কেবি ০৮ মার্চ ২০২৫ ১১:২২ এ.এম
এনএস ডেস্ক
আন্তর্জাতিক নারী দিবস আজ (৮ মার্চ)। জাতিসংঘ ১৯৭৫ সালে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশসহ সারা বিশ্বে সমাজ ও পরিবারে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর এ দিনটি পালন করা হয়।
এ বছর আর্ন্তজাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’। এই স্লোগানটি ধ্বনি-প্রতিধ্বনি হবে বিশ্বব্যাপী নারী অধিকার ও সম্মান রক্ষায়।
বাংলাদেশেও সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিকদল, শ্রমিক সংগঠন ও সংস্থা দিবসটি পালনে যথাযথ কর্মসূচি গ্রহণ করেছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় ছাত্র-শ্রমিক-জনতা যে গণ-অভ্যুত্থান সংগঠিত করেছিল গত জুলাই-আগস্টে তার সম্মুখ সারিতে ছিল নারী। লাখ লাখ ছাত্রী বিভিন্ন ক্যাম্পাসে দমন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছে। একাধিক নারী এই গণ-অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন। আমি এই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং জুলাই যোদ্ধাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বাণীতে তিনি বলেন, বাংলাদেশের অদম্য মেয়েরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বমহিমায় এগিয়ে যাচ্ছে। নারীর অর্জনকে স্বীকৃতি দিতে ‘অদম্য নারী পুরস্কার’ ও ‘বেগম রোকেয়া পদক’ প্রদানসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নারীদের সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করে উন্নত বাংলাদেশ গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে বর্তমান অন্তর্বর্তী সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তারা এগিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে। নারীদের অধিকার ও ক্ষমতায়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং অংশীদারিত্ব নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে।
১৮৫৭ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুঁচ কারখানার নারী শ্রমিকরা দৈনিক শ্রম ১২ ঘণ্টা থেকে কমিয়ে ৮ ঘণ্টায় আনা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সমাবেশ করলে অনেক নারী নির্যাতিত ও গ্রেপ্তার হন। ১৯১১ সালের ১৯ মার্চ অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইজারল্যান্ডের এক মিলিয়নেরও বেশি লোক আন্তর্জাতিক নারী দিবস পালন করেছিল। ১৯৭৫ সালে ৮ মার্চকে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের পর থেকে দিনটি সারাবিশ্বে একই দিনে পালিত হয়ে আসছে।
জাতীয় প্রেস ক্লাবের উদ্যেগে আন্তর্জাতিক নারী দিবসের এক আলোচনা সভা শনিবার বেলা ১১টায় ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ সভায় সভাপতিত্ব করবেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট্রের (ব্লাস্ট) উদ্যোগে আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর বনানী এলাকার বেলতলা থেকে কড়াইল মাঠ পর্যন্ত রিকশা র্যালির আয়োজন করা হয়েছে। এতে ব্লাস্ট কিশোর কিশোরী ও ব্লাস্ট নারী ফুবল দল অংশ নেবে।
দিবসটি উপলক্ষ্যে বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিটি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে কাকরাইল মোড় হয়ে পুনরায় বিএনপি অফিসের সামনে এসে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করবেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। সঞ্চালনা করবেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি
ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হলেন বাঘা শরীফ
পহেলা বৈশাখে ব্রাহ্মণবাড়িয়ায় সিঁদুর উৎসব
নানা আয়োজনে বর্ষবরণ উদযাপন লক্ষ্মীপুরে
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
আড়ম্বরপূর্ণভাবে বর্ষবরণ করলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
বাংলা নববর্ষকে পর্যটন আকর্ষণের অন্যতম অনুষঙ্গে পরিণত করতে হবে: বিমান ও পর্যটন সচিব
রমনায় বর্ষণবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা
রমনার বটমূলে নতুন বছরকে সুরের মূর্ছনায় বরণ
শেষ হলো উচ্ছ্বাস ভরা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
নববর্ষের আনন্দ শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায়
চৈত্র সংক্রান্তি: নেত্রকোনার আঙ্গারোয়ায় পালিত হচ্ছে খনার মেলা
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদলে গেল
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি
ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে ঢাকায় রামনবমী উদ্যাপন
ঢাকায় মোঘল ঐতিহ্যে ঈদ আনন্দ মিছিলে মানুষের ঢল
আজ খুশির ঈদ
২৫ মার্চের ভয়াল কালরাত আজ
দেশের ৪১ শতাংশ মানুষ নিরাপদ পানি পায় না
জামালপুরের ঐতিহ্যবাহী জামাই মেলা শুরু
এমন যদি হতো - মুঈন হুদা
আন্তর্জাতিক নারী দিবস আজ
জামাল নজরুল ইসলাম পুরো বিশ্বের গর্ব: উপদেষ্টা রিজওয়ানা
জাতীয় স্থানীয় সরকার দিবস আজ
চসিকের কর মেলায় দুই সার্কেলে ৬৫ আপিল নিষ্পত্তি
তারুণ্যের উৎসবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
কিশোরগঞ্জে কুড়িখাই মেলা ঘিরে উৎসবের আমেজ
উদ্যমে উত্তরণে শতকোটি দিবস উদযাপনে ‘হিম্মতি মাই’
দুয়ারে ঋতুরাজ বসন্ত, বইছে ফাগুনের হাওয়া
পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত