তারকাদের শিক্ষাগত যোগ্যতা বেশ কৌতুহলের বিষয়। কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়ল? কে কোন ডিগ্রি নিলো? ড্রপ দিলো নাকি? এত ব্যস্ততার মাঝে এত পড়াশুনা কীভাবে সম্ভব! আরও কত কৌতুহলের শেষ নেই।
অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, অভিনয়জগতে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন অনেকেই। তাদের অনেকে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও এগিয়ে। এই তালিকায় রয়েছে বিদ্যা বালান থেকে জন আব্রাহামের নামও।
*অমিতাভ বাচ্চান
নৈনিতালের একটি কলেজ থেকে স্নাতক স্তরের ডিগ্রি অর্জন করেন অমিতাভ। তারপর বিজ্ঞান এবং কলা বিভাগে ডিগ্রি অর্জনের জন্য দিল্লির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বলিপাড়া সূত্রে খবর, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে সম্মানিক ডক্টরেট উপাধিও লাভ করেছেন তিনি।
*পরিণীতি চোপড়া
বর্তমানে অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের দুনিয়ায় পা রেখেছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। পড়াশোনার সূত্রে ইংল্যান্ড চলে যান তিনি। অর্থনীতি, ব্যবসা এবং ফাইন্যান্স বিষয়ে তিন তিনটি স্নাতক ডিগ্রি অর্জন করেন পরিণীতি। ২০০৯ সালে ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আসেন পরিণীতি। মুম্বাইয়ে যশরাজ ফিল্মস সংস্থায় পাবলিক রিলেশন কনসালট্যান্ট হিসাবে কিছু দিন কাজ করেন। তার পর অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন তিনি।
*আয়ুষ্মান খুরানা
‘ভিকি ডোনার’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন আয়ুষ্মান খুরানা। এই মুহূর্তে বলিউডে যে অভিনেতারা রয়েছেন তাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে প্রথম সারিতে রয়েছে আয়ুষ্মানের নাম। বলিপাড়া সূত্রে খবর, চন্ডীগড়ের একটি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন আয়ুষ্মান। পরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।
* বিদ্যা বালান
শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ বিদ্যা বালানের। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, বিদ্যার বাবা-মা চেয়েছিলেন পড়াশোনা শেষ করে তবেই অভিনয়জগতে পা রাখুক তাদের কন্যা। বলিপাড়া সূত্রে খবর, সমাজবিজ্ঞান নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বিদ্যা।
*জন আব্রাহম
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিসম’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ জন আব্রাহমের। অভিনয়ে নামার আগে মডেলিংজগতে নিজের পরিচিতি গড়ে তোলেন জন। বলিপাড়া সূত্রে খবর, অর্থনীতি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার পর মুম্বাইয়ের একটি কলেজ থেকে এমবিএ করেন জন।
*সারা আলি খান
বলি অভিনেতা সাইফ আলি খান এবং বলি অভিনেত্রী অমৃতা সিংহের কন্যা সারা আলি খান। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেদারনাথ’ ছবির হাত ধরে অভিনয়জগতে যাত্রা শুরু সারার। বলিপাড়া সূত্রে খবর, নিউইয়র্কের একটি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন সারা।
*ভিকি কৌশল
বলিউডের অ্যাকশন ডিরেক্টর শাম কৌশলের পুত্র ভিকি কৌশল। ইতোমধ্যেই বলিপাড়ার সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের তালিকায় নাম লিখিয়েছেন ভিকি। বলিপাড়া সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন ভিকি। পড়াশেষ করার পর একাধিক হিন্দি ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন তিনি।
