শনিবার ০৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

হিমাগারে মজুদ লাখ লাখ ডিম, তবুও কমছে না দাম 

নিউজ ডেক্স ২৬ মে ২০২৪ ০৪:৪৪ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

করপোরেট কোম্পানি ও আড়তদারদের সিন্ডিকেটের কারণে ভোক্তাদের বাড়তি টাকায় ডিম কিনতে হয় । ডিমের পর্যাপ্ত মজুত রয়েছে। অথচ কৃত্রিম সংকট দেখিয়ে বাড়ানো হচ্ছে ডিমের দাম। গত ১০ দিনে বগুড়ার হিমাগার থেকে অন্তত সাড়ে আট লাখ ডিম উদ্ধার করেছে মাঠ পর্যায়ের প্রশাসনিক ব্যক্তিরা। মজুত করা এই ডিম রমজান মাসে খামারিদের কাছে কম দামে সংগ্রহ করা হয় বলে জানা গেছে। হঠাৎ করে ডিমের ঊর্ধ্বমুখী দামের কারণ খতিয়ে দেখতে গিয়ে এসব অভিযান চালানো হয়। তবে ডিমের দাম এখনও বাজারে হালি প্রতি ৪৬ থেকে ৪৮ টাকাই রয়েছে।

ডিমের বাজারের আগুন লাগার বিষয়ে খামারি ও ব্যবসায়ীদের দাবি, গত মাসে দাবদাহে প্রচুর মুরগি মারা যায়। গরমে অনেক মুরগি ডিম দেওয়া বন্ধ করে দেয়। এতে অনেক খামারি মুরগি বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। সেখান থেকে ডিমের উৎপাদনে ঘাটতি দেখা দেয়। এ ঘাটতির সুযোগ নিয়ে একটি শ্রেণি মজুত করে ডিমের বাজার আরও অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে বলে জানিয়েছে জেলা বিপণন বিভাগ।

বগুড়া শহরের ডিমের পাইকারি ও খুচরা বাজার ঘুরে জানা গেছে, জেলায় কাজী ফার্ম, নারিশ, নাবিল, ভিআইপি, সিপি স্থানীয় খামারি ব্যবসায়ীদের কাছে ডিম সরবরাহ করে থাকে। ডিম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম কাজী ফার্ম। তাদের হাতেই ডিমের বাজারের চাবিকাঠি।

বাজার তাদের দখলে থাকার সুবাদে কাজী ফার্মস ডিমের দর বেধে দেয়। কোথায়, কী পরিমাণ ডিম সরবরাহ হবে এসবও নির্ধারণ করে তারা। চলতি মাস থেকে আড়তদার ও পাইকাররাদের কাছে ৯ টাকা ৬১ পয়সা দরে প্রতি পিস ডিম বিক্রি করছে কাজী ফার্ম। সব খরচ মিলে প্রতি পিস ডিমের পাইকারি বাজারেই খরচ পড়ে ১০ টাকা ৭০ পয়সা থেকে ১১ টাকা।  

খোঁজ নিয়ে জানা গেছে, রমজান মাসে ডিমের চাহিদা কমে প্রতি পিসের দাম আট টাকায় নেমেছিল। কম দামে কিনে ব্যবসায়ীরা ওই সময় বগুড়ার অধিকাংশ হিমাগারে ডিম মজুত শুরু করেন। সেগুলো বাজারে ‘ভেজা ডিম’ নামে পরিচিত। অধিক মুনাফার লোভে এসব ডিম ঢাকা-চট্টগ্রামে বিক্রি করেছে ব্যবসায়ীদের একটি শ্রেণি।

