L.M. ১৭ মে ২০২৫ ০৮:৫৭ পি.এম
এনএস ডেস্ক
জাতীয় সঙ্গীতসহ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র রোধের প্রত্যয় এবং বগুড়ায় উদীচী আয়োজিত কর্মসূচিতে মৌলবাদীদের হামলার প্রতিবাদে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
শনিবার (১৭ মে) বিকাল সাড়ে ৪টায় সত্যেন সেন চত্বরে (জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে) এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের অন্যান্য ক্রিয়াশীল সংগঠনসমূহের নেতা-কর্মীরাও অংশ নেন।
সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এ দিনের কর্মসূচি শুরু হয়। এরপর উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। এছাড়া কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং সাবেক যুব নেতা গোলাম রাব্বি খান বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরোধীতা করা থেকে শুরু করে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতসহ এদেশের আপামর জনসাধারণের প্রাণের সব বিষয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। একটি ধর্মান্ধ স্বার্থান্বেষী গোষ্ঠী ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানের মূল সুরকে বিকৃত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তারা বলেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি গ্রহণ করে উদীচীসহ কয়েকটি সংগঠন। সেখানেও জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেয় ছাত্রশিবির এবং ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। শুধু তাই নয়, বগুড়ায় উদীচীর জেলা কার্যালয়েও ভাঙচুর চালায় ওই গোষ্ঠী।
আলোচনা সভা থেকে এসব ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে মাহমুদ সেলিম বলেন, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত কারো দানে পাওয়া না- ৩০ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এগুলো অর্জন করা হয়েছে। কিন্তু, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই মৌলবাদী-স্বার্থান্বেষী ধর্মান্ধ গোষ্ঠী জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা পরিবর্তন করা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের মূল সুরকে নস্যাৎ করার চক্রান্তে লিপ্ত। কিন্তু, দুর্ভাগ্যজনকভাবে এসব কর্মকাণ্ড প্রতিরোধে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা যাচ্ছে না।
স্বাধীনতা-সার্বভৌমত্বকে কোনোভাবেই নস্যাৎ হতে দেয়া যাবে না মন্তব্য করে তিনি আরো বলেন, দেশের যে কোনো সংকটে উদীচীর কর্মীরা সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে রাস্তায় থেকেছে। তাই, যত আঘাতই আসুক না কেন, মানুষের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড সংগঠিত হলে উদীচী সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার সংগ্রাম অব্যাহত রাখবে।
সমাবেশ শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এ কর্মসূচির ইতি টানা হয়।
সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ
প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এনসিপির আহবায়ক
মহার্ঘ ভাতা পাওয়ার কারণে বাতিল হবে যে সুবিধা
হলফনামায় গরমিল: হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিকে দুদকের চিঠি
৪৮ ঘন্টা আন্দোলন স্থগিত ঘোষণা ইশরাকের
ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান
করিডোর নিয়ে কারও সঙ্গে কথা হয়নি: নিরাপত্তা উপদেষ্টা
উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ চাইলেন ইশরাক
আন্দোলনে যোগ দিলেন ইশরাক হোসেন, সমর্থকদের উল্লাস
তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রীর দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে দুদকের চিঠি
শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা
মেয়র হিসেবে শপথ: এবার সমর্থকদের সঙ্গে মাঠে নামছেন ইশরাক
ইশরাককে মেয়র পদে শপথ না পড়ানোর রিটের আদেশ বৃহস্পতিবার
মৎস্য ভবন মোড় অবরোধ ও কাকরাইল মোড়ে অবস্থান ইশরাক সমর্থকদের
ছুটিতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব জসীম, ভারপ্রাপ্ত নজরুল
দাবি না মানলে ঢাকা অচল করার হুমকি ইশরাক সমর্থকদের
দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা
কাল থেকে শুরু হচ্ছে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
৫ এএসপি ছেড়ে দিলেন পুলিশের চাকরি
মেয়র পদে ইশরাককে শপথ না পড়ানোর রিটের আদেশ আগামীকাল
'সরাসরি সম্প্রচার করা যাবে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম'
নুসরাত ফারিয়া কারাগার থেকে মুক্তি পেলেন
যমুনায় যেতে বাধা, কাকরাইলে অবস্থান নিলেন গার্মেন্টস শ্রমিকরা
'আওয়ামী লীগের দোসর' আমলা-কর্মকর্তাদের নাম প্রকাশ করলো জুলাই ঐক্য
সাবেক এমপি লায়লা পারভীন সেজুঁতি গ্রেপ্তার
পাখির আঘাতে ইঞ্জিনে আগুন, উড্ডয়নের পরপরই বিমানের জরুরি অবতরণ
ভোট চুরির অভিযোগে টাঙ্গাইলে শেখ হাসিনার নামে মামলা
পাকিস্তানের এয়ারসিয়াল বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেলো
ডিএসসিসির মেয়র পদ: ফেসবুকে ইশরাক, আসিফ, সারজিস ও হাসনাতের লড়াই
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো নিয়ে যে যা বললেন