বলিপাড়ার খ্যাতনামী ছবিনির্মাতা অনুরাগ কাশ্যপের সহকারী হিসাবে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবিতে কাজ করেন ভিকি। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাসান’ ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
*সোহা আলি খান
অভিনেত্রী শর্মিলা ঠাকুরের কন্যা সোহা আলি খান। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল মাঙ্গে মোর’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, আধুনিক যুগের ইতিহাস নিয়ে ইংল্যান্ডে পড়াশোনা করেছেন সোহা। ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে লন্ডনের একটি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
*কৃতি শ্যানন
ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পর দু’টি সংস্থার তরফে চাকরির প্রস্তাব পান বলি অভিনেত্রী কৃতি শ্যানন। কিন্তু চাকরি না করে ফ্যাশনজগতে পা রাখেন তিনি। বলিপাড়া সূত্রে খবর, ছোটবেলায় অভিনয় নিয়ে ক্যারিয়ার গড়বেন তা ভাবেননি কৃতি। পড়াশোনা নিয়েই পেশাগত জীবনে এগিয়ে যেতে চেয়েছিলেন তিনি। ২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন কৃতি।
* রণদীপ হুডা
বলি অভিনেতা রণদীপ হুডার বাবা এবং দিদি দু’জনেই পেশায় চিকিৎসক। বাবার পদাঙ্ক অনুসরণ করে চিকিৎসক হতে চাইতেন রণদীপও। দিল্লির স্কুল থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া চলে যান রণদীপ। মার্কেটিং নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। তার পর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্ট, এই দু’টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন অভিনেতা।
* শাহরুখ খান
দিল্লির স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর সেখানকার একটি কলেজে অর্থনীতি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন বলিপাড়ার ‘কিং অফ রোম্যান্স’ শাহরুখ খান। বলিপাড়া সূত্রে খবর, গণজ্ঞাপন নিয়ে পড়ার জন্য দিল্লির একটি কলেজে ভর্তি হন শাহরুখ। কিন্তু অভিনয়ে নামবেন বলে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন তিনি।
মেহনতি মানুষের প্রতি সম্মান জানালেন ডিপজল
এবার হত্যাচেষ্টা মামলা ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে
মেঘনা আলম কারামুক্ত
'স্বপ্ন যার, ফ্রিজ তার' স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক
'জলকন্যার রূপের দ্যুতি'
এফডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করছে সরকার: তথ্য উপদেষ্টা
সৃজিত মুখার্জির নজর আলেকজান্দ্রা টেলরে
ঈদের ছুটিতে ‘গজনী অবকাশে’ রেকর্ড সংখ্যক পর্যটক
আর অভিনয়ে দেখা যাবে না সোহেল রানাকে
চাঁদরাতের আগেই মুক্তি পেল 'চাঁদ মামা'
অস্কার জয়ী এ আর রহমান হাসপাতালে
বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি চলচ্চিত্র শিল্পীদের
বাবা হারালেন রুনা খান
ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ
আজমীর তারেক চৌধুরী GIPA এর সদস্য হিসেবে মনোনীত
আজ অভিনেত্রী মেহজাবীনের বিয়ে
প্রেম আর বাংলাদেশের ক্রিকেট খেলা নিয়ে বিরক্ত শবনম ফারিয়া
প্রেম করতে চান, তবে বিয়ে নয়; কারণ জানালেন শ্রীলেখা
‘আমার ভাষার গান ২০২৫’—টিএসসিতে মাতাবে জনপ্রিয় ব্যান্ডগুলো
বিয়ের প্রস্তুতি নিচ্ছেন কৃতি শ্যানন
আগে সেটেল, তারপর বিয়ে: পূজা চেরি
সঙ্গীতশিল্পী শাকিরা হাসপাতালে
আগামী সপ্তাহে মেহজাবীনের বিয়ে!
শাহবাজ সানীর অকাল প্রয়াণ
ঋত্বিক ঘটক স্মরণে কাওসার আহমেদ চৌধুরীর অপ্রকাশিত গান এফএম রেডিওতে
না ফেরার দেশে ‘আমি বাংলায় গান গাই’ শিল্পী প্রতুল
এবার হলিউডের পর্দায় শেখ ফরিদ পলক
ঢাবিতে আজ ‘গুরু’র দেখা মিলবে
ভালোবাসা দিবসে আসিফের ‘কষ্ট ভীষণ’
ফের গাইলেন সাবিনা ইয়াসমিন