MA ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০৮ এ.এম
এনএস রিপোর্ট
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে দেওয়া হচ্ছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে একটি বড় ক্রেন ও একটি এস্কেভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। রাত সাড়ে ১২টা নাগাদ বাড়িটির একপাশ ভাঙা শেষ হয়েছে। অন্য পাশে তখনও ভাঙার কাজ চলছিল।
বুধবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আয়োজনে ফেসবুক পেজে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভাষণ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওইদিন রাত আটটার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ শুরু হয়। এরপর বিক্ষুব্ধরা বাড়িটিতে ঢুকে ভাঙচুর করে। এক পর্যায়ে অগ্নিসংযোগ করা হয়। তারপর ক্রেন ও এস্কেভেটর আনা হয়।
এছাড়া একই দিন রাজধানীর ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে থাকা শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধাসদনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ বাড়িটি মূলতঃ শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ছিল। তার ডাক নামে বাড়িটির নামকরণ করা হয়েছিল। বুধবার রাত পৌনে ১১টার দিকে বিক্ষোভকারীরা বাড়িটিতে আগুন দেয়। এ সময় বাড়িটির বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়।
এর আগে, বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’ এছাড়া যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেসবুক আইডি থেকে বলেছেন, ‘উৎসব হোক!’।
এদিকে বুধবার সন্ধ্যার পর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতার কণ্ঠে শেখ মুজিব ও শেখ হাসিনা বিরোধী নানা স্লোগান শোনা গেছে। ‘মুজিববাদের আস্তানা; গুঁড়িয়ে দাও, গুঁড়িয়ে দাও, বাকশালীদের আস্তানা; এ দেশে হবে না, ফ্যাসিবাদের আস্তানা; ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, জ্বালো জ্বালো; আগুন জ্বালো, দিল্লি না ঢাকা; ঢাকা ঢাকা, অ্যাকশন অ্যাকশন; ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই’- ইত্যাদি স্লোগানে চারপাশ প্রকম্পিত হয়ে ওঠে।
এদিন রাত আটটার আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটির প্রথম ফটক ভেঙে ফেলে। রাত পৌনে ৯টার দিকে বাড়িটির তৃতীয় তলার একটি অংশে আগুন জ্বলতে দেখা যায়। রাত সাড়ে ৯টার দিকে লাঠিসোঁটা দিয়ে বাড়িটির দেয়াল ভাঙতে শুরু করে বিক্ষোভকারীরা। এ সময় তারা বাড়ির মূল প্রবেশ পথে থাকা বঙ্গবন্ধুর ম্যূরাল ভেঙে ফেলে।
এর আগে জুলাই গণ-অভ্যূত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনার দলীয় ফেসবুক পেজে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। এরপর থেকে বিপ্লবী ছাত্র-জনতার পক্ষ থেকে একের পর এক ঘোষণা আসতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির ডাক দেয় ‘২৪- এর বিপ্লবী ছাত্রজনতা’। এছাড়া ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচি ঘোষণা করে জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্স।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যূত্থানের ধারাবাহিকতায় গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের অব্যবহিত পর ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তখন থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল।
একইভাবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সুধা সদন খালি ছিল। তার আগে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা গণভবনে থাকার সময় বাড়িটিতে দেখাশোনা করার লোক ছিল। এছাড়া শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা থাকার সময় এখানেই থাকতেন।
খালেদা জিয়াকে ৪-৫ মে দেশে আনার প্রস্তুতি
নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের অবস্থা বদলাতে হবে: প্রধান উপদেষ্টা
পুরোনো যানবাহন অপসারণের ঘোষণা বিআরটিএ'র
আওয়ামী লীগ নেতা মায়া চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
বাংলাদেশের জিআই পণ্য এখন ৫৫টি
উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ!
দলগুলোর সমর্থন না পেলে সব উদ্যোগ নিষ্ফল হবে : সিইসি
ঢাকার ৫০ জায়গায় 'এয়ার পিউরিফায়ার', লক্ষ্য বায়ুদূষণ রোধ
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন
মার্চ মাসে দেশে ১৬৩ নারী ও শিশু ধর্ষণের শিকার
এবার ভিন্নধর্মী কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি'র তিন সংগঠন
মে মাসেই শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার: আল জাজিরাকে ড. ইউনূস
রোম থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
আন্দোলনের মুখে স্থগিত ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা
এবার সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া
ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ইসির গেজেট
ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
বিএনপি কর্মী হত্যায় শেখ হাসিনাসহ ৪০৮ জনের নামে মামলা
লোডশেডিং হচ্ছে ও হবে: বিদ্যুৎ উপদেষ্টা
কবি দাউদ হায়দারের চিরবিদায়
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ
বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে বন্ধ হচ্ছে বিজি প্রেসে প্রশ্নপত্র ছাপানো
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
তদন্ত ছাড়াই চাকরিচ্যুত করা যাবে সরকারি কর্মচারীদের
জুলাই অভ্যুত্থানে আহতদের আল্টিমেটাম, এনসিপি নেতাদের সমালোচনা
সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন: সিইসি
অনেক বাড়ির মালিকও টিসিবির ফ্যামিলি কার্ড নিয়েছে: বাণিজ্য উপদেষ্টা
শিরীন-পলকসহ ১২ জন ৫ আগস্ট সংসদ ভবনে পালিয়ে ছিলেন
হেফাজত নেতাদের মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে: আসিফ নজরুল