শহরের রাজাবাজারের খুচরা ব্যবসায়ী সাইদুর রহমান রতন জানান, কাজী ফার্ম থেকে প্রতিপিস ডিম ৯ টাকা ৬১ পয়সায় কেনা হয়। সেগুলো দোকানে নিয়ে আসতে প্রতিপিস ডিমে খরচ বেড়ে দাঁড়ায় ১১ টাকা। গত তিন সপ্তাহ ধরে এমন অবস্থা। কিন্তু বাজারে নিজেদের চাহিদা মতো ডিম পাচ্ছেন না। আগে দিনে গড়ে ৪ হাজার ডিম বিক্রি হতো। সেখানে এখন ডিলাররা ডিম দিচ্ছে মাত্র ২ হাজার পিস। সাইদুর রহমানের দাবি, ডিমের দাম নিয়ে কারসাজি কোম্পানি ও ডিলার ব্যবসায়ী হাতে।

শহরের কাটনার পাড়া এলাকার ডিমের আড়তদার প্রতিষ্ঠান সেলিম এন্টারপ্রাইজের পরিচালক সেলিম রহমান বলেন, গত রমজানে ডিমের দাম কম ছিল। এ সময় তীব্র গরমেও অনেক মুরগি মারা গেছে। সে সময় ডিমের হালি ছিল ৩৬ টাকা থেকে ৩৮ টাকা। এখন বাজারে ৪৬ থেকে ৪৮ টাকা হালি বিক্রি হচ্ছে। দেখা গেছে ওই সময় মাংস হিসেবে মুরগির বাজার ভালো থাকায় অনেক খামারি মুরগি বিক্রি করে দিয়েছেন। এর ফলে এখন ডিমের উৎপাদন কমে বাজারে সরবরাহ কমে গেছে।

মজুতের বিষয়ে সেলিম রহমান বলেন, রমজান মাসে মজুত করা ডিম এখনও চলছে। এছাড়া কিছু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে ঢাকা-চট্টগ্রামে ডিম সরবরাহ করছেন। এটি নিয়ন্ত্রণ করলে স্থানীয় বাজার স্থিতিশীল হবে।

আড়ত ব্যবসার পাশাপাশি কাজী ফার্মসের নির্ধারিত ডিলার এই সেলিম এন্টারপ্রাইজ। এই আড়তের মালিক জহুরুল ইসলাম বলেন, বগুড়ায় সাধারণত প্রতিদিন ডিমের চাহিদা ৪ লাখ। আমাদের এই আড়তের চাহিদা দেড় লাখ পিস। সেখানে বর্তমানে আমরা কাজী ফার্মস থেকে ডিম পাচ্ছি ৫০ হাজার পিস। ডিমের ব্যবসায় আমাদের শতকরা ১০ টাকা লাভ। ডিমের সরবরাহ কমে যাওয়ায় আমাদের আয়ের পরিমাণও কমেছে।

একই এলাকার আরেক আড়তদার মেসার্স শেফা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর শহিদুল ইসলামও ডিমের সংকটের কথা জানালেন। আগে তার আড়তে প্রতিদিন ২ লাখের বেশি ডিম বিক্রি হতো। এখন ৫০ থেকে ৭০ হাজার পিস ডিম বিক্রি হচ্ছে।

শহিদুল ইসলাম বলেন, ডিমই সংগ্রহ করতে পারছি না। এখন শুধু কাজী ফার্মের ডিম পাচ্ছি। গত এক মাসে নাবিল ফার্মের কোনো ডিমের হিসাব নেই আমার কাছে।

ডিমের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণ বড় কোম্পানির হাতে দাবি করে শহিদুল ইসলাম জানান, ডিমের সংকট থাকবে না। মুনাফার লোভে কিছু ব্যবসায়ী বগুড়ার ডিম ক্রয় করে ঢাকা-চট্টগ্রামে নিয়ে যাচ্ছেন। উত্তরবঙ্গের ডিম যদি ওই দিকে না যায় তাহলে বগুড়ার বাজার নিয়ন্ত্রণে আসবে।

খামারিরা বলছেন, গত মাস পর্যন্ত তারা ডিম উৎপাদন করে লোকসানে ছিলেন। লোকসান থেকে বাঁচতে অনেকে মুরগি বিক্রি করে দেন।

