নিউজ ডেক্স ১৩ মে ২০২৪ ০৭:৩২ পি.এম
সিনেমার জন্য ওজন কমিয়ে শিরোনামে আসেন নায়ক-নায়িকারা। ঢাকায় সিনেমায়ও ইদানীং চরিত্রের প্রয়োজনে নায়ক-নায়িকাদের ওজন বাড়ানো-কমানোর বিষয়টি পরিলক্ষিত হয়। এই যেমন ‘ঢাকা অ্যাটাক’-এর জন্য চিত্রনায়ক আরিফিন শুভ বডি ট্রান্সফরমেশন করেছিলেন। আবার ‘মুজিব একটি জাতির রূপকার’ ছবির জন্য বাড়াতে হয়েছিল ওজন।
সিনেমার জন্য হরহামেশাই আজকাল ওজন বাড়ানো-কমানোর বিষয়টি ঘটে। কিন্তু ওটিটির ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মের জন্য এমন পরিশ্রমের খবর দেশের তারকাদের বেলায় খুব একটা আসে না। সেটিও এবার এলো। এক ওয়েব সিরিজের জন্য ৩৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল অভিনেতা এফ এস নাঈমের। শুনতে অবাক হলেও এটিই সত্যি।
নাঈম বলেন, ‘গল্প ভালো পেলে আর চরিত্রের প্রতি প্রেম থাকলে এমন কাজ সম্ভব হয়ে ওঠে। কালপুরুষ গল্পটি পড়ার পরই চরিত্রটির প্রেমে পড়ে যাই। পরে নির্মাতার সাজেশন অনুযায়ী নিজের ওজন বাড়ানোর যুদ্ধে নামি। তখন আমার ওজন ছিল ৭৪-৮০ কেজির মধ্যে থাকতো। সেখান থেকে ওজন বাড়িয়ে ১১০ কেজির বেশি করি।’
এই ওজন বাড়ানোর জার্নিটা সহজ ছিল না নাঈমের। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হয়েছে, জীবনযাপনেও পরিবর্তন আনতে হয়েছে অনেকটা। যে নাঈম ভাত খাওয়া ছেড়ে দিয়েছিলেন, সেই নাঈমকে দিনে তিনবেলাই ভাত খেতে হয়েছে। বেশি বিপাকে পড়েছেন ওজন বেড়ে যাওয়ার পর। যে জামাগুলো এতদিন পরে আসছিলেন, সেই জামা তাঁর গায়ে আর ফিট হচ্ছিল না। ‘কালপুরুষ’-এর শুটিং শেষ হওয়ার পর সেই বিড়ম্বনা বেড়ে যায় আরও। ওজন বেড়ে যাওয়ায় বাইরে বের হওয়া বন্ধ করে দেন তিনি। অনুষ্ঠানে যাওয়াও বন্ধ করে দেন বলে জানান।
নাঈম বলেন, ‘কালপুরুষের শুটিং শেষ করার পর এক বছর আমি বাইরে বের হইনি। এই এক বছর ফের ওজন কমানোর মিশনে নামি। এই সময়টায় অনেকটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। মানুষের মধ্যে যাওয়াটা একেবারেই কমিয়ে দিয়েছিলাম। এক বছর টানা পরিশ্রমের পর আবার আগের ফিটনেসে ফিরে আসি।’
কিছুদিন আগে ‘কালপুরুষ’ পোস্টার প্রকাশিত হয়; যেখানে চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, তানজিকা আমিনকে দেখা যায়। পোস্টারেও নাঈমের ওজন বাড়ানোর বিষয়টি ফুটে উঠেছে। সাম্প্রতিক সময়ে রহস্যের ধোঁয়াশা এবং প্রশ্ন নিয়ে সিরিজটির টিজারও সামনে এসেছে। সেখানেও ভুঁড়িওয়ালা এক নাঈমকেই দেখেছেন দর্শক। নতুন এ সিরিজের নির্মাতা সালজার রহমান। নির্মাতা হিসেবে পরিচালক সালজার রহমান একেবারেই নতুন। এর আগে নির্মাণ করেছেন মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন চিত্র। তবে ওটিটিতে কাজ এই প্রথম।
সিরিজের আইডিয়া বা গল্পের ধারণা তিনি কীভাবে পেয়েছেন– এ প্রশ্নের উত্তরে সালজার বলেন, ‘অনেক আগে পুরান ঢাকার একটি ওষুধের দোকানে গিয়েছিলাম। সেখান থেকে নানা কারণে এই সিরিজের গল্পটা মাথায় আসে। এরপর কভিডের সময় সিরিজটা লিখেছিলাম। নানা ঘটনার পর সিরিজটি লেখা শেষ হয়।’
নবীন নিউজ/আর
মেহনতি মানুষের প্রতি সম্মান জানালেন ডিপজল
এবার হত্যাচেষ্টা মামলা ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে
মেঘনা আলম কারামুক্ত
'স্বপ্ন যার, ফ্রিজ তার' স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক
'জলকন্যার রূপের দ্যুতি'
এফডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করছে সরকার: তথ্য উপদেষ্টা
সৃজিত মুখার্জির নজর আলেকজান্দ্রা টেলরে
ঈদের ছুটিতে ‘গজনী অবকাশে’ রেকর্ড সংখ্যক পর্যটক
আর অভিনয়ে দেখা যাবে না সোহেল রানাকে
চাঁদরাতের আগেই মুক্তি পেল 'চাঁদ মামা'
অস্কার জয়ী এ আর রহমান হাসপাতালে
বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি চলচ্চিত্র শিল্পীদের
বাবা হারালেন রুনা খান
ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ
আজমীর তারেক চৌধুরী GIPA এর সদস্য হিসেবে মনোনীত
আজ অভিনেত্রী মেহজাবীনের বিয়ে
প্রেম আর বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে বিরক্ত শবনম ফারিয়া
প্রেম করতে চান, তবে বিয়ে নয়; কারণ জানালেন শ্রীলেখা
‘আমার ভাষার গান ২০২৫’—টিএসসিতে মাতাবে জনপ্রিয় ব্যান্ডগুলো
বিয়ের প্রস্তুতি নিচ্ছেন কৃতি শ্যানন
আগে সেটেল, তারপর বিয়ে: পূজা চেরি
সঙ্গীতশিল্পী শাকিরা হাসপাতালে
আগামী সপ্তাহে মেহজাবীনের বিয়ে!
শাহবাজ সানীর অকাল প্রয়াণ
ঋত্বিক ঘটক স্মরণে কাওসার আহমেদ চৌধুরীর অপ্রকাশিত গান এফএম রেডিওতে
না ফেরার দেশে ‘আমি বাংলায় গান গাই’ শিল্পী প্রতুল
এবার হলিউডের পর্দায় শেখ ফরিদ পলক
ঢাবিতে আজ ‘গুরু’র দেখা মিলবে
ভালোবাসা দিবসে আসিফের ‘কষ্ট ভীষণ’
ফের গাইলেন সাবিনা ইয়াসমিন