নিউজ ডেক্স ২৭ মে ২০২৪ ১০:২৮ এ.এম
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বন্দরনগরী চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বর্ষণের ফলে ডুবে গেছে নগরের বিভিন্ন নিম্নাঞ্চল।
সোমবার(২৭ মে) সকাল থেকে আগ্রাবাদ, বাকলিয়া, চকবাজার, হালিশহরসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। ফলে দুর্ভোগে পড়েছেন অফিসসহ নানা কাজে ঘর থেকে বের হওয়া মানুষ। কিছু কিছু এলাকায় বাড়িঘরে পানি প্রবেশের খবরও পাওয়া গেছে।
চকবাজার এলাকায় কথা হয় অফিসগামী মাসুদুর রহমানের সঙ্গে। তিনি বলেন, টানা বৃষ্টির ফলে বিভিন্ন এলাকা ডুবে গেছে। তারপরও কিছুই করার নেই, কষ্ট করে হলেও অফিস যেতে হবে। রাস্তায় গাড়ি কিছুটা কম। যেগুলো আছে, তারাও ভাড়া চাইছে বেশি। মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে যাচ্ছে।
সোমবার (২৭ মে) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রামে ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা এমএইচএম মোসাদ্দেক জানান, সকাল ৯টা ২২ মিনিটে জোয়ার শুরু হয়। ভাটা শুরু হবে বিকেল ৩টা ১৬ মিনিটে।
কর্ণফুলী নদীতে জোয়ার থাকাবস্থায় ভারী বৃষ্টি হলে পাহাড়ি ঢল ও নগরের বৃষ্টির পানি মিলে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষয়ক্ষতি কমাতে আগেই নানা ব্যবস্থা নেয়া হয়েছে চট্টগ্রামে। এক হাজার ৩৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। একইসঙ্গে এক হাজার ১৪০টি বিদ্যালয় ও নয়টি মুজিব কেল্লা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য রাখা হয়েছে।
চট্টগ্রাম সিভিল সার্জন কর্তৃক ইউনিয়ন পর্যায়ে ২০০টি, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি, আর্বান ডিসপেন্সারি নয়টি এবং পাঁচটি জেনারেল হাসপাতালসহ মোট ২৯৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। মজুত রাখা হয়েছে পানি বিশুদ্ধকরণের জন্য ট্যাবলেট ও খাবার স্যালাইন।
চট্টগ্রামের ১৫ উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন। এছাড়া সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যেকোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর-০২৩৩৩৩৫৪৮৪৩।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি কমাতে নিজস্ব অ্যালার্ট-৪ জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জেটিতে থাকা সব জাহাজের লোড-আনলোড কার্যক্রম বন্ধ হয়ে গেছে। জেটির বড় জাহাজগুলোকে সার্বক্ষণিক ইঞ্জিন চালু রাখাসহ প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে রোববার বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদফতর ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় রোববার দুপুর ১২টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করা হয়। যদিও ১৭ ঘণ্টা পর সোমবার ভোর ৫টা থেকে চালু হয়েছে ফ্লাইট ওঠানামা কার্যক্রম।
রোববার সন্ধ্যা থেকে বন্ধ করা হয় নদীর তলদেশে দেশের একমাত্র সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে যান চলাচল।
ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে নাগরিকদের উদ্দেশ্যে মাইকিং কার্যক্রম অব্যাহত রেখেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। যেকোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। দুর্যোগ না কাটা পর্যন্ত দিনরাত ২৪ ঘণ্টা প্রয়োজনীয় সেবা দেওয়া হবে কন্ট্রোল রুম থেকে। কন্ট্রোল রুমের নম্বর- ০১৮১৮৯০৬০৩৮।
প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (২৮৯ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
নবীন নিউজ/পি
গাজীপুরে ঝুট গুদামে আগুন, ছড়িয়েছে বসতবাড়িতেও
নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ ব্যবসায়ী ঢামেকে ভর্তি
একসঙ্গে দুই বোনের প্রাণ গেল পুকুরে
এ মাসে হতে পারে ঘূর্ণিঝড়-কালবৈশাখী, থাকবে তাপপ্রবাহ
নাফ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
প্রতিবন্ধী সন্তানের যন্ত্রণা সইতে না পেরে...
আনোয়ারায় পাহাড় ধসে ২ শিশু নিহত, গুরুতর আহত ২ শিশু
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
মৎস্য আড়তে অভিযান ৭০ কেজি জাটকা জব্দ
বুধবার বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহন: দুইজনের কারাদণ্ড, ৯টি ড্রেজার মেশিন ধ্বংস
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তাসলিমা মারা গেলেন
রাজধানীসহ দেশের ১৬ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস
বিজয়নগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
৫ জেলায় বজ্রপাতে ১০ জনের প্রাণহানি
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ সীমার মৃত্যু, ৪ জন আশঙ্কাজনক
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে থাকা হাজতির মৃত্যু
বিএসএফের গুলিতে ঝিনাইদহ সীমান্তে একজন নিহত
সোমবার থেকে তাপপ্রবাহ কমতে পারে
এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত
আজও থাকবে তাপের উত্তাপ
গাজীপুরের শ্রীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
আখাউড়ায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত
ব্রাহ্মণবাড়িয়ায় ১৭৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার এক
ঈশ্বরদীতে চরের জমি নিয়ে বন্দুকযুদ্ধে চারজন গুলিবিদ্ধ
হবিগঞ্জে সমিতির দখল নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
দেশজুড়ে তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সেমিনার অনুষ্ঠিত