সদরের এরুলিয়ার এসএস পোল্ট্রি ফার্মের মালিক শামসুল আলম জানান, মুরগির বয়স হয়ে যাওয়ায় তিনি ঈদের আগে ৭ হাজার মুরগি বিক্রি করে দিয়েছেন। এখন তার খামারে রয়েছে ১৩ হাজারের বেশি মুরগি। এরমধ্যে ৬ হাজার মুরগি ডিম দিচ্ছে। যা থেকে গড়ে প্রতিদিন ৫ হাজারের মতো ডিম সংগ্রহ করা যায়। বাকি মুরগি আগামী দেড় থেকে ২ মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করবে।

এই খামারি বলেন, সব খরচ বাদ দিয়ে একটা ডিম উৎপাদনে বর্তমানে ১০ টাকার মতো খরচ পরে। স্থানীয় বাজারে ১০ টাকা ৯০ পয়সা থেকে ১১ টাকা পিস দরে ডিম বিক্রি করে থাকি।

শিবগঞ্জের রহবল এলাকার খামারি ফরহাদ হোসেন পলাশ আশঙ্কা করেন, কয়েক বছর পর তাদের মতো প্রান্তিক খামারি থাকবে না দেশে। কারণ একটি জেলার ডিমের যে চাহিদা তা বড় কোম্পানির একটি শেডেই উৎপাদন হচ্ছে। সেখানে প্রান্তিক খামারিরা ডিম উৎপাদন করতে গিয়ে টিকতে পারছেন না। এবারেও অধিক গরমে তাকে বাধ্য হয়ে মুরগি বিক্রি করতে হয়েছে। এখন শেডে মুরগির বাচ্চা কিনতে গিয়ে দেখেন দাম বাড়তি।

ডিমের সরবরাহে ঘাটতি আছে কিনা এ বিষয়ে কাজী ফার্মের বগুড়ার অফিসের ম্যানেজার মাহবুব বলেন, ঘাটতির বিষয়ে আমাদের জানা নেই। আমরা সরকার নির্ধারিত রেট ৯ টাকা ৬১ পয়সা দর ফলো করে ডিম বিক্রি করি। বগুড়ায় প্রতিদিন ৩ লাখ পিস ডিম বিক্রি করে কাজী ফার্ম।  

অবশ্য বগুড়া জেলা প্রাণিসম্পদ অধিদফতরের তথ্যমতে, জেলায় ডিমের ঘাটতি হওয়ার কোনো কারণ নেই। জেলায় ৩৭০টি ডিম উৎপাদনকারী মুরগির খামার রয়েছে। প্রতিদিন ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ১০ লাখ ৬৪ হাজার ১৯টি। সেখানে উৎপাদন হচ্ছে ২২ লাখ ১৮ হাজার ৬০০টি ডিম। গত মাসে বয়ে যাওয়া দাবদাহে মুরগির মৃত্যুর কোনো তথ্য নেই দফতরের কাছে।

বগুড়া জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় বলছে, জেলায় বর্তমানে প্রতিদিন ডিমের চাহিদা প্রায় ৪ লাখ। এই ডিমের সব বগুড়ায় উৎপাদন হয় না। লালমনিরহাট ও গাইবান্ধা থেকে ডিম আসে।  

ডিমের বাজারের তৃতীয় একটি পক্ষ কৃত্রিম সংকট তৈরি করেছে বিষয়টি স্বীকার করছেন বগুড়ার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মমতা হক জানান, রমজান মাসে ডিমের সরবরাহ বেশি হওয়ায় ব্যবসায়ীরা ১৫ দিনের জন্য হিমাগারে ডিম সংরক্ষণ করার প্রস্তাব দিয়েছিলেন। কারণ ওই সময় বিক্রি না হলে ডিমগুলো পচে যেতে পারে। এই সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় একটি শ্রেণি ডিম নিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে। 

