংলাপে বসেছে ঐকমত্য কমিশন ও জামায়াত
অন্তর্বর্তী সরকারকে নিয়ে আশাহত ফরহাদ মজহার!
বাংলাদেশে কুরআন বিরোধী কোনো অপশক্তির ঠাঁই হবে না: মামুনুল হক
দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির