রোববার ০৪ মে ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ভারতের সঙ্গে বাণিজ্য কমেছে বাংলাদেশের

কেবি ১১ সেপ্টেম্বার ২০২৪ ০১:৩২ পি.এম

বাংলাদেশের আমদানি-রপ্তানি দুই-ই কমেছে ভারতের সঙ্গে বাণিজ্য কমেছে বাংলাদেশের

এনএস ডেস্ক : গত এক মাসে দেশটির সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি দুই-ই কমেছে। বাংলাদেশে সরকার পরিবর্তনের প্রভাব পড়েছে ভারতের সঙ্গে বাণিজ্যের ওপর। দুই দেশের বাণিজ্যের প্রায় ৮০ শতাংশ হয়ে থাকে বেনাপোল স্থলবন্দর দিয়ে। 

বন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে, জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে বেনাপোল দিয়ে আমদানি কমেছে সোয়া তিন কোটি কেজির বেশি। একই সঙ্গে রপ্তানি কমেছে প্রায় সাড়ে সাত লাখ কেজি। আখাউড়ায় কমেছে ৬৮১ টন। হিলি বন্দর দিয়ে আমদানি নেমেছে অর্ধেকে। অন্য বন্দরগুলো দিয়েও আমদানি-রপ্তানি কমেছে উল্লেখযোগ্য পরিমাণে।

দেশে চালু স্থলবন্দর ১৬টি। এসব বন্দর দিয়ে বছরে দেড় থেকে পৌনে দুই কোটি টন পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। ২০২৩-২৪ অর্থবছর স্থলপথে দু’দেশের মধ্যে ১ কোটি ৬০ লাখ ২৮ হাজার ৮০০ টন পণ্য আমদানি-রপ্তানি হয়। এর মধ্যে ভারত থেকে আমদানি হয় ১ কোটি ৫০ লাখ ৫০ হাজার ৩৬৩ টন পণ্য। এ সময় বাংলাদেশ থেকে রপ্তানি হয় ৯ লাখ ৭৮ হাজার ৪৩৮ টন পণ্য। অর্থাৎ প্রায় ৯৪ শতাংশই ভারতের অনুকূলে। ভারত থেকে আমদানি হয় এমন পণ্যের তালিকায় রয়েছে তুলা, সুতা, বস্ত্র, শিল্পের বিভিন্ন রাসায়নিক, পাথর, আদা-রসুন-পেঁয়াজ, সব ধরনের মসলা, বিভিন্ন ধরনের সবজি ও ফল। অন্যদিকে রপ্তানি তালিকায় রয়েছে তৈরি পোশাক, কাঁচা পাট ও পাটজাত পণ্য, মাছ, শুঁটকি, বর্জ্য তুলা, সিমেন্ট, মেলামাইন সামগ্রী, পিভিসি পাইপ, পিভিসি ডোর, জুস, ফার্নিচার ও প্লাস্টিক সামগ্রী। পণ্য বাণিজ্য ছাড়াও গত বছর দু’দেশের ৩৬ লাখ ১৪ হাজার ২৩৮ যাত্রী আসা-যাওয়া করেছে।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে, কোনো দেশের পক্ষ থেকেই বাণিজ্য বন্ধ বা নিরুৎসাহিত করার মতো পদক্ষেপ নেওয়া হয়নি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। এ কারণে আমদানি-রপ্তানি কমছে। আবার আন্দোলনের কারণে সরবরাহ চেইন নির্বিঘ্ন ছিল না। তা ছাড়া এই সময়টায় মৌসুমি কিছু পণ্যের আমদানি কিছুটা কম হয়।

ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি ব্যাপক হারে কমে যাওয়ার কারণ জানতে চাইলে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী বলেন, দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে– এ কথা অস্বীকার করা যাবে না। 

আগস্ট মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় সাড়ে তিন কোটি কেজি আমদানি কম হয়েছে। জুলাই মাসে আমদানির পরিমাণ ছিল ১৬ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার ৮৭৮ কেজি। আগস্টে তা কমে দাঁড়ায় ১৩ কোটি ৫ লাখ ৮৫ হাজার ৩৬৯ কেজি। এক মাসে আমদানি কমেছে ৩ কোটি ২৯ লাখ ৫১ হাজার ৫০৮ কেজি। একইভাবে এ বন্দর দিয়ে রপ্তানিও কমেছে।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন বলেন, জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে আমদানি-রপ্তানি কিছুটা কম হয়েছে। জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছে প্রায় ৪২৫ কোটি টাকা। আগস্ট মাসে রাজস্ব আদায় হয়েছে ৪১০ কোটি টাকা।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রাসেদুল সজীব জানান, গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বেনাপোল বন্দর এলাকার পরিবেশ কিছুটা বিঘ্ন ঘটে। এ জন্য আমদানি-রপ্তানিও কম হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান বলেন, বন্দর থেকে পণ্য ডেলিভারি আগের তুলনায় কিছুটা কম হচ্ছে। বন্দরে জায়গা সংকটের কারণে ভারতীয় ট্রাক দ্রুত খালাস করা সম্ভব হয় না।

অ্যাসোসিয়েশনের সহসভাপতি কামাল উদ্দিন শিমুল বলেন, সারাদেশে রাজনৈতিক অস্থিরতার জন্য অনেক আমদানিকারক পণ্য আমদানি কম করছেন এবং বন্দর থেকে পণ্য খালাসও নিচ্ছেন কম। ডলার সংকটের কারণে এলসি কম হচ্ছে। এসব কারণে আমদানি কমে গেছে।