ডিমের বাজারের নিয়ন্ত্রণ সম্পর্কে মমতা হক বলেন, মূল ডিমের বাজার নিয়ন্ত্রণ করে কাজী ফার্ম। লোকাল যে-সব খামারি আছে তারা হয়ত কিছুটা কম দামেও দিতে চায়। কিন্তু কাজী ফার্ম সকালে একটা দাম নির্ধারণ করে দেয়। ওরা বলে বিডিং, কিন্তু বিডিং বলতে যেটা বোঝায় সেটা তারা ফলো করে না। কাজী ফার্ম, সিপি বাংলাদেশ লিমিটেড এরাই নির্ধারণ করে কত দাম, কাকে কতগুলো ডিম দেবে। দেখা যাচ্ছে অনেক আড়তদার আছে যাদের কেনার ক্ষমতা অনেক কিন্তু তাকে দিচ্ছে না।

এর আগে, গত ১৫ মে বগুড়ার কাহালুর আফরিন কোল্ড স্টোরেজ নামে একটি প্রতিষ্ঠানে প্রায় ৫ লাখ ডিম অবৈধ মজুত পায় উপজেলা প্রশাসন। পরে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর ১৮ মে শনিবার বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ এলাকার সাথী হিমাগার ইউনিট-২ এবং শাজাহানপুর উপজেলার ফাতেমা সাইদুর নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে প্রশাসন প্রায় এক লাখ ৪০ হাজারের মতো ডিম পায়। এর কয়েকদিন পর ২২ মে সদরের কাফেলা কোল্ড স্টোরেজে উদ্ধার হয় ২ লাখ পিস ডিম। 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কারও প্রতিপক্ষ নয় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

news image

খালেদা জিয়াকে ৪-৫ মে দেশে আনার প্রস্তুতি

news image

নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের অবস্থা বদলাতে হবে: প্রধান উপদেষ্টা

news image

পুরোনো যানবাহন অপসারণের ঘোষণা বিআরটিএ'র

news image

আওয়ামী লীগ নেতা মায়া চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

news image

বাংলাদেশের জিআই পণ্য এখন ৫৫টি

news image

উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ!

news image

দলগুলোর সমর্থন না পেলে সব উদ্যোগ নিষ্ফল হবে : সিইসি

news image

ঢাকার ৫০ জায়গায় 'এয়ার পিউরিফায়ার', লক্ষ্য বায়ুদূষণ রোধ

news image

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন

news image

মার্চ মাসে দেশে ১৬৩ নারী ও শিশু ধর্ষণের শিকার

news image

এবার ভিন্নধর্মী কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি'র তিন সংগঠন

news image

মে মাসেই শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার: আল জাজিরাকে ড. ইউনূস

news image

রোম থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

news image

আন্দোলনের মুখে স্থগিত ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা

news image

এবার সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া

news image

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ইসির গেজেট

news image

ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

news image

বিএনপি কর্মী হত্যায় শেখ হাসিনাসহ ৪০৮ জনের নামে মামলা

news image

লোডশেডিং হচ্ছে ও হবে: বিদ্যুৎ উপদেষ্টা

news image

কবি দাউদ হায়দারের চিরবিদায়

news image

রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

news image

জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ

news image

বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে বন্ধ হচ্ছে বিজি প্রেসে প্রশ্নপত্র ছাপানো

news image

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

news image

তদন্ত ছাড়াই চাকরিচ্যুত করা যাবে সরকারি কর্মচারীদের 

news image

জুলাই অভ্যুত্থানে আহতদের আল্টিমেটাম, এনসিপি নেতাদের সমালোচনা

news image

সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন: সিইসি

news image

অনেক বাড়ির মালিকও টিসিবির ফ্যামিলি কার্ড নিয়েছে: বাণিজ্য উপদেষ্টা

news image

শিরীন-পলকসহ ১২ জন ৫ আগস্ট সংসদ ভবনে পালিয়ে ছিলেন