নিউজ ডেক্স ১২ জুন ২০২৪ ০২:১৮ পি.এম
শুক্রবার(৭জুন) ঢাকাই নায়িকাদের নিয়ে একটি ফ্যাশন শো মাতান দেশীয় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। জমকালো এ আয়োজনে তার সঙ্গে র্যাম্পে হাঁটতে দেখা যায় পরীমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, তানজিন তিশা ও সাবিলা নূরকে। ফ্যাশন শো-টি নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা, তখনই ভিন্ন আলোচনায় পরী, মিম ও তানজিন তিশারা।
অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের বরাতে গণমাধ্যমে বলা হয়, সেদিন নাকি পরীমণি ও তানজিন তিশাকে একসঙ্গে কথা বলতে দেখা গেছে। যদিও তাদের দু’জনের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা রকম কথা চাউর রয়েছে। ধারণা করা হয়, শরিফুল রাজের ফেসবুক থেকে তানজিন তিশার একটি আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় পরীমণির সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। সেই তিশার সঙ্গেই নাকি সেদিন ফ্যাশন শো-তে কথা বলতে চেয়েছিলেন পরী। তিশার ঘনিষ্ঠজনদের দাবি, পরীমণি নাকি কাছে এসে তিশার হাত ধরে কথা বলার চেষ্টা করেন।
এ নিয়ে সরাসরি না বললেও তিশার ভাষ্যও যেন অনেকটা একই রকম। তবে পরীমণি বললেন ভিন্ন কথা। তিনি বলেন ‘সেদিন মঞ্চে উঠার সময় খেয়াল করলাম সিড়ি দিয়ে নামতে গিয়ে একেবারে পড়ে যায় যায় অবস্থা তিশার। তখন আমি এগিয়ে গিয়ে তার পড়ে যাওয়া ঠেকাই। একটা মানুষ এমন করে পড়ে যাচ্ছে দেখে যে কেউই এগিয়ে যাবে- তো আমিও সেটা করেছি। এর চয়ে বেশি কিছু নয়।’
পরী অরো বলেন, ‘আমি যখন তিশার হাত ধরে তার পড়ে যাওয়া ঠেকাই, তখন সে আমাকে দেখে অনেকটা ভড়কে যায়। তখন সৌজন্যতা দেখিয়ে তিশাকে বলি- তুমি ঠিক আছো তো? জাস্ট এটুকুই, তাৎক্ষণিক তাকে সামলেই আমি মঞ্চে উঠে যাই। এখন এ ঘটনার চারদিন পরে এসে শুনছি- আমি নাকি তিশার হাত ধরে কথা বলার চেষ্টা করেছি। আজব!’
পরীমণির প্রশ্ন, ‘ঘটনার চারদিন পর এসে অনেকেই কেন ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন বুঝছি না। তাদের নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। সে বিষয়ে নাই বলি। শুধু এটুকু বলবো, তিশার সঙ্গে আগ বাড়িয়ে কথা বলার কোনো কারণ ছিল বলে মনে করি না। সেদিনের ওই ফ্যাশন শো-কে কেন্দ্র করে দু’একজনের এসব ভিন্ন ভিন্ন দাবি আমার কাছে হাস্যকর লাগে। ভবিষ্যতে তাদের বিষয়ে আরও বেশি সতর্ক থাকবো।
এদিকে, গত শুক্রবারের এ ঘটনা নিয়ে গত সোমবার গণমাধ্যমকে তানজিন তিশা বলেন, ‘আমার তো তার (পরীমণি) সঙ্গে কথা বলার দরকার নাই। সে বিগত দিনে সামাজিকভাবে আমাদের কয়েকজনকে যেভাবে অপদস্থ করেছে, তা ভোলার নয়। সুতরাং তার সঙ্গে কথা বলা বা মেলামেশার কোনো দরকার নাই। তবে ওই মঞ্চের পেছনে সে এসে আমার হাত ধরেছিল। তখন হাই-হ্যালো না বলার কিছু নাই।’
উল্লেখ্য, পরীমণি ও রাজের দাম্পত্য কলহের মধ্যে ফেসবুকে (রাজের ফেসবুক আইডি) অভিনেত্রী তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালের আপত্তিকর ভিডিও প্রকাশিত হয়। সেই ঘটনা হইচই ফেলে দেয়। ভুক্তভোগীসহ মিডিয়াপাড়ার অনেকেই ভিডিও ফাঁসের ঘটনায় পরীমণিকে ইঙ্গিত করেন। যা নিয়ে তিশার সঙ্গে পরীর সম্পর্কের অবনতি ঘটে। এরপর থেকেই তাদের কথা বলা বন্ধ।
নবীন নিউজ/আর
মেহনতি মানুষের প্রতি সম্মান জানালেন ডিপজল
এবার হত্যাচেষ্টা মামলা ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে
মেঘনা আলম কারামুক্ত
'স্বপ্ন যার, ফ্রিজ তার' স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক
'জলকন্যার রূপের দ্যুতি'
এফডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করছে সরকার: তথ্য উপদেষ্টা
সৃজিত মুখার্জির নজর আলেকজান্দ্রা টেলরে
ঈদের ছুটিতে ‘গজনী অবকাশে’ রেকর্ড সংখ্যক পর্যটক
আর অভিনয়ে দেখা যাবে না সোহেল রানাকে
চাঁদরাতের আগেই মুক্তি পেল 'চাঁদ মামা'
অস্কার জয়ী এ আর রহমান হাসপাতালে
বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি চলচ্চিত্র শিল্পীদের
বাবা হারালেন রুনা খান
ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ
আজমীর তারেক চৌধুরী GIPA এর সদস্য হিসেবে মনোনীত
আজ অভিনেত্রী মেহজাবীনের বিয়ে
প্রেম আর বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে বিরক্ত শবনম ফারিয়া
প্রেম করতে চান, তবে বিয়ে নয়; কারণ জানালেন শ্রীলেখা
‘আমার ভাষার গান ২০২৫’—টিএসসিতে মাতাবে জনপ্রিয় ব্যান্ডগুলো
বিয়ের প্রস্তুতি নিচ্ছেন কৃতি শ্যানন
আগে সেটেল, তারপর বিয়ে: পূজা চেরি
সঙ্গীতশিল্পী শাকিরা হাসপাতালে
আগামী সপ্তাহে মেহজাবীনের বিয়ে!
শাহবাজ সানীর অকাল প্রয়াণ
ঋত্বিক ঘটক স্মরণে কাওসার আহমেদ চৌধুরীর অপ্রকাশিত গান এফএম রেডিওতে
না ফেরার দেশে ‘আমি বাংলায় গান গাই’ শিল্পী প্রতুল
এবার হলিউডের পর্দায় শেখ ফরিদ পলক
ঢাবিতে আজ ‘গুরু’র দেখা মিলবে
ভালোবাসা দিবসে আসিফের ‘কষ্ট ভীষণ’
ফের গাইলেন সাবিনা ইয়াসমিন