টাঙ্গাইলের সখীপুরে সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে বীর মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে অবৈধ পাঁচ করাতকল গড়ে উঠেছে। ওই সব করাতকলে দিনরাত দেদার বনের কাঠ চেরাই করা হচ্ছে। ফলে ধ্বংস হচ্ছে সংরক্ষিত ও সামাজিক বনায়ন। উপজেলার নলুয়া বিটের আওতাধীন বনাঞ্চলের পাশে ওই সব অবৈধ করাতকলের অবস্থান।
নলুয়া বিট কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, দুই বছর আগে এই বিটের আওতায় কমপক্ষে ১০টি অবৈধ করাতকল গড়ে ওঠে। বছরখানেক আগে স্থানীয় প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই সব করাতকল উচ্ছেদ করে।
এর কিছুদিন পর অবৈধ করাতকলমালিকেরা কৌশল করে উচ্ছেদ ও মামলা থেকে বাঁচতে যৌথ মালিকানায় বীর মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করে। এখন ওই সব অবৈধভাবে স্থাপিত করাতকলের সামনে ‘মুক্তিযোদ্ধার করাতকল’ সাইনবোর্ড সাঁটিয়ে দেদার বনের কাঠ চেরাই করছে।
স্থানীয় বিট কর্মকর্তা এম এস জামান বলেন, বন আইনে করাতকল স্থাপনের বিধিমালা ৭-এর (ক)-তে বলা আছে, সংরক্ষিত বনাঞ্চলের কিংবা সামাজিক বনায়নের সীমানার ১০ কিলোমিটারের মধ্যে কোনো করাতকল স্থাপন করা যাবে না। বিধি ভেঙে করাতকলের মালিকেরা কৌশলে বীর মুক্তিযোদ্ধাদের অংশীদার করায় ওই সব করাতকল উচ্ছেদ করতে গিয়ে তাঁরা ‘বিব্রত’ হচ্ছেন।
শনিবার(১মার্চ) বিকেলে ওই বিটে দেখা যায়, নলুয়া-বহুরিয়া সড়কে বিট কার্যালয় থেকে দুই কিলোমিটারের মধ্যে সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে লাইলেন্সবিহীন পাঁচটি করাতকল গড়ে উঠেছে। ওই পাঁচটি করাতকলই পাঁচজন বীর মুক্তিযোদ্ধার নামে পরিচালিত হচ্ছে। তাঁরা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাবেক সেনাসদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর শামসুদ্দিন।
নলুয়া বিটের দেউদিঘী এলাকার করাতকলের সামনে গেলে চোখে পড়ে ‘বীর মুক্তিযোদ্ধা করাতকল’ লেখা একটি সাইনবোর্ড। সেখানে লেখা ‘প্রো. বীর মুক্তিযোদ্ধা আবু জাফর শামসুদ্দিন’। বীর মুক্তিযোদ্ধার বেসামরিক গেজেট ও লাল মুক্তিবার্তা নম্বরও ওই সাইনবোর্ডে লেখা রয়েছে।
বহুরিয়া বাজারের করাতকল মালিক বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন বলেন, ‘আমরা বৈধভাবে ব্যবসা করছি। চুরি করে তো আর খাই না। বন বিভাগ আমাদের মৌখিকভাবে পারমিশন দিয়েছে।’
করাতকলের মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিটি করাতকলে দৈনিক গড়ে ২০০ ঘনফুট কাঠ চেরাই করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের পাঁচটি করাতকলে মাসে ৩০ হাজার ঘনফুট ও বছরে ৩ লাখ ৬০ হাজার বর্গফুট কাঠ চেরাই করা হচ্ছে। এসব কাঠ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার হচ্ছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. ওসমান গনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধার নামে যাঁরা অবৈধভাবে করাতকল চালাচ্ছেন, তাঁরা প্রকারান্তরে মুক্তিযোদ্ধাদেরই অসম্মান করছেন। এসব মুক্তিযোদ্ধাকেও আইনের আওতায় নিয়ে বিচার হওয়া উচিত।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ভারপ্রাপ্ত কমান্ডার মোহাম্মদ হোসেন পাটোয়ারী বলেন, ‘পাঁচটি করাতকলের মালিক বীর মুক্তিযোদ্ধা কি না, খোঁজখবর নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ কাজে মুক্তিযোদ্ধারা জড়িত হলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া উপজেলার সব অবৈধ করাতকল উচ্ছেদে শিগগিরই অভিযান চালানো হবে।
নবীন নিউজ/জা
গাজীপুরে ঝুট গুদামে আগুন, ছড়িয়েছে বসতবাড়িতেও
নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ ব্যবসায়ী ঢামেকে ভর্তি
একসঙ্গে দুই বোনের প্রাণ গেল পুকুরে
এ মাসে হতে পারে ঘূর্ণিঝড়-কালবৈশাখী, থাকবে তাপপ্রবাহ
নাফ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
প্রতিবন্ধী সন্তানের যন্ত্রণা সইতে না পেরে...
আনোয়ারায় পাহাড় ধসে ২ শিশু নিহত, গুরুতর আহত ২ শিশু
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
মৎস্য আড়তে অভিযান ৭০ কেজি জাটকা জব্দ
বুধবার বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহন: দুইজনের কারাদণ্ড, ৯টি ড্রেজার মেশিন ধ্বংস
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তাসলিমা মারা গেলেন
রাজধানীসহ দেশের ১৬ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস
বিজয়নগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
৫ জেলায় বজ্রপাতে ১০ জনের প্রাণহানি
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ সীমার মৃত্যু, ৪ জন আশঙ্কাজনক
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে থাকা হাজতির মৃত্যু
বিএসএফের গুলিতে ঝিনাইদহ সীমান্তে একজন নিহত
সোমবার থেকে তাপপ্রবাহ কমতে পারে
এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত
আজও থাকবে তাপের উত্তাপ
গাজীপুরের শ্রীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
আখাউড়ায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত
ব্রাহ্মণবাড়িয়ায় ১৭৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার এক
ঈশ্বরদীতে চরের জমি নিয়ে বন্দুকযুদ্ধে চারজন গুলিবিদ্ধ
হবিগঞ্জে সমিতির দখল নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
দেশজুড়ে তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সেমিনার অনুষ্ঠিত