কেবি ২৫ ডিসেম্বার ২০২৪ ০৪:০৩ পি.এম
পরাশক্তিগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে : উপদেষ্টা আসিফ
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে স্থানীয় সরকার, পঞ্চগড়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে যেই পরাশক্তিগুলো এটাকে গ্রহণ করতে পারেনি মেনে নিতে পারেনি তারা আমাদেরকে, বাংলাদেশের ব্যাপারে অনেক প্রপাগান্ডা চালিয়ে যাচেছ।
তিনি বুধবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণকালে এসব কথা বলেন।
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়া বলেছেন, জনগণের আকাঙ্খা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের ম‚ল লক্ষ্য। জনগণ চায় প্রকৃত সংস্কার শেষে জাতীয় নির্বাচন। সেই লক্ষ্য বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে।
এসময় তিনি বলেন, আপনারা জানেন যে, এই সরকারের অন্যতম উদ্যেশ্যে ও এজেন্ডা হচ্ছে সংস্কার কার্যক্রম। বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে। আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমরা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে চাই।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আমি ব্যাক্তিগতভাবে চাই স্থানীয় সরকার নির্বাচনটা দ্রæত হোক।
কেননা আপনারা জানেন যে জনপ্রতিনিধি ছাড়া সরকারী অফিসারদেরকে দিয়ে যে নাগরিক সেবার প্রয়োজন সেগুলো সঠিকভাবে দেয়া সম্ভব হয়না। নাগরিকরা অনেক ধরনের হয়রানির শিকার হয়, সময় ক্ষেপন হয় এবং নাগরিক সেবা ঠিকমত পায়না। এই চ্যালেঞ্জটা আমাদেরকে এখন ফেস করতে হচ্ছে। আমাদের অফিসারেরা একেকজন অনেক অফিসের অতিরিক্ত দ্বায়িত্বে রয়েছেন। আমি চাই যে স্থানীয় সরকার নির্বাচনটা খুব দ্রæত হোক। রাজনৈতিক সংগঠনগুলোর সাথে এবং সরকারেরর উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্ত হলে আমরা হয়তো খুব দ্রæত একটা স্থানীয় সরকার নির্বাচন দিতে পারবো।
আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, বিগত ফ্যাসিবাদের শাসনামলে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে, এখন থেকে কোনভাবেই উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না উল্লেখ করে তিনি বলেন, বৈষম্য দ‚র করতে ও স্থানীয় উন্নয়নের জন্য উত্তরবঙ্গে বরাদ্দ বৃদ্ধি করা হবে। এ ছাড়াও বাংলার মাটিতে ফ্যাসিবাদীদের বিচার করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন,ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা এবং সর্বদা অন্তবরবর্তী সরকারকে সমর্থন ও সহযোগিতা করতে সকলের প্রতি আহŸান জানান তিনি। জনগণের ইচ্ছাকে দ্রæত বাস্তবায়ন করতে সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়েছেন।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সারজিস আলম বক্তব্য দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস উপস্থিত ছিলেন।
এখানে উপজেলার দুই হাজার দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে জেলার নিহত পাঁচ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, এখনো জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসে, ভ‚মি অফিসে, পুলিশ, জনপ্রতিনিধিদেরসহ নাকি টাকা না দিলে কাজ হয়না। আপনাদের আগে সংশোধন হতে হবে। এরপরেও যদি এধরনের কোন অভিযোগ আসে তাহলে প্রমাণ সহ আমাদের কাছে অভিযোগ করেন আমরা কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করবো।
তিনি আরো বলেন, আটোয়ারীতে এখনো কোন মিনি স্টেডিয়াম নেই। পঞ্চগড়ে কোন শিল্প প্রতিষ্ঠান নেই, কোন ইপিজেড নেই। এগুলো বাস্তবায়ন করতে আমি উপদেষ্টার কাছে আবেদন জানাই। পঞ্চগড়ে সারের এখনো সংকট রয়েছে। আমি উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করবো শিল্প ও বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে পঞ্চগড়ে সারের বরাদ্দ বেশি করে দেয়ার জন্য। যাতে করে কোন সংকট না হয়।
আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, আটোয়ারী উপজেলা বিএনপির আহŸায়ক এজেএম বজলার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইউনুস আলী খান প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) কনক কুমার দাস, জেলা ও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভস‚চনা করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা এবং স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। পরে তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন।
পরে তিনি তেঁতুলিয়া পাইলট স্কুল মাঠে আয়োজিত অনুরুপ কর্মসূূচিতে যোগ দেন। এর আগে তিনি হেলিকপ্টারের করে আটোয়ারীতে আসেন।
খালেদা জিয়াকে ৪-৫ মে দেশে আনার প্রস্তুতি
নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের অবস্থা বদলাতে হবে: প্রধান উপদেষ্টা
পুরোনো যানবাহন অপসারণের ঘোষণা বিআরটিএ'র
আওয়ামী লীগ নেতা মায়া চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
বাংলাদেশের জিআই পণ্য এখন ৫৫টি
উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ!
দলগুলোর সমর্থন না পেলে সব উদ্যোগ নিষ্ফল হবে : সিইসি
ঢাকার ৫০ জায়গায় 'এয়ার পিউরিফায়ার', লক্ষ্য বায়ুদূষণ রোধ
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন
মার্চ মাসে দেশে ১৬৩ নারী ও শিশু ধর্ষণের শিকার
এবার ভিন্নধর্মী কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি'র তিন সংগঠন
মে মাসেই শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার: আল জাজিরাকে ড. ইউনূস
রোম থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
আন্দোলনের মুখে স্থগিত ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা
এবার সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া
ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ইসির গেজেট
ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
বিএনপি কর্মী হত্যায় শেখ হাসিনাসহ ৪০৮ জনের নামে মামলা
লোডশেডিং হচ্ছে ও হবে: বিদ্যুৎ উপদেষ্টা
কবি দাউদ হায়দারের চিরবিদায়
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ
বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে বন্ধ হচ্ছে বিজি প্রেসে প্রশ্নপত্র ছাপানো
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
তদন্ত ছাড়াই চাকরিচ্যুত করা যাবে সরকারি কর্মচারীদের
জুলাই অভ্যুত্থানে আহতদের আল্টিমেটাম, এনসিপি নেতাদের সমালোচনা
সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন: সিইসি
অনেক বাড়ির মালিকও টিসিবির ফ্যামিলি কার্ড নিয়েছে: বাণিজ্য উপদেষ্টা
শিরীন-পলকসহ ১২ জন ৫ আগস্ট সংসদ ভবনে পালিয়ে ছিলেন
হেফাজত নেতাদের মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে: আসিফ নজরুল