নিউজ ডেক্স ০৬ এপ্রিল ২০২৪ ১১:৪৯ এ.এম
আর মাত্র কয়েকদিন পরেই ঈদুল ফিতর। কলকাতায় এখন প্রচণ্ড গরম। এই গরমেও জমে উঠেছে নিউমার্কেট চত্বরসহ কলকাতার বিভিন্ন শপিংমলের ঈদের বাজার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইতোমধ্যেই লোকজন কেনাকাটা করতে শুরু করে দিয়েছেন।
ঈদুল ফিতরের আগে কলকাতার নিউ মার্কেট চত্বরে বাংলাদেশি পর্যটক তেমন ভাবে না থাকলেও ভিড় চোখে দেখার মতো। কলকাতা নিউমার্কেট চত্বরে এক কাপড় ব্যবসায়ীর মতে, গত বছরের থেকে এবারের ব্যবসা ভালো হয়েছে তাদের। প্রত্যেকবার ঈদের শেষের দিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলো থেকে ক্রেতারা ঈদের বাজার করতে শপিংমলে বেশি আসেন।
কিন্তু এবার নিউমার্কেট চত্বরে শপিংমলে ও সেখানকার বিভিন্ন গার্মেন্টসের দোকানে বাংলাদেশি পর্যটকদের পাশাপাশি কলকাতার বিভিন্ন জেলার স্থানীয়দের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে খুশি ব্যবসায়ীরা।
ঈদুল ফিতর উপলক্ষে শহরের বিভিন্ন শপিংমলসহ নানা ধরনের পোশাকের দোকানে কেনাকাটার উপর পণ্যে ছাড় দেওয়া হচ্ছে। ফলে সবমিলিয়ে কলকাতায় ঈদের বাজার বেশ জমজমাটই বলা যায়।
বিক্রেতারা বলছেন, সকালের দিকে কেনাবেচা একটু জমলেও বেলা বাড়তেই ক্রেতারা উধাও হয়ে যান। আবার বিকেল ৫টার দিকে ভিড় বাড়তে থাকে। এরপর থেকে রাত ১১টা পর্যন্ত রাস্তায় চলা দায় হয়ে ওঠে নিউমার্কেট চত্বরে।
প্রভাব নেই ‘বয়কট ভারত’ আন্দোলনের
বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভারতীয় পণ্য বয়কটের ট্রেন্ড চলছে। তবে এর কারণে কলকাতায় ব্যবসা-বাণিজ্যে তেমন কোনো প্রভাব পড়ছে না বলেই জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা।
এক প্রশ্নের জবাবে রাজেশ কুমার তিওয়ারি বলেন, এগুলো ইউটিউব এবং ফেসবুকে যারা ছাড়ে, তারা নোংরামি করে। ভারত-বাংলাদেশের আগে যে সম্পর্ক ছিল, সেটাই আছে। এতে আমাদের বাজারে কোনো প্রভাব পড়েনি। এত বছর ধরে ব্যবসা করছি, এই বয়কটের কথা আমি প্রথম শুনছি। আগে এগুলো শুনিনি।
সরেজমিনে দেখা গেছে, কলকাতার নিউমার্কেট চত্বরে শ্রী লেদার্স, সাউথসিটি মল, কয়েস্ট মল, এমবাজার, বাজার কলকাতা, সিমপার্ক মল, সিটি সেন্টার, বিশালসহ বিভিন্ন বিপণিবিতানে বাংলাদেশি পর্যটকরা ঈদের কেনাকাটা করছেন। জুতা থেকে শুরু করে থ্রি-পিস, নারীদের ব্যাগ, বিভিন্ন প্রসাধনী সামগ্রী, পাঞ্জাবিসহ নানা জিনিস কিনতে দোকানে দোকানে ভিড় করছেন তারা।
কলকাতায় ঈদের বাজার করতে এসেছেন বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচরের বাসিন্দা ইমাম হুসেন। তিনি বলেন, আমি প্রতিবারই ঈদের আগে কলকাতায় পোশাক কিনতে আসি। এখানে পোশাকের দাম কম এবং ভ্যারাইটিও থাকে অনেক। কেনাকাটা করে ফের বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবো। দেশে পরিবারের সঙ্গেই ঈদ করবো।
ভারতীয় পণ্য বর্জনের বিষয়ে ইমাম হুসেন বলেন, এটি এক শ্রেণির লোকদের তৈরি। এতে তেমন কোনো প্রভাব পড়বে না। একটি অপপ্রচার চলছে। এই অপপ্রচার আমাদের সবাইকে মিলে রোধ করতে হবে। যারা মুখে বলছে বয়কটের কথা, তারাও দেখবেন কলকাতায় এসে কেনাকাটা করছে।
