সুরা আততাহরিমে আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ! তোমরা নিজেদের ও পরিবার-পরিজনকে রক্ষা কর আগুন থেকে। যার ইন্ধন হবে মানুষ ও পাথর। যাতে নিয়োজিত আছে কঠোর স্বভাব ও নির্মম হৃদয়ের ফেরেশতা, যারা অমান্য করে না আল্লাহ যা আদেশ করেন।’ আয়াত ৬।
কোরআনের এই আয়াতে মুসলমানদের সম্বোধন করে বলা হয়েছে, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে রক্ষা করো। অতঃপর জাহান্নামের আগুনের ভয়াবহতা উল্লেখ করে এ কথাও বলা হয়েছে, যাদের জন্য জাহান্নাম অবধারিত হবে, তারা কোনো শক্তি, নেতা, দল ও ঘুষের মাধ্যমে জাহান্নামে নিয়োজিত কঠোর ফেরেশতাদের কবল থেকে আত্মরক্ষা করতে পারবে না। এ আয়াত থেকে প্রকাশ পায়, আল্লাহর আজাব থেকে শুধু নিজেকে রক্ষার জন্য প্রচেষ্টা চালানোর মধ্যেই কোনো মানুষের দায়িত্ব ও কর্তব্য সীমাবদ্ধ নয়। বরং যার কাছে যে পরিবারের দায়িত্ব, তার সদস্যরা যাতে আল্লাহর প্রিয় মানুষরূপে গড়ে উঠতে পারে, সাধ্যমতো সেই শিক্ষা দেওয়াও তার কাজ। হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা প্রত্যেকেই রাখাল বা দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনস্ত লোকদের সম্পর্কে জবাবদিহি করতে হবে। শাসকও রাখাল বা দায়িত্বশীল। তাকে তার অধীনস্ত লোকদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। স্ত্রী তার স্বামীর বাড়ি এবং তার সন্তান-সন্ততির তত্ত্বাবধায়ক। তাকে তাদের ব্যাপারে জবাবদিহি করতে হবে।’ -সহিহ বুখারি
এই আয়াত থেকে আরেকটি বিষয় প্রকাশ পায়, আল্লাহতায়ালা মুসলমানদের যেসব কাজ করতে নিষেধ করেছেন, তারা যেন তাদের পরিবারের সদস্যদেরও সেসব কাজ করতে নিষেধ করে এবং যেসব কাজ করতে আদেশ করেছেন, তারাও যেন পরিবারের সদস্যদের সেগুলো করতে আদেশ করে। তাহলে এই কর্মপন্থা তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে। -ইবন কাসির
হাদিসে বর্ণিত হয়েছে, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহতায়ালা ঐ ব্যক্তির ওপর রহম করুন, যে ব্যক্তি নিজে রাতে নামাজ আদায় করতে দাঁড়িয়েছে এবং তার স্ত্রীকেও জাগিয়েছে। সে যদি দাঁড়াতে অস্বীকার করে তবে তার মুখে পানি ছিটিয়েছে। আল্লাহতায়লা ঐ মহিলার ওপরও রহম করুন, যে মহিলা নিজে রাতে নামাজ আদায় করতে দাঁড়িয়েছে এবং তার স্বামীকেও জাগিয়েছে। যদি সে দাঁড়াতে অস্বীকার করে তবে তার মুখে পানি ছিটিয়েছে।’- সুনানে আবু দাউদ
তাই নামাজের সময় হলে নিজে নামাজ পড়ার পাশাপাশি পরিবারের সদস্যদেরও নামাজের জন্য তাগাদা দেওয়া আবশ্যক। হাদিসে বর্ণিত হয়েছে, ‘হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বেতরের নামাজ পড়তেন তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাকতেন এবং বলতেন, হে আয়েশা! দাঁড়াও এবং বেতর আদায় করো।’ -সহিহ মুসলিম
আমরা যদি আমাদের পরিবারের সব সদস্যের প্রতি এভাবে খেয়াল রাখি তাহলে তারা নিয়মিতভাবে ধর্মীয় বিধিনিষেধ পালনে অভ্যস্ত হয়ে উঠবে। আর এভাবে যদি একটি পরিবারের সব সদস্য ধর্মীয় বিধান পালনে নিজেদের নিয়োজিত করে তাহলে পর্যায়ক্রমে সমাজের সবার মধ্যে এই অভ্যাস ছড়িয়ে পড়বে। তখন আমরা একটি আলোকিত সমাজ পাব। যে সমাজের সবার মধ্যে থাকবে ধর্মভীতি ও ধর্মচর্চা। আর তাদের থেকে দূর হবে সব ধরনের অরাজকতা।
নবীন নিউজ/পি
ইসলাম ধর্মে শ্রমিকের অধিকার
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি পৌঁছেছে
আজ থেকে হজ ফ্লাইট শুরু
২৯ এপ্রিল থেকে শুরু হজ ফ্লাইট, এবারও ঢাকায় ইমিগ্রেশন
শ্রীমঙ্গলের ক্যাথলিক মিশনে ইস্টার সানডে পালিত
শাওয়াল মাসে ছয়টি রোজার বিশেষ সওয়াব
গোর-এ-শহীদে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত
ঈদের প্রথম জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ
যেভাবে আদায় করব ফিতরা
জুমাতুল বিদার মাহাত্ম্য
ঐতিহাসিক বদর দিবস আজ
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া দপ্তর
ফজরের আজানের সময় সেহরি খেলে রোজার বিধান কী?
রোজার প্রকৃত উদ্দেশ্য
জাকাত: ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান
প্রথম তারাবিতে মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড়
আগাম রোজা পালন পিরোজপুরের ১০ গ্রামে
সৌদির সঙ্গে কাল রোজা রাখবেন ভোলার ৫ হাজার মানুষ
সৌদিতে শনিবার থেকে রোজা
রমজানে অফিস সময় নির্ধারণ
পহেলা মার্চ রোজা, ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের
রোজায় ওমরাহ পালনকারীদের বরণ করতে সৌদি আরবের প্রস্তুতি
দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা
সৌভাগ্যের রজনী পবিত্র শবে-বরাত আজ
দুপুরে আখেরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
আমিন আমিন ধ্বনিতে মুখরিত হল টঙ্গীর তুরাগতীর
রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
মধ্যরাত থেকে ইজতেমা এলাকায় বন্ধ থাকবে গণপরিবহন
টঙ্গীর তুরাগে বিশ্ব ইজতেমা শুরু কাল