নিউজ ডেক্স ৩০ এপ্রিল ২০২৪ ০২:৩০ পি.এম
প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের নির্বাচনেও কেন্দ্রের নির্দেশনার তোয়াক্কা করছেন না এমপি-মন্ত্রীর স্বজনরা। এই ধাপেও তাদের অন্তত ৩০ জন ভোটের মাঠে রয়েছেন। আর এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত হবে।
বৈঠকে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া এমপি-মন্ত্রীর স্বজনদের তালিকা তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর।
জানা গেছে, বৈঠকে দলের নির্দেশ অমান্য করে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এমপি-মন্ত্রীদের যেসব স্বজন প্রার্থী হয়েছেন তাদের বিষয়ে চূড়ান্ত নির্দেশ আসতে পারে। সে ক্ষেত্রে কারণ দর্শানোর নোটিশ ও বহিষ্কারের মতো সিদ্ধান্ত আসতে পারে বলে আওয়ামী লীগের একাধিক নেতা আভাস দিয়েছেন।
প্রসঙ্গত, দলীয় সিদ্ধান্ত মেনে নিজের শ্যালককে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নাটোরের সিংড়া উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মন্ত্রীর শ্যালক লুৎফুল হাবিব রুবেল।
তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাসহ একাধিক এমপি-মন্ত্রীকে বিপরীত অবস্থান নিতেও দেখা গেছে। দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান ও চাচাতো ভাই পাভেলুর রহমান শফিক খান মাদারীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
শাজাহান খান একাধিকবার সাংবাদিকদের বলেছেন, আত্মীয়দের প্রার্থী হওয়া দোষের নয়। আত্মীয় প্রার্থীরা যদি আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে দীর্ঘ সময় জড়িত থাকেন, তাদের যদি জনপ্রিয়তা থাকে, তাহলে তারা কেন ভোট করতে পারবেন না? তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আজকের বৈঠকে এ বিষয়ে নিজের যুক্তি তুলে ধরবেন বলেও জানিয়েছেন।
কেন্দ্রীয় নেতারা বলছেন, আগে দলীয় সিদ্ধান্ত যারা অমান্য করেছেন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে, যদিও তা সবার ক্ষেত্রে সমান হয়নি। অর্থাৎ সবাইকে বহিষ্কার কিংবা অব্যাহতি দেয়া হয়নি। তবে কোনো না কোনো ব্যবস্থা নেয়া হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এমপি-মন্ত্রীর স্বজনদের যারা শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াননি তাদের বিষয়ে দল অবশ্যই ব্যবস্থা নেবে। তবে কার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে তার সিদ্ধান্ত নেবেন দলীয়প্রধান শেখ হাসিনা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ গণমাধ্যমে বলেন, দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবে দল। এ বিষয়ে কড়া বার্তা দেবে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে দেশি-বিদেশি অনেক বিষয়ে আলোচনা হয়। দেশের রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতি আলোচনায় গুরুত্ব পায়। উপজেলা নির্বাচন নিয়েও কথা হবে। বিশেষ করে এমপি-মন্ত্রী যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বজনদের প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন এবং যারা প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
কী ধরনের ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, শাস্তি সব সময় সমান হয় না। সামনে দলের সম্মেলন রয়েছে, থানা-জেলায় কমিটি হবে, নির্বাচন রয়েছে, নেতাদের কার্যক্রমের ওপর দলীয় ব্যবস্থা নেওয়া হয়। আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতারা এমপি-মন্ত্রী ও তাদের স্বজনদের তালিকা তৈরি করেছেন। দলের দপ্তরে তা জমা দেওয়া হবে। দলের কেন্দ্রীয় বৈঠকে তালিকা অনুযায়ী কথা হবে।
এদিকে প্রথম ধাপের নির্বাচনে এমপি-মন্ত্রীর স্বজনদের বিষয়ে দলের অবস্থান পরিষ্কার না হওয়ায় উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপেও ১১ জন স্বজনের প্রার্থী হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, দ্বিতীয় ধাপে কুমিল্লা সদর দক্ষিণে প্রার্থী হয়েছেন গোলাম সারোয়ার। তিনি কুমিল্লা-১০ আসনের এমপি সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সহোদর। এ জেলার বরুড়া উপজেলায় প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের শ্যালক হামিদ লতিফ ভূঁইয়া।
নিজের ভগ্নিপতিকে প্রার্থী করায় লক্ষ্মীপুর-২ আসনের এমপি নুর উদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে শেখ হাসিনা বরাবর লিখিত অভিযোগ করেছে স্থানীয় আওয়ামী লীগ।
নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খানের স্ত্রীর বড় ভাই মো. শরীফুল হক। নরসিংদীর শিবপুরের এমপি সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী ফেরদৌসি ইসলাম শিবপুর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন নজরুল মজিদ মাহমুদ স্বপন। তিনি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছোট ভাই।
নাটোর-১ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের ভাতিজা শামীম আহমেদ সাগর লালপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোট করছেন লালমনিরহাট-২ আসনের এমপি সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ ও ভাই মাহবুবুজ্জামান আহমেদ।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন জামিল হাসান দুর্জয়। তিনি গাজীপুর-৩ আসনের এমপি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নঈম হাসান জোয়ার্দার। তিনি চুয়াডাঙ্গা-১ আসনের এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দার ছেলুনের ভাতিজা।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাঠ চষে বেড়াচ্ছেন আবদুল সালাম মল্লিক। তিনি বরিশাল-৬ আসনের এমপি মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিকের আপন ভাই।
নবীন নিউজ/পি
কারও প্রতিপক্ষ নয় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
খালেদা জিয়াকে ৪-৫ মে দেশে আনার প্রস্তুতি
নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের অবস্থা বদলাতে হবে: প্রধান উপদেষ্টা
পুরোনো যানবাহন অপসারণের ঘোষণা বিআরটিএ'র
আওয়ামী লীগ নেতা মায়া চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
বাংলাদেশের জিআই পণ্য এখন ৫৫টি
উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ!
দলগুলোর সমর্থন না পেলে সব উদ্যোগ নিষ্ফল হবে : সিইসি
ঢাকার ৫০ জায়গায় 'এয়ার পিউরিফায়ার', লক্ষ্য বায়ুদূষণ রোধ
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন
মার্চ মাসে দেশে ১৬৩ নারী ও শিশু ধর্ষণের শিকার
এবার ভিন্নধর্মী কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি'র তিন সংগঠন
মে মাসেই শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার: আল জাজিরাকে ড. ইউনূস
রোম থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
আন্দোলনের মুখে স্থগিত ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা
এবার সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া
ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ইসির গেজেট
ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
বিএনপি কর্মী হত্যায় শেখ হাসিনাসহ ৪০৮ জনের নামে মামলা
লোডশেডিং হচ্ছে ও হবে: বিদ্যুৎ উপদেষ্টা
কবি দাউদ হায়দারের চিরবিদায়
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ
বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে বন্ধ হচ্ছে বিজি প্রেসে প্রশ্নপত্র ছাপানো
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
তদন্ত ছাড়াই চাকরিচ্যুত করা যাবে সরকারি কর্মচারীদের
জুলাই অভ্যুত্থানে আহতদের আল্টিমেটাম, এনসিপি নেতাদের সমালোচনা
সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন: সিইসি
অনেক বাড়ির মালিকও টিসিবির ফ্যামিলি কার্ড নিয়েছে: বাণিজ্য উপদেষ্টা
শিরীন-পলকসহ ১২ জন ৫ আগস্ট সংসদ ভবনে পালিয়ে ছিলেন