কেবি ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৫৩ পি.এম
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
দূর থেকে দেখলে মনে হবে লাউ। কিন্তু কাছে গেল ভুল ভাঙে। মাঝারি আকারের লাউয়ের মতো সবজিটি অতি পরিচিত বেগুন। জাতের নাম বারি-১২। একেটি বেগুনের ওজন কেজির উপড়ে। বড় আকারের এই বেগুনের নাম ‘বারি বেগুন ১২’ হলেও এলাকার লোকজন একে ‘লাউ বেগুন’ নাম দিয়েছে।
গৌরীপুরে প্রথমবারের মতো বারি-১২ জাতের বেগুন চাষ করেছেন আব্দুল জলিল রিপন নামে এক কৃষক। পরীক্ষামূলকভাবে চাষ করে এরই মধ্যে সফলতা পেয়েছেন তিনি। নিজের খেত থেকে বেগুন তুলছিলেন কৃষক রিপন। কয়েকটি বেগুনেই ভরে যাচ্ছিল একটি ঝুড়ি। কারণ, একেকটি বেগুনের ওজন ৮০০ গ্রাম থেকে ১কেজি। বেগুনের আকার এত বড় হবে কল্পনাও করতে পারেনি সে। প্রথমবারেই বাজিমাত করলেন রিপন।
উপজেলার ডৌহাখলা ইউনিয়নের নন্দীগ্রাম গ্রামের কৃষক রিপন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সহায়তায় গত বছর সেপ্টেম্বর মাসে পরীক্ষামূলকভাবে বাড়ির পাশে জমিতে আবাদ করেন বারি-১২ জাতের বেগুন।
আব্দুল জলিল রিপন জানান, আমি এই জাতের বারি বেগুন-১২ প্রথম চাষ করেছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বীজ, সারসহ সকল খরচ দিয়েছে। দেশী বেগুন যেভাবে চাষ করা হয় ঠিক একই রকম পরিচর্যা করতে হয়। এই ফসলটা ফলনে হয় বেশী তাই লাভজনক। খাইতে ভালো, বাজারে চাহিদা বেশী।
দেশি জাতের উচ্চফলনশীল এই বেগুন চাষে কষ্ট কম। রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি বলে জানান তিনি।
চারা রোপন থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত ভালো ফলন পেতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি অফিসের কর্মকর্তারা কৃষক রিপনকে নিয়মিত পরামর্শ দিয়ে গেছেন। ডিসেম্বর মাস থেকেই জমি থেকে বেগুন উত্তোলন করে বাজারজাত শুরু করে কৃষক রিপন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মফিদুল ইসলাম বলেন, বারি বেগুন -১২, যা ‘লাউ বেগুন’ নামে সারা বাংলাদেশে সমাদৃত; আমরা গৌরীপুর উপজেলায় ৩টা প্লটে প্রদশর্ণী হিসেবে দিয়েছিলাম। আমরা খুব সাড়া পেয়েছি কৃষকের। আমরা এখানে সার, কীটনাশক ও বীজ দিয়েছি। কৃষরা চাষ করেছে। এখানে ১৫থেকে ২০ হাজার টাকা খরচ হয়েছে। কৃষক রিপন এই পর্যন্ত ২৫/৩০ হাজার টাকার বেগুন বিক্রি করেছে, আরো ২৫/৩০হাজার টাকা বিক্রি করতে পারবে।
রিপন বলেন, ‘জমি থেকে ১কেজি পর্যন্ত ওজনের বেগুন পেয়েছি। এখনও কয়েকটি আছে বীজের জন্য। এগুলোর ওজন আরও বেশি হতে পারে।’ বেগুন ও বেগুনের মাঠ দেখতে এবং বেগুন কিনতে অনেকেই আসছেন রিপনের খেতে।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর গৌরীপুরে পরীক্ষামূলকভাবে তিনটি প্লটে ১ একর জমিতে বারি-১২ বেগুন চায় করা হয়েছে। ফলন বেশী, লাভও বেশী, রোগবালাই কম, সেচ দিতে হয় কম তাই কৃষকের মাঝে এই বেগুন চাষে আগ্রহ বৃদ্ধি পেয়েছে।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন, বারি-১২ বেগুন এবারই প্রথম গৌরীপুরে চাষ হয়েছে। ফলন দেখে কৃষকের মাঝে ব্যপক সাড়া ফেলেছে। তাঁরা এটার চাষ পদ্ধতি এবং বীজ কোথায় পাওয়া যায় জানতে অফিসে আসতেছে। এটা হাইব্রিড বেগুন নয়, এটা উপসী বেগুন। এটা থেকে কৃষক নিজেই বীজ রাখতে পারবে।
নীলফামারীতে বোরো আবাদ নিয়ে শঙ্কা
বৈটাখালী নদী শুকিয়ে হাওরের তিন হাজার একর বোরো জমিতে সেচ বন্ধ
মিষ্টি ভুট্টা চাষ করে সোহেলের অবিশ্বাস্য চমক
কিশোরগঞ্জের হাওরে বোরোর বাম্পার ফলনের আশা কৃষকদের
রাণীশংকৈলে স্ট্রবেরি চাষে স্বাবলম্বী ইসরাফিল
যমুনার চর রাঙাচ্ছে লাল মরিচ, বাম্পার ফলনেও হতাশ কৃষকরা
সাদা ফুলে ভরে গেছে সজিনা গাছ
ঝিনাইগাতীতে সরিষার বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি
বেগুনের ওজন ১ কেজি
সিলেটের চা বাগান গুলো প্রুনিং পদ্ধতি শুরু
আলুর দাম কমায় কৃষকদের মাথায় হাত
কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত না হলে সংকটে পড়বে কৃষি খাত
রঙিন ফুলকপিতে বীরগঞ্জের কৃষকের স্বপ্ন জয়
মিঠামইন হাওরে ৫০ একর বোরো জমিতে সমালয় চাষাবাদ
পীরগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টের সাহায্যে ধানের চারা রোপণ উদ্বোধন
শ্রীমঙ্গলে এসিউর এগ্রি কেয়ারের আদর্শ চাষী মিটিং
ইসলামপুর পতিত জমিতে বেড়েছে ভুট্টা চাষ, বাম্পার ফলনের সম্ভাবনা
শেকৃবি'র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি'র উদ্যোগে নগর কৃষির প্রসার
গৌরীপুরে সরিষার বাম্পার ফলনের আশা
ধানের চেয়েও খড় বিক্রি হচ্ছে বেশি দামে
সরিষা ফুলের মধু আহরণে স্বাবলম্বী মৌয়ালরা
চট্টগ্রামে লবণের উৎপাদন বাড়লেও দাম পাচ্ছেন না কৃষক
কনকনে শীতে বিপাকে হাওরের কৃষকরা
মৌলভীবাজারে স্বপ্নের ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা
মৌলভীবাজারে স্বপ্নের ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা
পীরগঞ্জে জলাবদ্ধ জমিতে পানি ফল চাষে কৃষকের আগ্রহ বাড়ছে
পীরগঞ্জে বীজ আলুর মুল্য বৃদ্ধি পর্যাপ্ত উৎপাদন নিয়ে আশংকা
আমন ধানের বাম্পার ফলনে খুশি রাণীশংকৈলের কৃষকরা
পীরগঞ্জে সব্জি মুলার কদর বেড়েছে
বীজ আলুর ঘাটতিতে কৃষক