কেবি ২৪ মার্চ ২০২৫ ০২:৫০ পি.এম
এনএস ডেস্ক
তামিম ইকবাল বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন। মাঠেই অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় সাভারের কেপিজে হাসপাতালে। জানা গেছে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার। অবস্থা বেগতিক হওয়ায় আপাতত তাকে ঢাকায় আনা সম্ভব হচ্ছে না।
ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি তামিম ইকবালের এনজিওগ্রাম সম্পন্ন করাহয়। পরীক্ষায় তামিমের হার্টে একটি ব্লক পাওয়া গেছে। চিকিৎসক জানিয়েছেন ১০০ শতাংশ ব্লক থাকায় তাকে আপাতত ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। তাই ঢাকা থেকেই চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে। এরই মধ্যে হার্টে রিং (স্টেন্ট) পরানো হয়েছে।
বিসিবির চিকিৎসক জানিয়েছেন, তামিমের বুকে ব্যথা হচ্ছিল, তাই দ্রুত কেপিজে স্পেশালাইজড হসপিটালে নেয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা, বিশেষ করে হার্টের ইসিজি করানো হয়, তাতে সামান্য সমস্যা ধরা পড়ে। তবে অনেক সময় প্রাথমিক পরীক্ষায় বিষয়টি স্পষ্ট হয় না। ঘণ্টাখানেক পর রক্ত পরীক্ষায় কিছু জটিলতা বোঝা যাচ্ছিল।
তিনি আরও জানান, তামিম নিজেই ঢাকায় যেতে চাচ্ছিল, তার কিছুটা অস্বস্তিও হচ্ছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু যখন তিনি হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরছিলেন, তখন আবার বুকে ব্যথা শুরু হয়। এরপর দ্বিতীয়বার হাসপাতালে নেওয়া হলে দেখা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছে। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন।
শাইনপুকুরের বিপক্ষে ডিপিএলের ম্যাচের আগেই অস্বস্তিতে ভুগছিলেন তামিম। টস জিতে শাইনপুকুর ব্যাটিংয়ে নামায় আর ফিল্ডিংয়ে নামেননি মোহামেডান অধিনায়ক। ড্রেসিংরুমে ফিরেই নিজের অস্বস্তির কথা জানান।
এক প্রত্যক্ষদর্শী সময় সংবাদকে বলেন, 'আমরা ফিল্ডিংয়ে নামবো নয়টায়। টস করার পর ভাই (তামিম ইকবাল) ফিল্ডিংয়ে নামবে। কিন্তু ওই সময় তিনি জানান, "আমার একটু খারাপ লগছে।" উনি তখন চেয়ারে বসছেন। আমাদের ফিজিও এসে ফোন দেয়ার পর ডাক্তার আসছে। উনি (তামিম) বলেন, "আমার চোয়াল ব্যথা করছে।" এরপর আমরা আর ঝুঁকি না নিয়ে ওনাকে হাসপাতালে নিয়ে আসছি ওবার গাড়ি দিয়েই।'
এরপর চিকিৎসা নিয়ে মাঠে ফিরে এসেছিলেন তামিম। তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় স্থানীয়য় হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।
সেই প্রত্যক্ষদর্শী আরও বলেন, 'আমরা তখন মাঠেই ছিলাম। এক থেকে দেড় ঘণ্টা পর হেলিকপ্টার আসছে। কিন্তু তখন আবার অবস্থা খারাপ হওয়ায় আর হেলিকপ্টারে নিতে পারিনি। খুব বাজে অবস্থা হয়ে গেছে। মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে। পড়ে আমরা হাসপাতালে নিয়ে আসি।'
তামিমের অসুস্থতার খবর পেয়ে স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফীস ইকবালসহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন। এদিন বিসিবিতে বোর্ডের সভা থাকলেও তামিমের অসুস্থতার খবর পাওয়ার পর তা স্থগিত করা হয়েছে। তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিসিবির পরিচালক ও কর্মকর্তারা।
লর্ডসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল
চূড়ান্ত হলো বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি
১৪ বছরের বৈভবের রেকর্ড তছনছে দুর্দান্ত জয় রাজস্থান রয়েলসের
জুনে রিয়াল ছেড়ে ব্রাজিলের দায়িত্বে আনচেলত্তি
স্থগিত করা হলো এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপ
জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, ভাগ্য খুলল বাংলাদেশের
সিলেটে ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ
এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে, আজ খেলতে পারবেন কি
দুই টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল
আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতের ক্রিকেট দল
নববর্ষের শোভাযাত্রায় নারী ফুটবলাররা
‘প্রিয় ক্রিকেট, আমাকে আর একটা সুযোগ দাও’
মুখ খোলার হুমকি: আরও এক ম্যাচ নিষিদ্ধ মোহামেডান অধিনায়ক হৃদয়
পিএসএলে না খেলেই ফিরে আসছেন লিটন
অনুশীলনে যোগ দিলেন ‘বিদ্রোহী’ ১৩ নারী ফুটবলার
মামারদাশভিলির সেভে রিয়ালকে পরাজিত করল ভ্যালেন্সিয়া
তামিমের স্থানে মোহামেডানের দায়িত্বে হৃদয়
ময়মনসিংহে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়ামের সম্ভাব্য জায়গা পরিদর্শনে ক্রীড়া সচিব
অ্যাতলেটিকোকে কাঁদিয়ে ফাইনালে রিয়ালের সঙ্গী বার্সেলোনা
কোপা দেল রে ফাইনাল: লড়াই জমবে ২৬ এপ্রিল!
আজ বাংলাদেশ ছাড়বেন হামজা চৌধুরী
হার্টে ব্লক ধরা পড়েছে তামিমের, রিং পরানো হয়েছে
হার্ট অ্যাটাকের শিকার তামিম, বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে
বাংলাদেশের হয়ে খেলবেন হামজা
দেশে ফিরলেন হামজা চৌধুরী, সিলেটে উচ্ছ্বাস
৫০০ মিলিয়ন ডলারের বিনিয়োগে সৌদির ক্রিকেট বিপ্লব
৯১ রানে অলআউট, ৯ উইকেটে হারল পাকিস্তান
সুপার ওভারে এক রানও করতে পারল না বাহরাইন
সাফ গেমসের প্রস্তুতির জন্য ছয় মাস
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যুবাদের সিরিজের সূচি ঘোষণা