L.M. ১০ মে ২০২৫ ০৩:০৮ পি.এম
এনএস ডেস্ক
চিরবিদায় নিয়েছেন একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মেয়ে শারমিনী আব্বাসী জানান, শনিবার (১০ মে) ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
শুক্রবার (৯ মে) শ্বাসকষ্ট নিয়ে ওই হাসপাতালে ভর্তি হবার পর শনিবার (১০ মে) ভোরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে মুস্তাফা জামান আব্বাসীর বয়স হয়েছিল ৮৭ বছর।
তিনি দুই কন্যাসহ অসংখ্য ভক্ত এবং অনুরাগী রেখে গেছেন। তার স্ত্রী আসমা আব্বাসী গত বছর পরলোক গমন করেছেন।
মুস্তাফা জামান আব্বাসীর পিতা আব্বাসউদ্দিন আহমেদ পল্লীগীতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তার চাচা আব্দুল করিম ছিলেন পল্লীগীতি ও ভাওয়াইয়া- ভাটিয়ালির জনপ্রিয় শিল্পী।
তার বড় ভাই মোস্তফা কামাল ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি। তার বোন ফেরদৌসী রহমান ও ভাতিজি নাশিদ কামাল বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র।
মুস্তাফা জামান আব্বাসীর জন্ম ১৯৩৬ সালের ৮ ডিসেম্বর। ভারতের কোচবিহারের বলরামপুর গ্রামে জন্ম নেওয়া এই গুণী সঙ্গীতসাধকের ছোটবেলা কেটেছে কলকাতায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও এমএ ডিগ্রি অর্জনের পর হার্ভার্ড গ্রুপ থেকে মার্কেটিং বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেন।
তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।এ ছাড়া বেশকিছু বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
সঙ্গীতসাধক মুস্তাফা জামান আব্বাসীর ধ্যান-জ্ঞান ছিল বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গীত। তার কন্ঠে ভাটিয়ালি-ভাওয়াইয়া, নজরুল গীতি যেন ভিন্ন এক প্রাণ পেতো।
তিনি দীর্ঘ প্রায় ৫০ বছর ফোক মিউজিক রিসার্চ গ্রুপের নেতৃত্ব দিয়েছেন। এদেশের প্রচলিত এবং হারিয়ে যাওয়া কয়েক হাজার লোকগানের সংগ্রাহক তিনি।
ইউনেস্কোর বাংলাদেশ ন্যাশনাল কমিটি অব মিউজিকের সভাপতি মুস্তাফা জামান আব্বাসী বাংলাদেশ টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় উপস্থাপক ছিলেন। তার উপস্থাপনা এবং গবেষণায় বিটিভির 'ভরা নদীর বাঁকে', 'আমার ঠিকানা', 'আপন ভুবন' অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করেছে।
এসব অনুষ্ঠানের মাধ্যমে দর্শক যেমন নানা ধরনের মৌলিক গান শুনতে পেয়েছেন, তেমনি বাংলা গানের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কেও জ্ঞান অর্জন করতে পেরেছেন।
ফোক সং বা লোকগানের নির্ভরযোগ্য গবেষক মুস্তাফা জামান আব্বাসী লেখক হিসেবেও সুপ্রতিষ্ঠিত ছিলেন। তার লেখা গ্রন্থ 'লোকসঙ্গীতের ইতিহাস', 'ভাটির দ্যাশের ভাটিয়ালি', 'রুমির অলৌকিক বাগান', উপন্যাস 'হরিনাক্ষি', স্মৃতিকথা 'স্বপ্নরা থাকে স্বপ্নের ওধারে' এবং ইংরেজি জীবনী পাঠকপ্রিয়তা অর্জন করেছে।
আজীবন সঙ্গীতের সঙ্গে বসবাস করা মৃদুভাষী মুস্তাফা জামান আব্বাসী দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে আপন আলোয় অত্যন্ত সম্মানজনক ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। তার হাসিভরা মুখ, বিনয়ী ব্যবহার মুহূর্তের মধ্যে যে কোনো মানুষকে মুগ্ধ করতো। শুধুমাত্র সঙ্গীতশিল্পী বা সঙ্গীত গবেষক হিসেবে তিনি নিগূঢ় জ্ঞান রাখতেন তা-ই নয়, বরং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কেও যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন।
আর সে কারণে আড্ডা বা আলোচনায় খুব অল্প সময়ের মধ্যে তিনি যে কারো দৃষ্টি আকর্ষণে সক্ষম হতেন।
মুস্তাফা জামান আব্বাসীর চিরবিদায়
চলচ্চিত্র পরিচালক সমিতিতে নতুন নেতৃত্ব
নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মেহনতি মানুষের প্রতি সম্মান জানালেন ডিপজল
এবার হত্যাচেষ্টা মামলা ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে
মেঘনা আলম কারামুক্ত
'স্বপ্ন যার, ফ্রিজ তার' স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক
'জলকন্যার রূপের দ্যুতি'
এফডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করছে সরকার: তথ্য উপদেষ্টা
সৃজিত মুখার্জির নজর আলেকজান্দ্রা টেলরে
ঈদের ছুটিতে ‘গজনী অবকাশে’ রেকর্ড সংখ্যক পর্যটক
আর অভিনয়ে দেখা যাবে না সোহেল রানাকে
চাঁদরাতের আগেই মুক্তি পেল 'চাঁদ মামা'
অস্কার জয়ী এ আর রহমান হাসপাতালে
বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি চলচ্চিত্র শিল্পীদের
বাবা হারালেন রুনা খান
ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ
আজমীর তারেক চৌধুরী GIPA এর সদস্য হিসেবে মনোনীত
আজ অভিনেত্রী মেহজাবীনের বিয়ে
প্রেম আর বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে বিরক্ত শবনম ফারিয়া
প্রেম করতে চান, তবে বিয়ে নয়; কারণ জানালেন শ্রীলেখা
‘আমার ভাষার গান ২০২৫’—টিএসসিতে মাতাবে জনপ্রিয় ব্যান্ডগুলো
বিয়ের প্রস্তুতি নিচ্ছেন কৃতি শ্যানন
আগে সেটেল, তারপর বিয়ে: পূজা চেরি
সঙ্গীতশিল্পী শাকিরা হাসপাতালে
আগামী সপ্তাহে মেহজাবীনের বিয়ে!
শাহবাজ সানীর অকাল প্রয়াণ
ঋত্বিক ঘটক স্মরণে কাওসার আহমেদ চৌধুরীর অপ্রকাশিত গান এফএম রেডিওতে
না ফেরার দেশে ‘আমি বাংলায় গান গাই’ শিল্পী প্রতুল
এবার হলিউডের পর্দায় শেখ ফরিদ পলক