নিউজ ডেক্স ১৪ জুন ২০২৪ ১১:৫৭ এ.এম
বাংলাদেশের অর্থনীতি সংকটের মধ্যে থাকা ‘নিম্নমুখী প্রবণতা’ থেকে আগামী দুই অর্থবছরে ঘুরে দাঁড়িয়ে ’স্থিতিশীল’ হলেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে থাকবে বলে আভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।
আগামী জুলাই থেকে শুরু হতে যাওয়া ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৭ শতাংশ এবং পরের অর্থবছরে তা ৫ দশমিক ৯ শতাংশে উঠবে বলে আভাস দিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থাটি।
মঙ্গলবার ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ শিরোনামে সদস্য দেশগুলোর অর্থনৈতিক সম্ভাবনা সামনের দিনগুলোতে কোন পর্যায়ে যেতে পারে, তা পর্যালোচনা করে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বাংলাদেশের অর্থনীতি কতটুকু এবং কীভাবে এগোবে সেই আভাসও দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বাংলাদেশের বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের প্রবৃদ্ধির বিষয়ে গত এপ্রিলে দেওয়া আভাসই বজায় রেখেছে বিশ্ব ব্যাংক। তাদের প্রাক্কলন বছর শেষে তা ৫ দশমিক ৬ শতাংশ হবে।
একটি দেশে এক অর্থবছরে যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন হয়, তার সামষ্টিক বাজার মূল্যই হচ্ছে মোট দেশজ উৎপাদন-জিডিপি ।
কোভিড মহামারীর কারণে বাংলাদেশের ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধির ধারা হোঁচট খায় গত ২০২২-২৩ অর্থবছরে এসে। বিদায়ী অর্থবছরে লক্ষ্যমাত্রা সংশোধন করে তা সাড়ে ৬ শতাংশ হবে বলে আশা করা হলেও বছর শেষে বিবিএস প্রবৃদ্ধির প্রাক্কলন করেছে ৫ দশমিক ৮২ শতাংশ। সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আগামী অর্থবছরে ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাজেটে ঘোষণা করা হয়েছে।
তবে বিশ্ব ব্যাংকের পূর্বাভাসে এটি অর্জিত না হওয়ার কথাই বলা হয়েছে। এদিন প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ প্রতিবেদনে এর কিছুটা ব্যাখ্যাও দেওয়া হয়েছে।
এতে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি ছিল ৬ দশমিক ৯, ২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ১ এবং ২০২২-২৩ অর্থবছরে ৫ দশমিক ৮ প্রবৃদ্ধির হারের তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, আগামী অর্থবছরে প্রবৃদ্ধির নিম্নগামিতা কাটিয়ে প্রায় স্থিতিশীল হয়ে উঠবে; উপরন্তু সামান্য বাড়বে, তবে কমবে না। পরের অর্থবছরে প্রবৃদ্ধি আরও একটু বেড়ে ৫ দশমিক ৯ শতাংশ হবে।
মূল্যস্ফীতির কারণে ভোক্তা-ব্যয় বেড়ে যাওয়ায় এবং বড় বিনিয়োগের প্রকল্প বাস্তবায়ন হওয়ার কারণে ২০২৪-২৫ অর্থবছরে সামগ্রিক বিনিয়োগ বাড়বে। এ বছরে অভ্যন্তরীণ যোগান ও আমদানি পণ্যের সংকট ধীরে ধীরে কাটতে থাকবে।
মুদ্রার ‘উদার’ বিনিময় হারের কারণে আগামী অর্থবছরে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহও বাড়বে বলে আভাস দিয়েছে বিশ্ব ব্যাংক, যা দায় শোধের চাপেও ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে।
বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরোর (বিবিএস) প্রথম সাত মাসের প্রাক্কলন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছর শেষে অর্থনীতির আকার বাড়তে পারে ৫ দশমিক ৮২ শতাংশ হারে।
গত কয়েক বছর আওয়ামী লীগ সরকার জিডিপি প্রবৃদ্ধির উচ্চাভিলাষী লক্ষ্য ধরলেও এবার কিছুটা রাশ টেনে ধরে। এই পিছিয়ে আসার স্পষ্ট ব্যাখ্যা বাজেট বক্তৃতায় দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বাজেট উপস্থাপনায় তিনি বলেন, “২০০৯-১০ অর্থবছর হতে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত বাংলাদেশের গড় প্রবৃদ্ধির হার ছিল ৬.৭ শতাংশ। প্রবৃদ্ধির এ গতি ধরে রাখার লক্ষ্যে কৃষি ও শিল্প খাতের উৎপাদন উৎসাহিত করতে যৌক্তিক সকল সহায়তা অব্যাহত রাখা হবে।
“পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পসমূহের যথাযথ বাস্তবায়ন এবং রপ্তানি ও প্রবাস আয় বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। আশা করছি আমাদের গৃহীত এসকল নীতিকৌশলের ফলে আগামী অর্থবছরে ৬.৭৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে এবং মধ্যমেয়াদে তা বৃদ্ধি পেয়ে ৭.২৫ শতাংশে পৌঁছাবে।”
অর্থনীতিবিদদের অনেকে প্রবৃদ্ধির হারকে অর্থনীতির গতিশীলতা হিসেবে মানলেও টেকসই উন্নয়নের সূচক হিসেবে মানতে নারাজ। তারপরও অর্থনীতির এই প্রপঞ্চ বাংলাদেশের রাজনীতিতে বারবার আলোচনায় এসেছে।
২০১৮-১৯ অর্থবছরে রেকর্ড ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ। এরপর আসে মহামারী। তার মধ্যেও ২০১৯-২০২০ অর্থবছরে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য যখন ধরেছিলেন অর্থমন্ত্রী। কিন্তু অর্জিত হয় ৩ দশমিক ৪৫ শতাংশ, যা কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন।
মহামারীর ধাক্কা সামলে ২০২০-২০২১ অর্থবছরে প্রবৃদ্ধির হার বেড়ে দাঁড়ায় ৬ দশমিক ৯৪ শতাংশে। দুঃসময় কাটিয়ে ২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে হয় ৭ দশমিক ১০ শতাংশ।
এরপর ২০২২-২৩ অর্থ বছরে অর্থনীতির আকার ৭ দশমিক ৫০ শতাংশ বাড়ানোর লক্ষ্য ধরেছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। পরে তা সংশোধন করে ৬ দশমিক ৫০ শতাংশে নামানো হলেও তা অর্জন হয়নি।
বিবিএসের হিসাব অনুযায়ী, ওই অর্থবছর শেষে স্থির মূল্যে জিডিপি বেড়েছে ৫ দশমিক ৭৮ শতাংশ।
নতুন বাজেটে চলতি মূল্যে জিডিপির আকার ধরা হয়েছে ৫৫ লাখ ৯৭ হাজার ৪১৪ কোটি টাকা। বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটে এর আকার ছিল ৫০ লাখ ৪৮ হাজার ০২৭ কোটি টাকা।
নবীন নিউজ/জেড
খালেদা জিয়াকে ৪-৫ মে দেশে আনার প্রস্তুতি
নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের অবস্থা বদলাতে হবে: প্রধান উপদেষ্টা
পুরোনো যানবাহন অপসারণের ঘোষণা বিআরটিএ'র
আওয়ামী লীগ নেতা মায়া চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
বাংলাদেশের জিআই পণ্য এখন ৫৫টি
উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ!
দলগুলোর সমর্থন না পেলে সব উদ্যোগ নিষ্ফল হবে : সিইসি
ঢাকার ৫০ জায়গায় 'এয়ার পিউরিফায়ার', লক্ষ্য বায়ুদূষণ রোধ
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন
মার্চ মাসে দেশে ১৬৩ নারী ও শিশু ধর্ষণের শিকার
এবার ভিন্নধর্মী কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি'র তিন সংগঠন
মে মাসেই শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার: আল জাজিরাকে ড. ইউনূস
রোম থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
আন্দোলনের মুখে স্থগিত ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা
এবার সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া
ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ইসির গেজেট
ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
বিএনপি কর্মী হত্যায় শেখ হাসিনাসহ ৪০৮ জনের নামে মামলা
লোডশেডিং হচ্ছে ও হবে: বিদ্যুৎ উপদেষ্টা
কবি দাউদ হায়দারের চিরবিদায়
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ
বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে বন্ধ হচ্ছে বিজি প্রেসে প্রশ্নপত্র ছাপানো
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
তদন্ত ছাড়াই চাকরিচ্যুত করা যাবে সরকারি কর্মচারীদের
জুলাই অভ্যুত্থানে আহতদের আল্টিমেটাম, এনসিপি নেতাদের সমালোচনা
সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন: সিইসি
অনেক বাড়ির মালিকও টিসিবির ফ্যামিলি কার্ড নিয়েছে: বাণিজ্য উপদেষ্টা
শিরীন-পলকসহ ১২ জন ৫ আগস্ট সংসদ ভবনে পালিয়ে ছিলেন
হেফাজত নেতাদের মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে: আসিফ নজরুল