কেবি ০৮ মার্চ ২০২৫ ১১:৫৮ এ.এম
এনএস ডেস্ক
প্রতি মাসে সয়াবিনের চাহিদা থাকে গড়ে ৮৭ হাজার টন। রমজানে এই চাহিদা সামান্য বাড়লেও শুধু জানুয়ারিতে সয়াবিন তেল আমদানি হয় এক লাখ ১৭ হাজার টন। একই মাসে সয়াবিন তেল তৈরির কাঁচামাল সয়াবিন বীজ আমদানি হয় তিন লাখ টন, যা থেকে পাওয়া গেছে আরও ৪৫ হাজার টন সয়াবিন তেল।
গত মঙ্গলবার আমদানিকারক, মিল মালিক, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে আলোচনা করে খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম। এতে আগামী ১০ এপ্রিল পর্যন্ত খোলা সয়াবিন পাইকারি পর্যায়ে ১৫৫ এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করা হয়। তবে এ দর মানছে না কেউই।
গত ছয় বছরে দেশে মাসওয়ারি যে সয়াবিন তেল আমদানি হয়েছে, এটি তার মধ্যে সর্বোচ্চ। গত ১০ দিনে সয়াবিন বোঝাই বেশ কয়েকটি ট্যাঙ্কার এসেছে বন্দরে। এসব ট্যাঙ্কারে এসেছে এক লাখ টনেরও বেশি সয়াবিন। চলতি সপ্তাহে তেল নিয়ে আসবে আরও অন্তত তিনটি ট্যাঙ্কার। আমদানিতে এমন রেকর্ড করার পরও ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে পাইকারি মোকাম খাতুনগঞ্জে। চাহিদার অর্ধেক সয়াবিনও মিলছে না বাজারে। একেবারে উধাও বোতলজাত সয়াবিন তেল।
মেয়র শাহাদাত হোসেন বলেন, বাজার স্থিতিশীল রাখতে চট্টগ্রামে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে খোলা ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়। এটি মানা হবে বলে ব্যবসায়ীরা আমাদের প্রতিশ্রুতিও দিয়েছেন। প্রতিটি বাজারে এখন আমাদের মনিটরিং টিম কাজ করছে। যদি কেউ এই নির্ধারিত দামের বেশি বিক্রি ও মজুতদারি করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিছু ব্যবসায়ী দাবি করেছেন, তারা বেশি দামে তেল কিনেছেন, তাই বেশি দামে বিক্রি করতে চান। কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা যাবে না।
তিন ট্যাঙ্কারে ৪৩ হাজার টন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, দেশে জানুয়ারিতে এক লাখ ১৭ হাজার টন সয়াবিন তেল আমদানি হয়েছে। ফেব্রুয়ারির প্রথম ২৬ দিনে সয়াবিন তেল আমদানি হয়েছে ৫৭ হাজার টন। কিন্তু শেষ সপ্তাহে আবার আসতে থাকে একের পর এক ট্যাঙ্কার। এসব ট্যাঙ্কারে গত ১০ দিনে এক লাখ টনেরও বেশি সয়াবিন এসেছে। বন্দরের বহির্নোঙরে এমটি চ্যাম্পিয়ন অ্যাভোনি ট্যাঙ্কার থেকে খালাস হয়েছে টি কে গ্রুপের আমদানি করা সয়াবিন তেল। এই ট্যাঙ্কারটিতে ছিল ১৩ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল। এই ট্যাঙ্কারের তেল খালাস শেষ হওয়ার পর পরই বন্দরে আসে এমটি মায়ের্সক বেফোর্ট। এটিতেও টি কে গ্রুপের সয়াবিন তেল রয়েছে, যার পরিমাণ ১৫ হাজার টন। টি কে গ্রুপের আরও ১৫ হাজার টন সয়াবিন তেল নিয়ে এর পর বন্দরে ভিড়ে অ্যাভেক্স নামের ট্যাঙ্কার। এই তিনটি ট্যাঙ্কারে টি কে গ্রুপ একাই এনেছে ৪৩ হাজার টন সয়াবিন তেল।
ভোজ্যতেল আমদানিকারক টি কে গ্রুপের পরিচালক শফিউল আতহার বলেন, আমদানি করা অপরিশোধিত তেল নিয়ে একের পর এক ট্যাঙ্কার আসছে। এগুলো খালাস করে দ্রুত পরিশোধনের প্রক্রিয়া চলছে। এই তেল বাজারজাত করা গেলে বাজার স্থিতিশীল হবে, কেটে যাবে সংকট।
