L.M. ০৪ মে ২০২৫ ০৬:৫১ পি.এম
এনএস ডেস্ক
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারি সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রবিবার (৪ মে) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর ৪ মাস।
ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। একপর্যায়ে তাকে গত ২১ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।
সদ্য প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন। এ সময় তিনি যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। এরপর তিনি আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রধান উপদেষ্টা হন। ২০২৪ সালের ১৭ আগস্ট সেই পদ থেকেও সরে দাঁড়ান তিনি।
এর আগে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ২০১৩ সালের ১৮ ডিসেম্বর যুক্তরাজ্যে চলে যান। প্রায় ১১ বছর পর ২০২৪ সালের ২৬ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন।
১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। দেশ থেকে বিএ (অনার্স) ও এম এ ডিগ্রী অর্জনের পর তিনি যুক্তরাজ্যের লিংকনস-ইন থেকে ব্যারিস্টারি পাশ করেন। ১৯৮৫ সালের নভেম্বর পর্যন্ত তিনি লন্ডনে আইন পেশায় নিয়োজিত ছিলেন। ১৯৮৬ সালে তিনি দেশে ফিরে আসেন এবং আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৪ সালে তিনি আপিল বিভাগের আইনজীবী হন। ১৯৯০ সালে দ্য ল' কাউন্সেল নামে এটি পরামর্শ প্রতিষ্ঠান স্থাপন করেন তিনি। ২০০২ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হন।
প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই ছেলেই ব্যারিস্টার এবং তারা বাংলাদেশের সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন
‘বীর প্রতীক’ মাহবুব আহমেদ সহিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মারা গেছেন
সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ মারা গেছেন
চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ
টঙ্গিবাড়ীতে পৃথক ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
ঢাকা বিশ্বিবদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ডা: একেএম আফতাব উদ্দিন সরকার আর নেই
উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন
কবি হেলাল হাফিজ মারা গেছেন
জাকারিয়া পিন্টুর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই
চলে গেলেন বর্ষীয়ান রাজনীতিক মতিয়া চৌধুরী