কেবি ১৫ জানু ২০২৫ ০২:২৯ পি.এম
মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার : কক্সবাজারে গুলি করে খুলনার সিটি করপোরেশন ৪ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামীদের ঘটনার ৫ দিন পর মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনা পাহাড় থেকে নারী সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনার সিটি করপোরেশন ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে হত্যা করা হয় গত ৯ জানুয়ারি।প্রাথমিক তথ্যে জানা যায়, প্রেমের ফাঁদে ফেলে টিপুকে কক্সবাজারে বেড়াতে নিয়ে আসা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহমেদ পেয়ার।গ্রেফতারকৃতদের মধ্যে হোটেল অবস্থানকারী সঙ্গীয় নারীও রয়েছেন। এসময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল এবং চার রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা : ঋতু (২৪) পিতা-মোঃ সেলিম আকন দেওয়ানা মোল্লাপাড়া খুলনা গোলাম রসুল (২৫) পিতা: মোঃ হায়দার সরদার,কেশবলাল রোড, মধ্য কারিকর পাড়া, ওয়ার্ড নং-০৬, খুলনা, শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু (২৭), মো: জামাল শেখ দেওয়ানা মোল্লাপাড়া, ৪নং ওয়ার্ড, খুলনা।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যে পুলিশ জানতে পারে ঘটনায় জড়িত কথিত প্রেমিকা সহ কয়েকজন আসামি মৌলভীবাজার জেলায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার থেকে জেলা পুলিশের একটি দল মৌলভীবাজারে অবস্থান করে এবং সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মঙ্গলবার কক্সবাজার নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ৩ জনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। এদের মধ্যে জনৈক নারী ঋতু (২৪) কক্সবাজার ঘুরতে এসে কাউন্সিলর টিপুর সঙ্গে হোটেলে উঠেছিলেন। প্রেমে ফাঁদে ফেলে টিপুকে কক্সবাজারে নিয়ে আসেন। ঘটনার পর থেকে ওই নারীর সন্ধান পাচ্ছিল না পুলিশ। এছাড়া গ্রেপ্তার অপর ২ জন হত্যাকাণ্ডের মিশনে সরাসরি অংশগ্রহণ করেছে।
কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহমেদ পেয়ার বলেন, গ্রেফতারকৃত ৩ জনই সরাসরি সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর হত্যাকান্ডে সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাদের মৌলভীবাজার জেলা পুলিশের সহযোগীতায় জুড়ি উপজেলা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। নিহত ব্যক্তি খুলনা থেকে কক্সবাজার বেড়াতে এসে হত্যাকান্ডের স্বীকার হন, তিনি আরও বলেন, ঘটনারমূল কারন উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। হত্যাকান্ডে ববহৃত একটি পিস্তল চার রাউন্ড ম্যাগাজিন ভর্তি গুলি আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার ৯ ই জানুয়ারি রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে রাস্তার ফুটপাতে অজ্ঞাত দুর্বৃত্তরা খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টিপুকে গান পয়েন্টে রেখে গুলি করে হত্যা করে। নিহত গোলাম রব্বানী টিপু খুলনা সিটির দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়ার হোসেন শাহ রোডের মো. গোলাম আকবরের ছেলে।
০৯/০১/২০২৫ইং তারিখ রাত অনুমান ০৮.২০ ঘটিকা হইতে ০৮.৩০ ঘটিকার মধ্যবতীর্ সময়ে ভিকটিম গোলাম রাব্বানী টিপু (৫৫)কে কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ১২নং ওয়াার্ডস্থ সুগন্ধা পয়েন্ট সাকিনে হোটেল সীগাল এর পশ্চিম পার্শ্বে ফুটপাতের উপরে অজ্ঞাতনামা আসামী/আসামীরা মাথায়া গুলি করে পালিয়ে যায়।
উক্ত বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় ভিকটিমের পরিবার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী/আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১৮/১৮, তারিখ, ১০/০১/২০২৫খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।
এবার নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ
শামীম ওসমানের ছেলেসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে রবিবার ফের শুনানি
অবশেষে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
প্যারোলে মুক্তি চেয়েছেন ডা. দীপু মনি
ফের রিমান্ডে আনিসুল হক, সালমান এফ রহমান ও চৌধুরী মামুন
বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর সাজা বাতিল
রমনা বটমূলে বোমা হামলা: ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ৮ মে
শেখ হাসিনার মেয়ে পুতুলের ফ্ল্যাট জব্দের আদেশ
মেরাদিয়ায় এবার কোরবানির পশুর হাট বসতে মানা
নারী বলে জামিন পেলেন মডেল মেঘনা আলম
মামলা হলেই গ্রেপ্তার করা যাবে না: আইন উপদেষ্টা
নতুন মামলায় তুরিন আফরোজ ও শাহে আলমসহ ৫ জন গ্রেপ্তার
পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ
সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার
রাজধানী থেকে আ'লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা গ্রেপ্তার
শেখ তন্ময়সহ ওই পরিবারের চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ
পারভেজ হত্যা: ‘ইন্ধনদাতা’ সেই দুই তরুণী আটক
তুরস্ক ও আরব আমিরাত সফরে গেছেন প্রধান বিচারপতি
সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
হাইকোর্টে জামিন পেলেন আওয়ামীপন্থী সেই ৬১ আইনজীবী
পারভেজ হত্যা: দুই বান্ধবীর খোঁজে পুলিশ
বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি
আরো তিন মামলায় দীপু মনি, কামরুল, পলকসহ ৬ জনকে গ্রেপ্তার দেখানো হলো
চলছে রাজউকের অ্যাকশন
জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি পেছালো
'রাজধানীর ৩৩৮২ ভবনের অবৈধ অংশ ভাঙ্গা হবে'
বুধবার শুরু হবে সিনহা হত্যা মামলার আপিল শুনানি