কেবি ২৮ জানু ২০২৫ ০৩:২৬ পি.এম
এনএস ডেস্ক : নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে গাছ কাটার আগে অনুমতি নিতে হবে মর্মে রায় দিয়েছেন হাইকোর্ট।এক রিট আবেদনের শুনানি করে মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
রায়ে সাত দিনের মধ্যে পরিবেশ অধিদপ্তরকে গাছ কাটার অনুমতি নেওয়ার জন্য পরিবেশবাদী, পরিবেশ বিশেষজ্ঞ, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের প্রফেসরদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন।
এ ছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সাত দিনের মধ্যে একটি সার্কুলার ইস্যু করে জেলা প্রশাসক, জেলা পরিবেশ কর্মকর্তা, সরকারি কলেজের অধ্যাপক, সমাজকর্মী, পরিবেশবিদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা সিভিল সার্জনকে নিয়ে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। যারা জেলা পর্যায়ের গাছ কাটার অনুমতি প্রদান করবেন।
রায় আরও উল্লেখ করা হয়, সামাজিক বনায়ন বিধিমালা ২০০৪ এর অধীনে রোপণকৃত গাছসমূহ কাটা যাবে না বরং গাছের সমমূল্যে টাকা রোপণকারীকে প্রদান করতে হবে। এই মর্মে সামাজিক বনায়ন বিধিমালায় পরিবর্তন আনায়নেরও নির্দেশনা প্রদান করেন।
সারা দেশের তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশদূষণ বন্ধ করে মানুষের জীবন ও সুস্বাস্থ্য রক্ষার জন্য জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০২৪ সালের ৫ মে একটি রিট আবেদন দায়ের করেন।
ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত বছরের ৭ মে, ঢাকার দুই সিটি, জেলা ও উপজেলা পর্যায়ে গাছ কাটা কেন মানবাধিকারের পরিপন্থি হবে না এবং সামাজিক বনায়ন বিধিমালা ২০০৪ অনুযায়ী বপনকৃত গাছ না কেটে বরং উক্ত গাছের মূল্যের সমপরিমাণ টাকা কেন বপনকৃত ব্যক্তিদের প্রদান করা হবে না এবং গাছ কাটতে হলে সকল পর্যায়ে কেন ৭ সদস্যর কমিটির হতে অনুমোদন নিতে হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। এই রুলের ওপর আজ চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, বাংলাদেশ দিনদিন গাছ কাটার মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং একটি দেশে যে পরিমান গাছ থাকা দরকার সেই পরিমাণ গাছ বাংলাদেশ নেই। আর এর মধ্যে আরও বেশি গাছ কাটা হয় তাহলে তা হবে পরিবেশের জন্য হুমকির সমান। এই কারণে সামাজিক বনায়ন প্রকল্পের মাধ্যমে লাগান গাছ না কেটে বরং যারা গাছ বপন করেছে তাদের গাছের মূল্য পরিশোধ করা উচিত। তিনি আরও বলেন, গাছ কাটা নিয়ন্ত্রণের জন্য ঢাকাসহ বিভিন্ন স্থানে অনুমতি একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং তাদের নিকট হতে গাছ কাটার অনুমতি দেওয়ার নির্দেশনা প্রার্থনা করেন।
রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল ও অ্যাডভোকেট সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি মো. শফিকুর রহমান।
শুনানি শেষে হাইকোর্ট রুল মঞ্জুর করে রায় দেন। এইচআরপিবির পক্ষে রিট আবেদনকারী হলেন, অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট এখলাস উদ্দিন ভুঁইয়া ও অ্যাডভোকেট রিপন বাড়ই। অপরদিকে বিবাদীরা হলেন, সচিব মন্ত্রিপরিষদ, পরিবেশ, স্থানীয় সরকার, জনপ্রশাসন, ডিজি পরিবেশ অধিদপ্তর, ঢাকা সিটির দুই মেয়র সহ মোট ১৫ জন।
এবার নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ
শামীম ওসমানের ছেলেসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে রবিবার ফের শুনানি
অবশেষে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
প্যারোলে মুক্তি চেয়েছেন ডা. দীপু মনি
ফের রিমান্ডে আনিসুল হক, সালমান এফ রহমান ও চৌধুরী মামুন
বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর সাজা বাতিল
রমনা বটমূলে বোমা হামলা: ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায় ৮ মে
শেখ হাসিনার মেয়ে পুতুলের ফ্ল্যাট জব্দের আদেশ
মেরাদিয়ায় এবার কোরবানির পশুর হাট বসতে মানা
নারী বলে জামিন পেলেন মডেল মেঘনা আলম
মামলা হলেই গ্রেপ্তার করা যাবে না: আইন উপদেষ্টা
নতুন মামলায় তুরিন আফরোজ ও শাহে আলমসহ ৫ জন গ্রেপ্তার
পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ
সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার
রাজধানী থেকে আ'লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা গ্রেপ্তার
শেখ তন্ময়সহ ওই পরিবারের চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ
পারভেজ হত্যা: ‘ইন্ধনদাতা’ সেই দুই তরুণী আটক
তুরস্ক ও আরব আমিরাত সফরে গেছেন প্রধান বিচারপতি
সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
হাইকোর্টে জামিন পেলেন আওয়ামীপন্থী সেই ৬১ আইনজীবী
পারভেজ হত্যা: দুই বান্ধবীর খোঁজে পুলিশ
বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি
আরো তিন মামলায় দীপু মনি, কামরুল, পলকসহ ৬ জনকে গ্রেপ্তার দেখানো হলো
চলছে রাজউকের অ্যাকশন
জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি পেছালো
'রাজধানীর ৩৩৮২ ভবনের অবৈধ অংশ ভাঙ্গা হবে'
বুধবার শুরু হবে সিনহা হত্যা মামলার আপিল শুনানি