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী রাজীব ভূঁইয়া বলেন, আখাউড়ায় আকস্মিক বন্যা ও দেশের অস্থিতিশীলতার কারণে আগস্ট মাসে এ বন্দর দিয়ে ত্রিপুরায় পণ্য রপ্তানি কম হয়েছে। আগামী মাস থেকে পণ্য বাড়তে পারে।

তিনি জানান, বর্তমানে এ বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ১০ গাড়ি পণ্য রপ্তানি হচ্ছে ভারতে। স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসম্পাদক নাসির উদ্দিন বলেন, দেশের অস্থিতিশীলতা পরিবেশ ও বন্যার কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি কমে গেছে। তবে সামনে ব্যবসার মৌসুম আসতেছে। আশা করা যায়, ব্যবসার গতি আগের জায়গায় ফিরে যাবে।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুল হাসান বলেন, আগের তুলনায় এখন ভারতের ত্রিপুরায় পণ্য রপ্তানি কম হচ্ছে। ডলারের রেটের তারতম্য, দেশের রাস্তাঘাট ও অস্থিরতার এবং ত্রিপুরার চাহিদা কম থাকার কারণে এ বন্দর দিয়ে পণ্য রপ্তানি কমে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের পণ্যের চাহিদা রয়েছে ত্রিপুরায়। আমাদের দেশে অস্থিরতা কারণে ওপারের ব্যবসায়ীরা পণ্য অর্ডার করতে ভয় পাচ্ছেন। পণ্যের অর্ডার করলে সময়মতো মাল দিতে পারব কিনা, তা জানতে চাচ্ছেন। 

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানির পরিমাণ অর্ধেকে নেমেছে। আগে প্রতিদিন গড়ে ৮০-৯০ ট্রাক পণ্য আমদানি হতো, এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩০-৪০টিতে। এই বন্দর দিয়ে ভারত থেকে কৃষিপণ্য, মসলাজাতীয় পণ্য ও পাথর আমদানি হয়ে থাকে। আমদানীকৃত এসব পণ্যের মধ্যে সিংহভাগ আমদানি হয় পেঁয়াজ। ইদানীং দেশে কাঁচা মরিচের সংকট থাকায় সেই জায়গা করে নিয়েছে এই পণ্যটি। ব্যবসায়ীদের অভিযোগ, অভ্যন্তরীণ সংকটের অজুহাতে ইচ্ছামতো দাম বাড়িয়ে দিচ্ছেন ভারতীয় ব্যবাসায়ীরা। এ ছাড়া বর্তমানে ব্যাংকগুলো শতভাগ মার্জিন ছাড়া এলসি খুলছে না। এতে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা মূলধনের অভাবে পণ্য আমদানি করতে পারছেন না।

এ বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করত। এখন আসছে ১৫০টির মতো ট্রাক। বন্দরে অব্যবস্থাপনার কারণেও আমদানি-রপ্তানি কমছে ভারতে। সিঅ্যান্ডএফ এজেন্ট ইসমাইল হোসেন জানান, মূলত ডলার সংকটের কারণে ব্যবসা কিছুটা কমে গেছে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

গাজীপুরে ঝুট গুদামে আগুন, ছড়িয়েছে বসতবাড়িতেও

news image

নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ ব্যবসায়ী ঢামেকে ভর্তি

news image

একসঙ্গে দুই বোনের প্রাণ গেল পুকুরে

news image

এ মাসে হতে পারে ঘূর্ণিঝড়-কালবৈশাখী, থাকবে তাপপ্রবাহ

news image

নাফ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

news image

প্রতিবন্ধী সন্তানের যন্ত্রণা সইতে না পেরে...

news image

আনোয়ারায় পাহাড় ধসে ২ শিশু নিহত, গুরুতর আহত ২ শিশু

news image

কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ

news image

মৎস্য আড়তে অভিযান ৭০ কেজি জাটকা জব্দ

news image

বুধবার বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

news image

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহন: দুইজনের কারাদণ্ড, ৯টি ড্রেজার মেশিন ধ্বংস

news image

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তাসলিমা মারা গেলেন

news image

রাজধানীসহ দেশের ১৬ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস

news image

বিজয়নগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

news image

৫ জেলায় বজ্রপাতে ১০ জনের প্রাণহানি

news image

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ সীমার মৃত্যু, ৪ জন আশঙ্কাজনক

news image

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

news image

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে থাকা হাজতির মৃত্যু

news image

বিএসএফের গুলিতে ঝিনাইদহ সীমান্তে একজন নিহত

news image

সোমবার থেকে তাপপ্রবাহ কমতে পারে

news image

এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

news image

আজও থাকবে তাপের উত্তাপ

news image

গাজীপুরের শ্রীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

news image

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

news image

আখাউড়ায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী আহত

news image

ব্রাহ্মণবাড়িয়ায় ১৭৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার এক

news image

ঈশ্বরদীতে চরের জমি নিয়ে বন্দুকযুদ্ধে চারজন গুলিবিদ্ধ

news image

হবিগঞ্জে সমিতির দখল নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

news image

দেশজুড়ে তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস

news image

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সেমিনার অনুষ্ঠিত