L.M. ০৮ মে ২০২৫ ১২:১২ এ.এম
এনএস ডেস্ক
বাংলাদেশের রাজনীতিতে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ১৯৮৪ সাল থেকে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করে আসছেন। হয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী। রাজনীতিতে তার পদচারণা রাজকীয়। তবে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর থেকে রাজনীতির সঙ্গে তার দূরত্ব বাড়ে। এর মধ্যে দীর্ঘদিন ধরে ভুগছিলেন নানা জটিল রোগে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মামলা থেকে খালাস পান খালেদা জিয়া। এর পর চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। সেখানে উন্নত চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। তবে তার রাজনীতিতে ফেরা নিয়ে সবার মাঝে কৌতূহল তৈরি হয়েছে। আগামীতে রাজনীতিতে সক্রিয় হবেন কি না, সেটা নিয়ে যেমন দলীয় নেতাকর্মীদের মাঝে কৌতূলহল রয়েছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও এর চর্চা চলছে।
এ দিকে, বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া দেশে ফিরলেও দলীয় রাজনীতিতে সরাসরি সক্রিয় হবেন না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানই আগের মতো দল পরিচালনা করবেন।তবে বয়স ও স্বাস্থ্যগত কারণে রাজপথে না থাকলেও দলের প্রয়োজনে ভূমিকা রাখবেন চেয়ারপারসন খালেদা জিয়া।
দলটির অভ্যন্তরীণ সূত্র জানায়, বিএনপির অনেক নেতাই ধারণা করছিলেন, চেয়ারপারসন দেশে ফিরে তার গুলশানের অফিসে নিয়মিত বসবেন। তবে সেই সম্ভাবনা একেবারে নাকচ করে দিয়েছেন স্বয়ং তারেক রহমান। সম্প্রতি লন্ডন সফরে যাওয়া জামায়াত নেতাদের সামনে তারেক রহমানের এমন ইচ্ছা প্রকাশ পায় বলে জামায়াতের একটি বিশ্বস্ত সূত্র জানায়। তবে বিএনপির নেতারা বলছেন, খালেদা জিয়া বর্তমানে দলের চেয়ারপারসন। সুতরাং তিনি দেশে থাকা মানেই রাজনীতিতে থাকা। তিনি এখন বিএনপির রাজনীতির অভিভাবক।
দলের যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ বলেন, ‘আল্লাহ যদি নেত্রীর স্বাস্থ্য ভালো রাখেন তবে আমরা আশা করতে পারি তিনি গণতন্ত্র ও রাজনীতিতে আবারও নেতৃত্ব দেবেন।’
দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের শঙ্কা, জটিলতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার উপস্থিতি সংকট উত্তরণে সহায়ক হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কারণ, তিনি একজন মোটামুটি সর্বজনগ্রহণযোগ্য ও শ্রদ্ধেয় নেত্রী এবং গণতন্ত্রের জন্য তার দীর্ঘ লড়াই-সংগ্রাম রয়েছে। সুতরাং তার আগমনের ফলে জাতীয় নির্বাচনের দাবিটা আরও জোরালো হবে।
নারায়ণগঞ্জে আইভীকে গ্রেপ্তার করতে গিয়ে তোপের মুখে পুলিশ
এবার নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ
হাসনাতের নেতৃত্বে যমুনার সামনে চলছে অবস্থান কর্মসূচি
আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম
'মাহফুজ ও আসিফের সরকার থেকে সরে আসা উচিত'
ভারত-পাকিস্তান যুদ্ধ: শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের
রাজনীতিতে সক্রিয় হচ্ছেন না খালেদা জিয়া
এনসিপি রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন করেছে
বিএনপি নেতা যোগ দিলেন চরমোনাই পীরের দলে
এবার ৩৫ সংগঠন নিয়ে নতুন জোট 'জুলাই ঐক্য'
দেশের পথে খালেদা জিয়া, বরণে প্রস্তুত নেতাকর্মীরা
হাসনাতের ওপর হামলা: প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
খালেদা জিয়া মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আসছেন
সোমবার নয়, মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া
কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে আগামী সোমবার দেশে ফিরছেন বেগম জিয়া
মহাসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করল হেফাজতে ইসলাম
৪ দফা দাবিতে চলছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ
নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতার প্রতি সম্মান প্রদর্শন তারেক রহমানের
আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ‘জনতার আদালত’ তৈরির ঘোষণা এনসিপির
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল না হলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের
আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি
শ্রমিকরা বাঁচলে শিল্প বাঁচবে: জামায়াত আমির
বাংলাদেশের অস্তিত্ব গণতন্ত্রে যাওয়ার ওপরে নির্ভর করছে: মির্জা ফখরুল
অধ্যাপক ইউনূসকে দিয়ে সংস্কার হবে বিশ্বাস করি না: জি এম কাদের
‘জনগণ ও নির্বাচিত সরকারের কাছ থেকে করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে’
পরিবারের সম্পত্তি জব্দে জয়ের ক্ষোভ
নয়া পল্টনে লাখো মানুষ, ধানের শীষ ধ্বনিতে চারপাশে উল্লাস
আজ রাজধানীতে শ্রমিক দলের শোডাউন
এবার শেখ রেহানা, তার সন্তান ও ভাগ্নে-ভাগ্নির জমি জব্দের আদেশ
সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দফায় দফায় মারামারি