নিউজ ডেক্স ০১ জুন ২০২৪ ১২:৪৮ পি.এম
বিদ্যালয়কে আদম ব্যবসার অফিস বানানোর অভিযোগ উঠেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বুড়াবুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল মিয়ার বিরুদ্ধে। শুধু তাই না, বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষ বসে তিনি বিদেশে লোক পাঠানোর কাজ করেন এবং টাকা লেনদেন করেন। এমন একটি ভিডিও এসেছে এই প্রতিবেদকের কাছে।
৬ মিনিট ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় চলাকালে সহকারী শিক্ষক টাকা গুনে নিচ্ছেন এবং ফোনে বিদেশে লোক পাঠানোর বিষয়ে কথা বলছেন। এছাড়াও তার টেবিলে কয়েকটি পাঁচশ ও এক হাজার টাকার বান্ডিল। তিনি পুরো ভিডিওতে এই টাকাটি গুনে নেন এবং ফোনে কথা বলেন।
ভিডিওতে শোনা যায় ‘বুলবুলেরা টাকা দিতে আসছে। গুনে নিচ্ছি। মোনারুল মামার দোকানে নিতে চাইলাম। কিন্তু উনি নেগেটিভ তাই স্কুল নিয়েছি। এখন থেকে বাড়িতেই লেনদেন করব’। এরপর ফোনে কথা শেষ করে আবার টাকা গুনতে থাকে।
যারা স্কুলে টাকা দিয়েছে তাদের মধ্যে মারুফ হোসেন ও বুলবুল হোসেন জানান, প্রায় বছর খানেক আগে জুয়েল স্যার আমাদের মালয়েশিয়া যাওয়ার প্রস্তাব দেন। এবং বলেন আমার ভাই মালয়েশিয়া থাকে জানিস তো, তার মাধ্যমে আমি পাঁচটি ভিসা পেয়েছি। তোরা যদি যেতে চাস তাহলে বল, ব্যবস্থা করে দেই। জুয়েলের লোভে পড়ে বিভিন্ন ব্যাংক ও ব্যক্তির থেকে চড়া সুদে লোন নেই। আমরা চারজন মিলে বুড়বুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষক কক্ষে পাঁচ লাখ টাকা দেই। যা আপনারা ওই ভিডিওতে দেখতে পান।
মারুফ হোসেন বলেন, তিনি আমাদের মালয়েশিয়ায় যে কাজের কথা বলে পাঠান সে কাজ আমরা পাই না। কয়েকমাস ধরে মালেশিয়ায় কর্মহীন হয়ে রয়েছি। কাজ না দিয়ে উল্টো জুয়েল স্যারের ভাই ফয়জুল আমাদের কাছে আরো তিন লাখ টাকা দাবি করেন। এতোদিন ধরে মালেশিয়ায় কর্মহীন অবস্থা, এ টাকা আমরা কই পাবো। টাকা না দিলে তারা আমাদের ওপর বিভিন্ন নির্যাতন চালাবেন বলে হুমকি দেন, ভিসা লাগাতে দিবে না এগুলো বলে। এদিকে আমার ভিসার মেয়াদ রয়েছে মাত্র কয়েকদিন। তাই আমার স্ত্রী বাদী হয়ে বগুড়ার সোনাতলা থানায় একটি অভিযোগ দিয়েছেন।
বিদ্যালয়ে টাকা লেনদেনের বিষয়ে জানতে চাইলে প্রথমে অস্বীকার করেন শিক্ষক জুয়েল আকন্দ। পরে বলেন, টাকাটা অন্য কাজের। বাড়িতে যেতে না পেরে স্কুলে গুনে নিচ্ছিলাম। তবে তিনি বিদেশে লোক পাঠানোর কথা স্বীকার করেছেন। বিদেশে লোক পাঠিয়ে আবারো অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে বলেন, বেশি না সামান্য টাকা চাওয়া হয়েছিল। আর এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আপনারা নিউজ করতে চাইলে করেন।
সরেজমিনে বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে গিয়ে কথা হয় কয়েকজনের সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, জুয়েল এমনই। স্কুলটাকে তিনি আদম ব্যবসার অফিস বানিয়েছেন। বিদেশে যত লেনদেন অফিসে বসে করেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনূর বেগম বলেন, কয়েকদিন আগে ঐ শিক্ষক রুমে কয়েকটি লোকজন ঢুকিয়ে বিদেশ পাঠানো নিয়ে আলাপ করছিলেন। আমি তাদের গিয়ে বের করে দেই। তবে টাকা দেওয়ার সময় আমি ছিলাম না এবং জানিও না।
গোবিন্দগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা বলেন, ভিডিওটি আমিও কয়েক সেকেন্ড দেখেছি। সেখানে দেখলাম শিক্ষক জুয়েল টাকা গুনে নিচ্ছেন। তবে কিসের টাকা তা জানি না। ওই শিক্ষককে আমি ডাকব। ঘটনা সত্য হলে প্রয়োজন অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব।
নবীন নিউজ/পি
গাজীপুরে ঝুট গুদামে আগুন, ছড়িয়েছে বসতবাড়িতেও
নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ ব্যবসায়ী ঢামেকে ভর্তি
একসঙ্গে দুই বোনের প্রাণ গেল পুকুরে
এ মাসে হতে পারে ঘূর্ণিঝড়-কালবৈশাখী, থাকবে তাপপ্রবাহ
নাফ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
প্রতিবন্ধী সন্তানের যন্ত্রণা সইতে না পেরে...
আনোয়ারায় পাহাড় ধসে ২ শিশু নিহত, গুরুতর আহত ২ শিশু
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
মৎস্য আড়তে অভিযান ৭০ কেজি জাটকা জব্দ
বুধবার বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহন: দুইজনের কারাদণ্ড, ৯টি ড্রেজার মেশিন ধ্বংস
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তাসলিমা মারা গেলেন
রাজধানীসহ দেশের ১৬ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস
বিজয়নগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
৫ জেলায় বজ্রপাতে ১০ জনের প্রাণহানি
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ সীমার মৃত্যু, ৪ জন আশঙ্কাজনক
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে থাকা হাজতির মৃত্যু
বিএসএফের গুলিতে ঝিনাইদহ সীমান্তে একজন নিহত
সোমবার থেকে তাপপ্রবাহ কমতে পারে
এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত
আজও থাকবে তাপের উত্তাপ
গাজীপুরের শ্রীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
আখাউড়ায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত
ব্রাহ্মণবাড়িয়ায় ১৭৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার এক
ঈশ্বরদীতে চরের জমি নিয়ে বন্দুকযুদ্ধে চারজন গুলিবিদ্ধ
হবিগঞ্জে সমিতির দখল নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
দেশজুড়ে তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সেমিনার অনুষ্ঠিত