মে.হো ০৬ এপ্রিল ২০২৫ ০৯:১৪ পি.এম
আন্তর্জাতিক ডেস্ক
যদিও ঐতিহাসিকভাবে ইসরায়েল ও আশপাশের মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক বৈরিতায় ভরা, তবুও সাম্প্রতিক সময়ের কূটনৈতিক সমঝোতা, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ এই সম্পর্কের নতুন রূপরেখা তৈরি করছে।
ফিলিস্তিনে গাজা ও পশ্চিম তীরে মানবিক বিপর্যয় চলমান থাকা সত্ত্বেও, কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে—পরোক্ষ বা গোপন এই সহযোগিতা ইসরায়েলের আগ্রাসী অবস্থানকে আরও জোরালো করছে বলে বিশ্লেষকরা মনে করেন।
২০২০ সালের ‘আব্রাহাম চুক্তি’ ছিল এই পরিবর্তনের সূচনা। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। চুক্তির পর দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়ে ২০২৪ সালের মধ্যে ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
২০২৫ সালের জানুয়ারিতে, আমিরাতের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা ইসরায়েলি প্রযুক্তি কোম্পানি 'থার্ডআই সিস্টেমস'-এ ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করে। এতে ইসরায়েলের সামরিক শিল্পের শক্তি আরও বাড়ে।
মিসর ও জর্ডান, যারা অনেক আগেই ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছেছে, তারাও অর্থনৈতিক লেনদেন অব্যাহত রেখেছে। ২০২৪ সালে মিসর ইসরায়েলে গ্যাস রপ্তানি ১২% বাড়ায়। জর্ডানও কৃষি ও পানি বণ্টন নিয়ে চুক্তির মাধ্যমে সম্পর্ক বজায় রাখে।
সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি না দিলেও, ইরানকে ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে গোপনে গোয়েন্দা সহযোগিতায় যুক্ত হয়েছে বলে ধারণা করা হয়। এমনকি ২০২৪ সালে ইরানি ড্রোন হামলা ঠেকাতে সৌদি ও জর্ডানের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
এছাড়া মরক্কো ও বাহরাইনও কূটনৈতিক স্বীকৃতির মধ্য দিয়ে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে বৈধতা দিতে ভূমিকা রাখে।
আরব অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও ইসরায়েলের অস্ত্র সরবরাহের সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বিশেষ করে সৌদি আরবের প্রিন্স সুলতান বেস ও কাতারের আল উদেইদ ঘাঁটি এই প্রসঙ্গে আলোচনায় আসে।
তুরস্কও ফিলিস্তিনের প্রতি সহানুভূতি প্রকাশ করলেও গাজায় সংঘর্ষ চলাকালেও ইসরায়েলের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখে। কিছু প্রতিবেদনে বলা হয়, তুরস্কের বন্দর থেকে ইসরায়েলে পণ্য ও সম্ভাব্য সামরিক সরঞ্জাম রপ্তানি হয়েছে।
এই ঘনিষ্ঠতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানবিরোধী অবস্থান। সৌদি আরব, আমিরাত ও বাহরাইনের মতো দেশগুলো ইরানকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে।
অন্যদিকে, জর্ডান ও মিসরের মতো দেশগুলো অর্থনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সংঘাত এড়িয়ে চলে, যা পরোক্ষভাবে ইসরায়েলের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করে।
তবে এসব দেশের সাধারণ জনগণ বহু ক্ষেত্রেই এই সহযোগিতাকে সমর্থন করে না। বরং ফিলিস্তিনের প্রতি সহানুভূতির কারণেই সরকারগুলো নিজেদের কূটনৈতিক সিদ্ধান্ত গোপনে নেয় কিংবা কেবল প্রতীকী প্রতিবাদে সীমাবদ্ধ রাখে।
বিশেষজ্ঞদের মতে, এই দ্বিমুখী আচরণ আরব বিশ্বের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। একদিকে জনতার সংহতি, অন্যদিকে রাষ্ট্রীয় স্বার্থে ইসরায়েলপ্রীতি—এই দ্বন্দ্ব পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
যদিও ইসরায়েলকে ঘিরে রয়েছে মুসলিম দেশসমূহ, তবুও বাস্তবতা হলো—আঞ্চলিক রাজনীতি, নিরাপত্তা ও অর্থনীতির কৌশলগত চালগুলোই তাকে আজ আরও সাহসী করে তুলছে। এই সহযোগিতাগুলো একদিকে ফিলিস্তিনের ওপর নির্যাতনের পথ উন্মুক্ত করছে, অন্যদিকে মানবতার বিরুদ্ধে দাঁড়িয়ে একটি বড় প্রশ্ন তুলছে: কারা আজ ইসরায়েলকে শক্তিশালী করছে এবং মানবতার বিপরীতে অবস্থান নিচ্ছে?
ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দায় স্বীকার হুথির
ত্রাণ নিয়ে গাজার উদ্দেশে রওনা হওয়া জাহাজে বোমা হামলা
শাহবাজ ও জয়শঙ্করকে যে বার্তা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ভারতের আকাশসীমায় চলবে না পাকিস্তানি বিমান
এবার পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প!
কলকাতায় হোটেলে আগুন, প্রাণ গেলো ১৪ জনের
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯
গুলি করে ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
ইরানে বিস্ফোরণ: নিহত বেড়ে ৭০, আহত ১২০০
পেহেলগামে হামলা ঘিরে কাশ্মীরে ব্যাপক ধরপাকড়, ভাঙা হচ্ছে বাড়ি
পরপর ৪ রাত ভারত ও পাকিস্তান সীমান্তে গোলাগুলি
ইরানে বন্দর বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২৫, আহত ৮ শতাধিক
ইরানে বন্দরে বিস্ফোরণ: নিহত অন্তত ৪, আহত পাঁচশ’র বেশি
ইরানে বন্দরে বিস্ফোরণ, ব্যাপক প্রাণহানির শঙ্কা
ভারতকে কঠোর বার্তা দিল পাকিস্তান
লাখো অনুসারীর সমবেত প্রার্থনায় অনন্ত যাত্রায় পোপ ফ্রান্সিস
পানিবণ্টন চুক্তি স্থগিত হলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো
ফের নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তান গোলাগুলি
ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ইরানের
পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
গাজায় এখন পর্যন্ত ৫১৩৫৫ ফিলিস্তিনি নিহত, আহত ১১৭২৪৮
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
বাংলাদেশকে দেওয়া সহায়তা নিয়ে স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন
তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরির হুঁশিয়ারি রাশিয়ার
কাশ্মীরে হামলা: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫ পদক্ষেপ
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত
না ফেরার দেশে পাড়ি জমালেন পোপ ফ্রান্সিস
যুক্তরাষ্ট্রে ফের ট্রাম্পবিরোধী বিক্ষোভ
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৮০
ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে দু'জন নিহত