মে.হো ০৮ এপ্রিল ২০২৫ ০৮:০৭ পি.এম
এনএস ডেস্ক
বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় আরও উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, সরকার গত আট মাসে বিনিয়োগের পথ সহজ করতে নানামুখী সংস্কার গ্রহণ করেছে। বিশেষ করে শ্রম, বাণিজ্য এবং প্রশাসনিক প্রক্রিয়ায় এই সংস্কার বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে আগ্রহী করে তুলেছে। চীন ও দক্ষিণ কোরিয়ার অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে বাংলাদেশে তাদের উৎপাদন কেন্দ্র স্থানান্তরের চিন্তা করছে।
তিনি জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) প্রতি মাসের ১০ তারিখে চীনা ও কোরিয়ান বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকের আয়োজন করবে। এসব বৈঠকে তিনি নিজেও উপস্থিত থেকে বিনিয়োগকারীদের সমস্যা সরাসরি শুনবেন বলে জানিয়েছেন।
বিনিয়োগ-সংশ্লিষ্ট সমস্যার দ্রুত সমাধানে একটি হেল্পলাইন ও কল সেন্টার চালুর প্রস্তাব দেন ইউনূস। এর মাধ্যমে যেকোনো বিনিয়োগকারী সরাসরি অভিযোগ জানাতে পারবেন এবং দ্রুত সাড়া পাওয়া যাবে।
বৈঠকে অবকাঠামো, বিদ্যুৎ, পরিবহন, নবায়নযোগ্য জ্বালানি, টেক্সটাইল, মোবাইল কমিউনিকেশন, বর্জ্য ব্যবস্থাপনা, লজিস্টিকস ও আইটি খাতে বিনিয়োগে আগ্রহী অন্তত ৩০ জন চীনা প্রতিনিধির অংশগ্রহণ ঘটে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডগিয়ার কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট পলিন এনগান।
প্রধান উপদেষ্টা জানান, সম্প্রতি বেইজিং সফরের সময় তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন, যেখানে শি বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ দেওয়ার প্রতিশ্রুতি দেন। ইউনূস বলেন, “শি জিনপিং-এর আন্তরিকতা ও ইতিবাচক মনোভাব আমাকে মুগ্ধ করেছে।”
চীনা বিনিয়োগকারীরা চট্টগ্রামের চীনা অর্থনৈতিক অঞ্চল এবং মংলায় গঠিতব্য নতুন অঞ্চলে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। চীন সেইসাথে সমুদ্রবন্দর আধুনিকায়নেও আগ্রহ প্রকাশ করেছে।
এছাড়া, বাংলাদেশের বাজারের সম্ভাবনা, নেপাল ও ভুটানের মতো ভূমিবেষ্টিত দেশগুলোর জন্য প্রবেশদ্বার হিসেবে কাজ করার সুযোগসহ দক্ষিণ এশিয়ায় উৎপাদন ও পরিচালনার কেন্দ্রে পরিণত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ইউনূস। বৈদ্যুতিক যানবাহন (EV), লিথিয়াম-আয়ন ব্যাটারি, নবায়নযোগ্য শক্তি ও সৌরবিদ্যুৎ খাতে চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের আগ্রহও উল্লেখযোগ্যভাবে প্রকাশ পেয়েছে।
এর আগের দিন দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকজন বিনিয়োগকারীও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।
খালেদা জিয়াকে ৪-৫ মে দেশে আনার প্রস্তুতি
নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের অবস্থা বদলাতে হবে: প্রধান উপদেষ্টা
পুরোনো যানবাহন অপসারণের ঘোষণা বিআরটিএ'র
আওয়ামী লীগ নেতা মায়া চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ
বাংলাদেশের জিআই পণ্য এখন ৫৫টি
উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ!
দলগুলোর সমর্থন না পেলে সব উদ্যোগ নিষ্ফল হবে : সিইসি
ঢাকার ৫০ জায়গায় 'এয়ার পিউরিফায়ার', লক্ষ্য বায়ুদূষণ রোধ
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন
মার্চ মাসে দেশে ১৬৩ নারী ও শিশু ধর্ষণের শিকার
এবার ভিন্নধর্মী কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি'র তিন সংগঠন
মে মাসেই শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার: আল জাজিরাকে ড. ইউনূস
রোম থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
আন্দোলনের মুখে স্থগিত ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা
এবার সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া
ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ইসির গেজেট
ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
বিএনপি কর্মী হত্যায় শেখ হাসিনাসহ ৪০৮ জনের নামে মামলা
লোডশেডিং হচ্ছে ও হবে: বিদ্যুৎ উপদেষ্টা
কবি দাউদ হায়দারের চিরবিদায়
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ
বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে বন্ধ হচ্ছে বিজি প্রেসে প্রশ্নপত্র ছাপানো
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
তদন্ত ছাড়াই চাকরিচ্যুত করা যাবে সরকারি কর্মচারীদের
জুলাই অভ্যুত্থানে আহতদের আল্টিমেটাম, এনসিপি নেতাদের সমালোচনা
সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন: সিইসি
অনেক বাড়ির মালিকও টিসিবির ফ্যামিলি কার্ড নিয়েছে: বাণিজ্য উপদেষ্টা
শিরীন-পলকসহ ১২ জন ৫ আগস্ট সংসদ ভবনে পালিয়ে ছিলেন
হেফাজত নেতাদের মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে: আসিফ নজরুল