M.A. ১৮ এপ্রিল ২০২৫ ০১:৪৩ পি.এম
এনএস রিপোর্ট
ছয় দফা দাবিতে আন্দোলনকারী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সন্তুষ্ট নন। তাই তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এই নতুন কর্মসূচি অনুযায়ী আজ জুমার নামাজের পর সারাদেশে বিক্ষোভ মিছিল করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠক ফলপ্রসু না হওয়া ও কুমিল্লা বিভাগীয় পলিটেকনিকগুলোর শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মশালমিছিল করেছেন তারা। বৃহস্পতিবার বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মশালমিছিল হয়।
এ বিষয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন জানান, আজ শুক্রবার জুমার নামাজের পর দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একযোগে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করবেন।
এর আগে ছয় দফা দাবিতে গত বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। এর ফলে তীব্র যানজটে পড়ে দিনভর ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। পরে তারা সারা দেশে বৃহস্পতিবার ‘রেল ব্লকেড’ বা রেলপথ অবরোধ করার ঘোষণা দেন। তবে শিক্ষা উপদেষ্টা আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করতে চাইলে তারা বৈঠকের আগপর্যন্ত রেল ব্লকেড কর্মসূচি শিথিল করেন।
এদিকে, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক থাকায় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) মন্ত্রণালয়ে ছিলেন না। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলামও ঢাকার বাইরে থাকায় বৈঠক করেন অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিন। কিন্তু সে বৈঠক ফলপ্রসু হয়নি।
বৈঠক শেষে শিক্ষার্থীদের একজন প্রতিনিধি মাসফিক ইসলাম সাংবাদিকদের জানান, তাদের প্রস্তাব দেওয়া হয়েছিল, শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করানো হবে। কিন্তু তারা শিক্ষা উপদেষ্টা উপস্থিত হননি। সচিব যেহেতু রংপুরে, তিনিও উপস্থিত হতে পারেননি। যারা সংশ্লিষ্ট তাদের সঙ্গে কিছু বিষয়ে আলোচনা হলেও তারা কোনো ‘পেপার ওয়ার্ক’ দেখাতে পারেননি। কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিচ্ছে, সেটার কোনো প্রমাণাদি নেই। তাই শিক্ষার্থীরা কোনো দৃশ্যমান ফলাফল না পাওয়ায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়অর সিদ্ধান্ত নিয়েছেন।
কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হলেন চুয়েট অধ্যাপক হযরত আলী
এবার দেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইউআইইউ
আজ প্রতিবাদী গণমিছিল নিয়ে মাঠে নামবে পলিটেকনিক শিক্ষার্থীরা
৬ দফা দাবি নিয়ে ফের মাঠে পলিটেকনিক শিক্ষার্থীরা
পদত্যাগের করেও রেহাই নেই ইউআইইউ’র শিক্ষকদের!
ফের হামলার শিকার কুয়েটের ৪ শিক্ষার্থী
কলেজের অ্যাডহক কমিটিতে রাখতে হবে চিকিৎসক, প্রকৌশলী ও আইনজীবী
কুয়েট ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি, প্রজ্ঞাপন জারি
ঈদুল আজহা থেকে বোনাস বাড়ছে এমপিও শিক্ষকদের
কুয়েটের ভিসি ও প্রো-ভিসি'র পদত্যাগ
কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে সরিয়ে দেওয়া হচ্ছে
পারভেজ হত্যার প্রধান আসামি গাইবান্ধা থেকে গ্রেপ্তার
শিক্ষা উপদেষ্টার অনুরোধ প্রত্যাখ্যান কুয়েট শিক্ষার্থীদের
পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে 'শাহবাগ ব্লকেড'
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন সাময়িক স্থগিত
সংঘর্ষ-সহিংসতা এড়াতে ২ দিনের জন্য সিটি কলেজ বন্ধ
ফের ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত দুইজন ঢামেকে
দাবি আদায় করেই অনশন ভাঙবেন কুয়েট শিক্ষার্থীরা!
প্রাইম এশিয়ার ছাত্র হত্যায় বৈষম্যবিরোধী-ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ
কাল মহাসমাবেশ করবে কারিগরি শিক্ষার্থীরা
এবার 'রাইজ ইন রেড' কর্মসূচি নিয়ে রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা
সারাদেশে কাফনের কাপড় পরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
জুমার নামাজের পর সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
এবার কাফনের কাপড় বেঁধে গণমিছিলের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
শিক্ষা উপদেষ্টা ও পলিটেকনিক শিক্ষার্থীদের বৈঠক শুরু
প্রাথমিক শিক্ষকদের বদলি আবেদন শুরু
ঢাকা পলিটেকনিকের নতুন অধ্যক্ষ সাহেলা পারভীন
পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধ কর্মসূচি শিথিল