বাংলাদেশের ঢাকার বাসিন্দা ইলিয়াস তার বন্ধুদের সঙ্গে কলকাতায় ঈদের কেনাকাটা করতে এবং ঘুরতে এসেছেন। তিনি বলেন, ঈদের কেনাকাটা করলাম। নিজের এবং পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন জিনিস কেনা হয়েছে। ঈদের আগেই দেশে ফিরে যাবো এবং পরিবারের সঙ্গে ঈদ করবো।
সপরিবারে নিউমার্কেটে কেনাকাটা করতে এসেছিলেন বাংলাদেশের চট্টগ্রামের এক বাসিন্দা । মা, স্ত্রী এবং মেয়ের জন্য একাধিক পোশাক কিনেছেন তিনি। মেয়ের জন্য শ্রী লেদার্সের ব্যাগ কিনে ফেরার পথে তানবীর বলেন, আমি প্রায়ই ব্যক্তিগত কাজে কলকাতা আসি। এবার কাজের ফাঁকে পরিবার নিয়ে ঘুরেও গেলাম এবং ঈদের কেনাকাটাও করা হলো। তবে ঈদ আমরা দেশে গিয়েই উদযাপন করবো।
নবীন নিউজ/জেড
সিন্ধু নদে বাঁধ দিলে হামলা চালাবে পাকিস্তান
ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দায় স্বীকার হুথির
ত্রাণ নিয়ে গাজার উদ্দেশে রওনা হওয়া জাহাজে বোমা হামলা
শাহবাজ ও জয়শঙ্করকে যে বার্তা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ভারতের আকাশসীমায় চলবে না পাকিস্তানি বিমান
এবার পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প!
কলকাতায় হোটেলে আগুন, প্রাণ গেলো ১৪ জনের
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯
গুলি করে ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
ইরানে বিস্ফোরণ: নিহত বেড়ে ৭০, আহত ১২০০
পেহেলগামে হামলা ঘিরে কাশ্মীরে ব্যাপক ধরপাকড়, ভাঙা হচ্ছে বাড়ি
পরপর ৪ রাত ভারত ও পাকিস্তান সীমান্তে গোলাগুলি
ইরানে বন্দর বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২৫, আহত ৮ শতাধিক
ইরানে বন্দরে বিস্ফোরণ: নিহত অন্তত ৪, আহত পাঁচশ’র বেশি
ইরানে বন্দরে বিস্ফোরণ, ব্যাপক প্রাণহানির শঙ্কা
ভারতকে কঠোর বার্তা দিল পাকিস্তান
লাখো অনুসারীর সমবেত প্রার্থনায় অনন্ত যাত্রায় পোপ ফ্রান্সিস
পানিবণ্টন চুক্তি স্থগিত হলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো
ফের নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তান গোলাগুলি
ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ইরানের
পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
গাজায় এখন পর্যন্ত ৫১৩৫৫ ফিলিস্তিনি নিহত, আহত ১১৭২৪৮
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
বাংলাদেশকে দেওয়া সহায়তা নিয়ে স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন
তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরির হুঁশিয়ারি রাশিয়ার
কাশ্মীরে হামলা: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫ পদক্ষেপ
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত
না ফেরার দেশে পাড়ি জমালেন পোপ ফ্রান্সিস
যুক্তরাষ্ট্রে ফের ট্রাম্পবিরোধী বিক্ষোভ
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৮০