জাহাজ এসেছে মেঘনা, সিটি গ্রুপেরও মেঘনা গ্রুপের পাঁচ হাজার টন সয়াবিন তেল নিয়ে বন্দরে আসে এমটিএম আমস্টারডাম নামের একটি ট্যাঙ্কার। ২৫ হাজার টন সয়াবিন তেল নিয়ে এসেছে সি ওয়েজ গ্যালে ট্যাঙ্কার। এতে সিটি গ্রুপের ১৪ হাজার টন তেল রয়েছে অন্য কোম্পানির আছে ১১ হাজার টন সয়াবিন। রোজা শুরুর পর এমজিআইয়ের পণ্য নিয়ে আসছে আরও ট্যাঙ্কার। এসব ট্যাঙ্কারে আছে ৪৫ হাজার টন সয়াবিন তেল। সব মিলিয়ে এমজিআইয়ের ৫০ হাজার টন এবং সিটি গ্রুপের ২৬ হাজার টন সয়াবিন তেল আমদানি হচ্ছে।
সয়াবিন বীজ থেকে তেল উৎপাদন করে সেটিও বাজারজাত করছে পাঁচটি শিল্প গ্রুপ। জানুয়ারিতে সয়াবিন তেল তৈরির কাঁচামাল সয়াবিন বীজ আমদানি হয় তিন লাখ টন, যা থেকে পাওয়া গেছে ৪৫ হাজার টন সয়াবিন তেল। রোজার আগে সয়াবিন বীজ নিয়ে তিনটি জাহাজ বন্দরে নোঙর করেছে। এই তিন জাহাজে রয়েছে ৫৯ হাজার ৪৩৮ টন সয়াবিন বীজ, যা নিয়ে আসছে এমভি ইয়োগা নামের একটি জাহাজ। এর আগে তিন জাহাজে আমদানি হয়েছিল ১ লাখ ৭১ হাজার টন সয়াবিন। টি কে গ্রুপ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এবং বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডই এবারে বেশি এনেছে সয়াবিন ও সয়াবিন বীজ।
সোনার দামে অস্থিরতা: বড় উত্থানের পর বড় দরপতন
লিটারে এক টাকা কমলো জ্বালানি তেলের দাম
আইএমএফ-এর সব শর্ত মেনে ঋণ নিতে চাই না: অর্থ উপদেষ্টা
বাতিল হলো নকশাবহির্ভূত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স
বিশ্বব্যাংকের খাদ্য মূল্যস্ফীতি ঝুঁকির লাল শ্রেণীতে বাংলাদেশ
বেশির ভাগ সবজির দাম ৭০ টাকার ওপরে
ক্রেডিট কার্ড-এর ব্যবহার কমেছে দেশে-বিদেশে
মিষ্টির দামের সঙ্গে ভ্যাট যুক্ত করতে চান এনবিআর চেয়ারম্যান
আইএমএফ'র ঋণের বাকি দুই কিস্তির সিদ্ধান্ত জুনে
ইচ্ছাকৃত ঋণখেলাপিদের জন্য দুঃসংবাদ আসছে
২ জুন বাজেট ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার, ভাঙছে রেওয়াজ
আগামী বাজেট: কমতে পারে আকার, বাড়বে রাজস্ব লক্ষ্যমাত্রা
আগামীর বাজেট ব্যবসাবান্ধব হবে বলে জানালেন এনবিআর চেয়ারম্যান
আরাকান আর্মির বাধায় টেকনাফ বন্দরে পণ্য আমদানি বন্ধ
২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিটেন্স এল ১২৫ কোটি ডলার
লিটারে ১৪ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানো হলো ৩৩ শতাংশ
এবার স্বর্ণের দাম বাড়লো ভরিতে ৪১৮৭ টাকা
পাচার হওয়া সম্পদের বড় অংশ জব্দ হবে ছয় মাসের মধ্যে: গভর্নর
বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত
প্রথম প্রান্তিকের ধাক্কা কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়াল জিডিপি
আইএমএফ-এর ঋণের অর্থ ছাড়ে সঙ্কট!
চট্টগ্রাম কেইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা
আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ২০২৫ শুরু
রেমিট্যান্স প্রবাহে অভূতপূর্ব উল্লম্ফন, মার্চে সর্বোচ্চ আয়
ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের প্রভাব সামাল দেয়া কঠিন নয়: অর্থ উপদেষ্টা
ট্রাম্পের শুল্কে পোশাকের চাহিদা কমবে
বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক বাড়ালো যুক্তরাষ্ট্র
ঋণের অর্থ ছাড়ের আগে আসছে আইএমএফের প্রতিনিধি দল