MA ০২ মার্চ ২০২৫ ০১:১৯ এ.এম
এনএস ডেস্ক
সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে এখনও সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেছেন, ‘সরকারে থেকে দলীয় সরকারের অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চাওয়ায় তার বিরুদ্ধে আমরা আন্দোলন-সংগ্রাম করেছিলাম। এখন এই সরকারের উপদেষ্টা পরিষদে থেকে যদি ছাত্ররা দল গঠন করে, সেটা সরকারি দল হবে। তাহলে আওয়ামী লীগ এবং নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে পার্থক্য কোথায়?’
শনিবার (১ মার্চ) রাজধানীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুরুল হক নুর। এ সময় তিনি অন্তর্বর্তী সরকার, সরকারে থাকা ছাত্র প্রতিনিধি উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির কর্মকাণ্ডের বিস্তৃত সমালোচনা করেন। এ সময় নুর জানান, গণ অধিকার পরিষদ আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে লড়বে।
নুরুল হক নুর বলেন, ‘ছাত্রনেতারা সরকারে থাকায় সরকারের নানা কাজে বিলম্ব হচ্ছে। এ জন্য ছয় মাসেও সরকারের কোনও উন্নতি নেই। অবশ্য আমরা চাই তারা (জাতীয় নাগরিক পার্টি) ভালো রাজনীতি করুক। কিন্তু সরকারে থেকে সেটা সম্ভব নয়। একজন দল গঠন করেছেন, তিনি পদত্যাগ করেছেন, বাকি দু’জন সরকারে আছেন। বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্র উপদেষ্টাদের তদারকি কমিটি রয়েছে। সরকারের সঙ্গে কাজে এই ছাত্র উপদেষ্টাদের আজ্ঞাবহ নেক্সাস (যোগসূত্র) তৈরি হয়েছে। আন্দোলনের পরিচিত মুখ থেকে যদি ছাত্ররা সরকারে অংশগ্রহণ করে রাজনৈতিক দল গঠন করে, তবে তা সরকারের প্রতি জনগণের আস্থা ক্ষুন্ন করতে পারে।’
সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলনে ডাকসুর সাবেক এই ভিপি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গণ অভ্যূত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন, গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর অভিযোগ করেন, গণ অভ্যূত্থানের ভূমিকাকে ভুলে গিয়ে একটি নির্দিষ্ট বলয়কেন্দ্রিক সরকার গঠন করা হয়েছে। যা জনগনের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তার মতে, এ কারণে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা জাতীয় ঐক্যে ফাটল ধরেছে।
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের পরিবারকে আমন্ত্রণ না জানানো অনভিপ্রেত- এমন মত প্রকাশ করে নুরুল হক নুর অভিযোগ করেন, গুটিকয়েক ছাত্রনেতা এখন সরকারকে নিয়ন্ত্রণ করছে এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপ করছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ জনগণের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে।
নুরুল হক নুরের অভিযোগ নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জেলা প্রশাসকের নোটিশে ঢাকার প্রোগ্রামে অংশগ্রহণের মতো বিষয় দেখা গেছে। জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করেও ঢাকায় এসেছে ছাত্র-জনতা। গাড়ি সরবরাহে মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্টদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে। এগুলো সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য।
গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার এবং আহতদের চিকিৎসার প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ করে নুরুল হক নুর বলেন, ‘এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আমরা আর চুপচাপ থাকব না। গত ছয় মাসে গণহত্যার সঙ্গে জড়িতদের অল্প কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনে আহত ও নিহতদের ক্যাটাগরিতে বৈষম্য করা হয়েছে। গত ছয় মাসে বিভিন্ন কমিউনিটির যৌক্তিক দাবি-দাওয়া আমলে নেওয়া হয়নি। সংস্কারের কোনো বাস্তবায়ন দেখা যাচ্ছে না। পুরনো ধারায়ই চলছে দেশ।’
আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ‘জনতার আদালত’ তৈরির ঘোষণা এনসিপির
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল না হলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের
আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি
শ্রমিকরা বাঁচলে শিল্প বাঁচবে: জামায়াত আমির
বাংলাদেশের অস্তিত্ব গণতন্ত্রে যাওয়ার ওপরে নির্ভর করছে: মির্জা ফখরুল
অধ্যাপক ইউনূসকে দিয়ে সংস্কার হবে বিশ্বাস করি না: জি এম কাদের
‘জনগণ ও নির্বাচিত সরকারের কাছ থেকে করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে’
পরিবারের সম্পত্তি জব্দে জয়ের ক্ষোভ
নয়া পল্টনে লাখো মানুষ, ধানের শীষ ধ্বনিতে চারপাশে উল্লাস
আজ রাজধানীতে শ্রমিক দলের শোডাউন
এবার শেখ রেহানা, তার সন্তান ও ভাগ্নে-ভাগ্নির জমি জব্দের আদেশ
সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দফায় দফায় মারামারি
ছুটির ৩ দিনে রাজধানীতে তিন দলের সমাবেশ, নিরাপত্তা সতর্কতা
দেশে ফিরছেন খালেদা জিয়া : পররাষ্ট্র উপদেষ্টা
'নারী সংস্কার প্রস্তাবনা পরিবার ব্যবস্থাপনা ভাঙার নীল নকশা'
এনসিপির সঙ্গে সম্পর্ক নেই বলে জানালেন উমামা
নির্বাচনের দাবিতে সিইসির সঙ্গে আজ বৈঠক করবে বিএনপি
আমরা চাই না এ দেশ আরেকটা গাজা হোক: মির্জা ফখরুল
সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নারায়ণগঞ্জ আদালতে কিল-ঘুষি
রাজনৈতিক ঐকমত্যের বাইরে সংস্কার সম্ভব নয়: আমীর খসরু
চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে বলে জানালেন মির্জা ফখরুল
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীতে সমাবেশ
সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর চায় জামায়াত
সংস্কার সংলাপে বসেছে ঐকমত্য কমিশন ও জামায়াত
অন্তর্বর্তী সরকারকে নিয়ে আশাহত ফরহাদ মজহার!
বাংলাদেশে কুরআন বিরোধী কোনো অপশক্তির ঠাঁই হবে না: মামুনুল হক
দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির
সদিচ্ছা থাকলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব: সাইফুল হক
আ'লীগ নিষিদ্ধসহ ৪ দাবি বাস্তবায়ন চায় ইনকিলাব মঞ্চ
সততার সঙ্গে কাজ করতে চান ইলিয়াস কাঞ্চন